IPL 2025: আইপিএলে প্রতি বছরই বিভিন্ন ঘটনা ক্রিকেটকে ছাপিয়ে সামনে উঠে আসে। মঙ্গলবার টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ লখনউ সুপার জায়ান্টস বনাম পাঞ্জাব কিংসের (Lucknow Super Giants vs Punjab Kings) ম্যাচে এক সময় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। দ্বিতীয় ইনিংসে রান তাড়া করতে নেমে লখউনের স্পিনার দিগ্ধেশ রাঠির (Digvesh Rathi) বলে প্রিয়াংশ আর্য (Priyansh Arya) আউট হয়ে মাঠে ছাড়েন। এই সময় দিগ্বেশ (Digvesh Rathi) বিতর্কিত উদযাপন করে আলোচনায় উঠে এসেছিলেন। এবার তিনি শস্তির মুখে পড়েছেন। এই লখনউ সদস্যকে আর্থিক জরিমানাও করা হয়েছে।
বিতর্কিত উদযাপন দিগ্বেশ রাঠির-

আইপিএলের ১৩ তম ম্যাচে লখনউ সুপার জায়ান্টস (LSG) একানা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে ব্যাট করে ১৭২ রানের লক্ষ্যমাত্রা দেয়। এই রান তাড়া করতে নেমে পাঞ্জাব কিংসের হয়ে প্রভসিমরান সিংয়ের (Prabhsimran Singh) সঙ্গে ওপেনিং করতে আসেন প্রিয়াংশ আর্য। তবে তৃতীয় ওভারে ওপেনার প্রিয়াংশ আর্য (Priyansh Arya) দিগ্বেশ রাঠির (Digvesh Rathi) করা বলে শার্দুল ঠাকুরকে ক্যাচ দিয়ে ড্রেসিংরুমের দিকে হাঁটা লাগান। এই সময় লেখার ভঙ্গিতে বিতর্কিত ‘নেটবুক সেলিব্রেশন’ করতে দেখা যায় লখনউয়ের স্পিনারকে। এর আগে ওয়েস্ট ইন্ডিজ তারকা কেসরিক উইলিয়ামস (Kesrick Williams) ২০১৭ সালে বিরাট কোহলিকে (Virat Kohli) আউট করার পর ‘নেটবুক সেলিব্রেশন’ করেছিলেন। ২০১৯ সালে এই সেলিব্রেশন করে উইলিয়ামসকে যোগ্য জবাব দিয়েছিলেন কিং কোহলি।
Read More: “যখন গরিব ছিল তখন ভালো ছিলো…” আইপিলের মঞ্চে চূড়ান্ত ভাবে ব্যার্থ রিংকু সিংহ, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!
শাস্তির মুখে পডলেন দিগ্বেশ-

এই বিতর্কিত উদযাপনের পর সোশ্যাল মিডিয়ায় চর্চায় উঠে আসেন দিগ্বেশ রাঠি (Digvesh Rathi)। ম্যাচ চলাকালীন বিষয়টি আম্পায়ার ভালোভাবে নেননি তিনি এই লখনউ স্পিনারের সঙ্গে কথা বলেন। আইপিএলের আচরণবিধি লঙ্ঘনের জন্য এবার শাস্তির মুখে পড়লেন দিগ্বেশ (Digvesh Rathi)। তাকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করার সঙ্গে সঙ্গে ১ টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, “দিগ্বেশ সিং রাঠি ২.৫ ধরার অধীনে প্রথম পর্যায়ের অপরাধে অভিযুক্ত হয়েছেন এবং তিনি ম্যাচ আম্পায়ারের সিদ্ধান্তে মেনে নিয়েছেন।”