ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ বাঁচাতে বড়ো সিদ্ধান্ত BCCI'এর, মিনি নিলামেই ধরা পড়ল সেই ছবি !! 1

বর্তমানে ভারত বিশ্ব ক্রিকেটে অন্যতম শক্তিশালী দল। ৩ ফরম্যাটেই তারা সফলতার সঙ্গে এগিয়ে চলেছে। প্রতি বছর এই দলে জায়গা করে নেওয়ার জন্য অসংখ্য তরুণ ক্রিকেটার লড়াইয়ে এগিয়ে থাকে। বিসিসিআই (BCCI) বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্ট থেকে তাদের তুলে আনার চেষ্টা করে। অন্যদিকে আইপিএলের মঞ্চে ভালো পারফর্মেন্স করলেও মেলে জাতীয় দলে জায়গা করে নেওয়ার সুযোগ। ফলে এই টুর্নামেন্ট দেশের তরুণ ক্রিকেটারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এবার ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ বাঁচাতে বড়ো সিদ্ধান্ত নিল বিসিসিআই।

Read More: চোটের কারণে ছিটকে গেলেন শুভমান গিল, আকাশ ভেঙে পড়ল ভারতীয় দলে !!

বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত-

ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ বাঁচাতে বড়ো সিদ্ধান্ত BCCI'এর, মিনি নিলামেই ধরা পড়ল সেই ছবি !! 2

মঙ্গলবার আবুধাবিতে আগামী আইপিএল (IPL 2026) মরসুমের জন্য মিনি নিলাম অনুষ্ঠিত হয়‌। এই অনুষ্ঠানে একাধিক ক্রিকেটার বিশেষ নজর কেড়েছেন। ক্যামেরন গ্রিন (Cameron Green), মাথিশা পাথিরানা (Matheesha Pathirana), লিয়াম লিভিংস্টোনের (Liam Livingston) মতো তারকারা বিশেষ নজর করেন। তবে ফ্র্যাঞ্চাইজিগুলির ভারতীয় আনক্যাপড তরুণ ক্রিকেটারদের দিকে বিশেষ নজর দেয়। চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) এই বিষয়ে অনেকটাই এগিয়ে ছিল।

তারা কার্তিক শর্মা (Kartik Sharma) এবং প্রশান্ত বীরের (Prashant Veer) মতো তরুণ তারকাদের যথাক্রমে ১৪.২ কোটি টাকার বিনিময়ে দলে নেয়। তাদের দুজনের বেস প্রাইস ছিল ৩০ লক্ষ টাকা। এছাড়াও তারা আমন খানের মতো আনক্যাপড ক্রিকেটারকে তারা ঘরে তুলেছে। কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এই বছর মিনি নিলামে দুরন্ত কিছু মাস্টার স্ট্রোক দিয়েছে। তারা ৫ জন আনক্যাপড ক্রিকেটারকে ঘরে তোলে। তেজস্বী সিং (Tejasvi Singh)’এর মতো অপরিচিত মুখকে তুলে নেয় ৩ কোটি টাকায়। এখানেই শেষ নয়। দিল্লি ক্যাপিটালস‌ও (Delhi Capitals) ভারতীয় ক্রিকেটারদের প্রতি বিশেষ আগ্ৰহ প্রকাশ করে।

জম্বু কাশ্মীরের আকিব নবিকে (Akib Nabi) তারা ৮ কোটি ৪০ লক্ষ টাকায় কিনে রীতিমতো চমক দিয়েছে। লখন‌উ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) মুকুল চৌধুরীর (Mukul Chaudhary) মতো আনক্যাপড ক্রিকেটারকে কিনেছে ২ কোটি ৬০ লক্ষ টাকায়। সূত্র অনুযায়ী আনক্যাপড ক্রিকেটারদের দলে নেওয়ার জন্য বিসিসিআই (BCCI) ফ্র্যাঞ্চাইজিগুলিকে বিশেষভাবে উৎসহ দিয়েছে। তাদের নির্দেশে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ মজবুত করতে এগিয়ে আসে ফ্র্যাঞ্চাইজিগুলি। এই কারণে তারা ঘরোয়া ক্রিকেটে দুরন্ত ফর্মে থাকা এতো তরুণ ক্রিকেটারদের দলে নিয়েছে বলে খবর সামনে এসেছে।

আইপিএলের নতুন মরসুম-

ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ বাঁচাতে বড়ো সিদ্ধান্ত BCCI'এর, মিনি নিলামেই ধরা পড়ল সেই ছবি !! 3
RCB | Image: Getty Images

২০২৬ আইপিএল (IPL 2026) আরও জাঁকজমকপূর্ণভাবে ক্রিকেট ভক্তদের কাছে ধরা দিতে চলেছে। এই বছর টুর্নামেন্টে প্রথমবারের মতো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) চ্যাম্পিয়ন হয়। তারা দীর্ঘদিন পর ট্রফি জয় করে ভক্তদের আশা পূরণ করে। আগামী মরসুমেও তারা রীতিমতো চমক দিতে প্রস্তুত। অন্যদিকে গত বছর আইপিএলের চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স (KKR) এবার টুর্নামেন্টে সেইভাবে প্রভাব ফেলতে পারেননি। ফলে তারা আন্দ্রে রাসেল (Andre Russell), ভেঙ্কটেশ আইয়ারের (Venkatesh Iyer) মতো তারকাদের এবার ছেড়ে দিয়েছে। অন্যদিকে মিনি নিলামে ক্যামেরন গ্ৰিনকে (Cameron Green) কলকাতা রের্কড দামে কিনে ইতিমধ্যেই দলকে শক্তিশালী করেছে। উল্লেখ্য গত বছর ২৬ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত এই টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে।

Read Also: নিলাম শেষ হতেই ফাঁস KKR’এর নতুন অধিনায়কের নাম, গম্ভীর-শাহরুখের পছন্দের তারকা পাচ্ছেন দায়িত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *