দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজের (IND vs SA) জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) ঘোষণা করল ১৫ জনের দল। প্রত্যাশিতভাবেই এই দলে নেই অস্ট্রেলিয়া সফরের আগে ঘোষিত হওয়া অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)। অস্ট্রেলিয়া সফরের আগেই শুভমান গিলকে অধিনায়ক হিসেবে ঘোষণা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। রোহিত শর্মার ভবিষ্যৎ ও ২০২৭’ সালের ওডিআই বিশ্বকাপের দিকে তাকিয়ে শুভমান গিলকে ভারতীয় দলের অধিনায়ক বানানো হয়েছিল। তবে এই সিরিজে নেই শুভমান। সাথে, ভাইস ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) নেই এই দলে। তিনিও অস্ট্রেলিয়ায় গুরুতর চোট পেয়েছিলেন তিনি। চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন শ্রেয়স। তাঁদের অনুপস্থিতিতে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে লোকেশ রাহুলকে (KL Rahul)। প্রায় দু’বছর পর আবার এক দিনের ফরম্যাটে নেতা হিসেবে দেখা যাবে রাহুলকে।
২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা সফরে শেষবার ভারতের ওয়ানডে দলের অধিনায়ক হিসাবে দেখতে পাওয়া গিয়েছিল রাহুলকে। দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে সেখানে সিরিজ জিতেছিল ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে হতাশাজনক পারফরম্যান্সের পরে দলের অভিজ্ঞ খেলোয়াড় কেএল রাহুলের দিকেই ক্যাপ্টেনসি তুলে দিয়েছে নির্বাচকরা। স্কোয়াডে রাখা হয়েছে রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli) দুজনকেই। তরুণ-অভিজ্ঞ মিশেলে সাজানো দলকে সামনে রেখে সিরিজ জয়ের লক্ষ্যেই এগোতে চায় ভারত। এমনকি দলে ফিরেছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)।
Read More: ম্যাচ জিতেও বিপাকে অস্ট্রেলিয়া, কোটি কোটি টাকার ক্ষতির মুখে বোর্ড !!
KL রাহুল দেবেন ভারতীয় দলকে নেতৃত্ব

হার্দিক পান্ডিয়া এখনও পুরোপুরি ম্যাচ-ফিট নন। তাই তাঁকে রাখা হয়নি। একই সঙ্গে বিশ্রাম দেওয়া হয়েছে দুই পেস বোলিং তারকা জসপ্রিত বুমরাহ এবং মহম্মদ সিরাজকে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই বড় সিদ্ধান্ত নিয়েছে নির্বাচকরা। দলে জায়গা হয়নি অক্ষর প্যাটেলেরও (Axar Patel)। ফেরানো হয়নি মোহম্মদ শামিকেও (Mohammed Shami)। তবে অভিজ্ঞদের পাশাপাশি সুযোগ পেয়েছেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার। দলে ফিরেছেন ঋষভ পন্থ, তিলক বর্মা, ঋতুরাজ গাইকোয়ার্ডরা। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে অসাধারণ প্রদর্শন দেখিয়েছিলেন ঋতুরাজ। যে কারণে তাঁকে ফেরানো হয়েছে বলে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ১৫ জনের ওয়ানডে স্কোয়াড:
রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক বর্মা, লোকেশ রাহুল (অধিনায়ক), ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, রুতুরাজ গায়কোয়াড়, প্রসিদ্ধ কৃষ্ণ, অর্শদীপ সিংহ ও ধ্রুব জুরেল।