ভারত-পাক যুদ্ধ পরিস্থিতির মধ্যে আইপিএলের (IPL 2025) মতো টুর্নামেন্ট বর্তমানে স্থগিত রাখা হয়েছে। এমনকি এই বছর সম্ভবত এশিয়া কাপের (Asia Cup 2025) মতো টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হবে না। এর মধ্যেই আসন্ন আন্তর্জাতিক সিরিজ এবং টুর্নামেন্টগুলি নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে বিসিসিআই (BCCI)। জুন মাস থেকে ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামবে ভারতীয় দল (IND vs ENG)। এই সিরিজের মধ্যে দিয়ে ভারতীয় দল নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) চক্রে যাত্রা শুরু করবে যার ফাইনাল ২০২৭ সালে অনুষ্ঠিত হবে। এই গুরুত্বপূর্ণ ফাইনাল আয়োজনের জন্য এবার আগ্রহ দেখালো বিসিসিআই (BCCI)।
Read More: রোহিত সরতেই ভাগ্য খুললো এই ৩ তরুণ তুর্কি’র, সুযোগ পাবেন ওপেনার হিসেবে !!
ভারতে ডব্লিউটিসির ফাইনাল-

২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়ার (SA vs AUS) ফাইনাল ১১ জুন থেকে ইংল্যান্ডের লর্ডসে অনুষ্ঠিত হবে। এর আগের দুটি গুরুত্বপূর্ণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালও ইংল্যান্ডে আয়োজন করা হয়েছিল। তবে এবার এই টুর্নামেন্টের পরবর্তী মরসুমের ২০২৭ সালের ফাইনাল আয়োজন করার জন্য আগ্রহ প্রকাশ করল বিসিসিআই (BCCI)। গত মাসে জিম্বাবুয়েতে আইসিসির (ICC) প্রধান নির্বাহী কমিটির সভায় এই গুরুত্বপূর্ণ ফাইনাল আয়োজন করার জন্য ভারতীয় বোর্ড ইচ্ছাপত্র জমা দিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্যতম প্রধান কর্মকর্তা অরুণ সিং ধুমাল (Arun Kumar Dhumal) আইসিসি কমিটিতে প্রতিনিধিত্ব করেন। অন্যদিকে বর্তমানে জয় শাহ (Jay Shah) আইসিসির সভাপতি। ফলে সূত্র অনুযায়ী ২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আয়োজক ভারত হতে চলেছে তা শুধুমাত্র এখন সময়ের অপেক্ষা। তবে ক্রিকেট বিশেষজ্ঞরা টিকিট বিক্রির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালের প্রথম চারদিনের টিকিট বর্তমানে বিক্রি হয়ে গেছে। ২০২৩ সালে এই টুর্নামেন্টের ফাইনালে ইংল্যান্ড না থাকলেও টিকিট বিক্রি হয়েছিল। কিন্তু ভারতের মাটিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজন হলে টিকিট বিক্রি হবে কিনা তা নিয়ে রীতিমত আলোচনা শুরু হয়েছে।
ভারতের আসন্ন সিরিজ-

সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে লজ্জাজনক টেস্ট সিরিজ হারের পর বর্ডার গাভাস্কার ট্রফিতেও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ হাতছাড়া করেছিল ভারতীয় দল। এর ফলে ব্লু ব্রিগেডরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে প্রবেশ করতে ব্যর্থ হয়। তবে আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে নতুনভাবে দল সাজিয়ে মাঠে নামতে চাইছে বিসিসিআই। ২০ জুন থেকে ভারতীয় দল ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ডের মাটিতে যাত্রা শুরু করবে। তার আগেই আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে হইচই ফেলে দিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। ফলে ভারতীয় টেস্ট দলে এবার নতুন অধিনায়ক আসতে চলেছে। শুভমান গিল (Shubman Gill) এবং জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে আছেন।