IND vs AUS: অবশেষে জল্পনার ইতি টেনে অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই (BCCI)। এক দিনের ক্রিকেটে অধিনায়কত্ব হারালেন রোহিত শর্মা (Rohit Sharma)। কয়েক মাস আগেই টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছিলেন রোহিত শর্মা। তখন টেস্ট দলের অধিনায়ক হিসেবে শুভমান গিলকে (Shubman Gill) বেছে নিয়েছিল বিসিসিআই। আবার রোহিতের পরিবর্তে ওডিআই ফরম্যাটে নতুন নেতা হিসেবে দায়িত্ব পাচ্ছেন শুভমন গিল। তবে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থাকছে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) হাতেই। ওডিআই দলের পাশাপশি অস্ট্রেলিয়ায় এশিয়া কাপজয়ী টি-টোয়েন্টি দলকেই পাঠানো হচ্ছে। অস্ট্রেলিয়াতে ভারত তিনটি ওডিআই ও পাঁচটি টেস্ট সিরিজ খেলতে নামবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো রোহিত শর্মা অধিনায়কত্ব হারালেও দলে জায়গা ধরে রেখেছেন। ওডিআই দলে ফিরেছেন কিং কোহলি (Virat Kohli)। তিনিও রোহিতের মতন টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে নিয়েছেন। নির্বাচকরা ২০২৭ সালের বিশ্বকাপের কথা ভেবে তাঁদের এখনও দলে রেখেছেন। নেতৃত্বে বদলের মূল কারণ হিসাবে ভবিষ্যৎ পরিকল্পনাকেই বোঝাতে চেয়েছেন মুখ্য নির্বাচক অজিত আগারকার (Ajit Agarkar)। শুভমানের ডেপুটি হিসাবে শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) নির্বাচন করা হয়েছে। আইয়ারকে অবশ্য টি-টোয়েন্টি দলে সুযোগ দেওয়া হয়নি।
Read More: IND vs WI: ভারতের দাপট! ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৪০ রানে উড়িয়ে দিলো গিল বাহিনী !!
দলে সুযোগ পাননি জাদেজা-বুমরাহ

প্রত্যাশা মতোই সাদা বলের ক্রিকেটে আলাদা দল বেছে নিয়েছেন নির্বাচক অজিত আগরকর। তবে কোনও জায়গা হয়নি মহম্মদ শামির। চোটের কারণে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এবং ঋষভ পন্থকে (Rishabh Pant) দল থেকে বাদ পড়তে হবে। ওডিআই দলে জায়গা পেয়েছেন নীতিশ কুমার রেড্ডি। ধ্রুব জুড়েলকেও শামিল করা হয়েছে। তবে রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) বদলে দলে জায়গা পেয়েছেন ওয়াসিংটন সুন্দর। অস্ট্রেলিয়া সিরিজে বিশ্রামে রাখা হয়েছে জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah)।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের এক দিনের দল:
শুভমন গিল (অধিনায়ক), শ্রেয়স আয়ার (সহ-অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, অক্ষর পটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিংহ, প্রসিদ্ধ কৃষ্ণ, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক) এবং যশস্বী জয়সওয়াল।