BCCI: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুর্দান্ত ভাবে টি-টোয়েন্টি সিরিজ জয় করলো টিম ইন্ডিয়া। প্রোটিয়াসদের ৩-১ ব্যাবধানে পরাস্ত করেছে ভারতীয় দল। বিশ্বকাপের আগে ভারতকে কেবলমাত্র নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে হবে। কিউইদের বিরুদ্ধে বিশ্বকাপের আগে শেষবারের জন্য টি-টোয়েন্টি সিরিজটি আগামী জানুয়ারিতে শুরু হবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজটি শেষ হওয়া মাত্রই প্রকাশ্যে এসেছে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড। ভারতীয় দলের অধিনায়কত্ব করবেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ভাইস ক্যাপ্টেন শুভমান গিলের (Shubman Gill) জায়গা হয়নি এই বিশ্বকাপের মঞ্চে। সদ্য সমাপ্ত হওয়া ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের চতুর্য ম্যাচের আগে অনুশীলনে চোট পেয়েছিলেন তিনি। পাশাপাশি ব্যাটে রানও নেই তাঁর, যে কারণে শুভমানকে রাখার সিদ্ধান্ত নেয়নি নির্বাচকরা।
ভারতীয় দলের ব্যাটসম্যান হিসাবে দেখতে পাওয়া যাবে ইনফর্ম অভিষেক শর্মা (Abhishek Sharma), তিলক ভার্মাকে (Tilak Varma)। তাছাড়া দুই উইকেট কিপার ব্যাটসম্যান- সঞ্জু স্যামসনকে দেখতে পাওয়া যাবে। সঞ্জুকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ম্যাচে ওপেনিং করতে দেখতে পাওয়া গিয়েছিল, তিনি বিশ্বকাপের একাদশে ওপেনিংয়ের দায়িত্ব পাবেন কিনা তা নিয়ে বড় চর্চা শুরু হয়েছে সমাজ মাধ্যমে। তবে, বিশ্বকাপের দলে ব্যাক আপ উইকেট কিপার হিসাবে ঈশান কিষানকে (Ishan Kishan) সংযোজন করা হয়েছে। সৈয়দ মুশতাক আলিতে অনবদ্য পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। যে কারণে দেশের জার্সিতে আবার ফিরলেন ঈশান। দলে ফেরানো হয়েছে রিংকু সিংকেও (Rinku Singh)। দক্ষিণ আফ্রিকা সিরিজে দলে জায়গা পাননি রিঙ্কু। তবে বিশ্বকাপ দলে সুযোগ দেওয়া হয়েছে তাকে।
Read More: বিফল হল ডি ককের লড়াই, বরুণ-জসপ্রীতের বোলিং দাপটে সিরিজ জয় ভারতের !!
দলে ফিরলেন রিংকু-ঈশানরা

দলে অলরাউন্ডার হিসাবে জায়গা করে নিয়েছেন গুজরাটের দুই তারকা- অক্ষর প্যাটেল এবং হার্দিক পান্ডিয়া । ২০২৪ টি – টোয়েন্টি বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা পালন করেছিলেন এই দুই তারকা। আসন্ন বিশ্বকাপের মঞ্চেও গুরুদায়িত্ব থাকবে তাদের কাঁধে। পাশাপশি, অক্ষর প্যাটেল দলের ভাইস ক্যাপ্টেনের ভূমিকা পালন করবেন। শিবম দুবেও (Shivam Dube) এখন ব্যাট ও বল হাতে দাপট দেখাচ্ছেন তাই দলে তাঁকেও নির্বাচন করা হয়েছে। দলের স্পিন বোলিংয়ের দায়িত্ব সামলাবেন কুলদীপ যাদব এবং বরুন চক্রবর্তী, এই মুহূর্তে বরুন বিশ্বের সেরা টি-টোয়েন্টি স্পিনার এবং কুলদীপকে নিয়ে বলার বেশি কিছুই নেই। তার প্রতিভা ভারতের উইকেটে বেশ কার্যকর। তাছাড়া, পেস বোলিং আক্রমণ সামলাবেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), পাশাপাশি রয়েছেন বামহাতি পেসার অর্শদীপ সিং (Arshdeep Singh)। দলে আরও শক্তি জোগাতে অজিত আগারকারের (Ajit Agarkar) কমিটি গম্ভীরের প্রিয় দুই ছাত্র হর্ষিত রানা (Harshit Rana) ও ওয়াসিংটন সুন্দরকে (Washington Sundar) সুযোগ দিয়েছে বিসিসিআই (BCCI)।
বিশ্বকাপের জন্য BCCI’এর বাছাই করা ভারতের স্কোয়াড
সূর্যকুমার যাদব (C), অক্ষর প্যাটেল (VC), অভিষেক শর্মা, তিলক ভার্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া, ওয়াসিংটন সুন্দর, হার্ষিত রানা, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, অর্ষদীপ সিং, রিংকু সিং, শিবম দুবে।