IND vs NZ: নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। ১১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বহুপ্রতাশীত এই সিরিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজে শেষবারের মতন নামতে দেখা যাবে ভারত ও নিউজিল্যান্ডকে। প্রত্যাশা মতই দলের অধিনায়কত্ব সঁপে দেওয়া হয়েছে শুভমান গিলের (Shubman Gill) কাঁধে। সুস্থ হয়ে দলে ফিরলেন তিনি, অন্যদিকে, দীর্ঘদিন পর চোট সারিয়ে ফিরছেন শ্রেয়াস আইয়ারও (Shreyas Iyer)। তবে তিনি স্কোয়াডে থাকলেও তার খেলা এখনো নিশ্চিত নয়। সেন্টার অফ ক্রিকেট এক্সেলেন্স থেকে ছাড়পত্র না পেলে শ্রেয়সকে এই সিরিজে দেখতে পাওয়া যাবে না।
তাছাড়া, বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করা দেবদত্ত পাডিক্কাল বা ধ্রুব জুরেলের মতো ক্রিকেটারদের সুযোগ না দেওয়া সবারই নজর কেড়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে স্কোয়াডে ধ্রুব জুড়েলকে রাখা হয়েছিল। তবে এবার তাঁর জায়গা নেই। জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরের (IND vs NZ) মূল আকর্ষণ টি-টোয়েন্টি বিশ্বকাপ হলেও, তার আগে ওয়ানডে সিরিজকে গুরুত্ব দিচ্ছে বিসিসিআই।২০২৭ বিশ্বকাপের জন্য এখন থেকেই দল গড়ে নিতে চাইছে ভারত।
সেঞ্চুরি হাকিয়েও সুযোগ পেলেন না ঋতুরাজ

সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। তাই কিউয়িদের বিরুদ্ধে ওয়ানডে স্কোয়াডে রাখা হয়েছে বিরাট কোহলি এবং রোহিত শর্মা কেও। তবে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকানো ঋতুরাজ গাইকোয়ার্ডকে দেখতে পাওয়া গেল না দলে। বোলিং বিভাগে মোহম্মদ সিরাজের অভিজ্ঞতার সঙ্গে তরুণ পেসার হর্ষিত রানা ও প্রসিদ্ধ কৃষ্ণ নিজেদের জায়গা পোক্ত করার সুযোগ পাবেন। স্পিনে কুলদীপ ও জাদেজার জুটি এখনও দলের বড় শক্তি। তবে বিশ্বকাপের আগে অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া ও জসপ্রীত বুমরাহদের বিশ্রাম দেওয়া হয়েছে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘোষিত ভারতীয় দল
শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার (সহ অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা, কুলদীপ যাদব, ঋষভ পন্থ, নীতীশ কুমার রেড্ডি, অর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল।