রাজস্থানের ম্যাচ ফিক্সিং নিয়ে ঘনাচ্ছে রহস্য, সামনে এলো বিসিসিআইয়ের বক্তব্য !! 1

IPL 2025: এই বছর আইপিএলে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) একাধিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। চোট সমস্যার সঙ্গে সঙ্গে সম্প্রতি এই দলের বিপক্ষে ম্যাচ গড়াপেটার গুরুতর অভিযোগ সামনে এসেছে। যা নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় জুড়ে চর্চায় রয়েছে রাজস্থান (RR)। দলের দুই তারকা ব্যাটসম্যান শাস্তির মুখে পড়তে চলেছেন বলেও খবর সামনে আসে। এর সঙ্গেই ধারাবাহিকভাবে হারের সম্মুখীন হয়ে কোণঠাসা হয়ে পড়েছে সঞ্জু স্যামসনের দল‌। তবে এবার বিসিসিআইয়ের (BCCI) পক্ষ থেকে রাজস্থান রয়্যালসের ম্যাচ ফিক্সিংয়ের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এলো।

Read More: KKR এর দুর্দশা কাটাতে এক মাত্র ভরসা যুবরাজ সিং, যোগ দিচ্ছেন ব্যাটিং কোচ রূপে !!

রাজস্থানের বিপক্ষে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ-

রাজস্থানের ম্যাচ ফিক্সিং নিয়ে ঘনাচ্ছে রহস্য, সামনে এলো বিসিসিআইয়ের বক্তব্য !! 2
RR | Image: Getty Images

রাজস্থান রয়্যালস (RR) ঘরের মাঠে শেষ ম্যাচে লখন‌উ সুপার জায়ান্টসের (LSG) বিপক্ষে মাঠে নেমেছিল। এই ম্যাচে সঞ্জু স্যামসনের (Sanju Samson) দল মাত্র ২ রানে হারের সম্মুখীন হয়। হাতে উইকেট থাকলেও শিমরান হেটমায়ার (Shimron Hetmyar), ধ্রুব জুরেল (Dhruv Jurel) সহ শুভম দুবে (Shubham Dube) দলকে শেষ ওভারে ৯ রান করতে সক্ষম হয়নি। ফলে রাজস্থান ক্রিকেট সংস্থার অ্যাডহক কমিটির আহ্বায়ক জয়দীপ বিহানি (Jaydeep Bihani) অভিযোগ তোলেন যে ম্যাচটি ইচ্ছে করে হেরেছে রাজস্থান রয়্যালস। “একজন বাচ্ছা ছেলেও বুঝতে পারছি যে ম্যাচ ফিক্সিং হয়েছে”, বলেও উল্লেখ করেন তিনি। এছাড়াও রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনকে আইপিএল আয়োজন থেকে দূরে রাখার বিষয়েও বিসিসিআইয়ের (BCCI) সমালোচনা করেন জয়দীপ বিহানি। যা নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে রীতিমতো হইচই পড়ে যায়।

ম্যাচ ফিক্সিং নিয়ে বিসিসিআইয়ের বক্তব্য-

রাজস্থানের ম্যাচ ফিক্সিং নিয়ে ঘনাচ্ছে রহস্য, সামনে এলো বিসিসিআইয়ের বক্তব্য !! 3
RR | Image: Getty Images

এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের এক গুরুত্বপূর্ণ সদস্য অভিযোগগুলি উড়িয়ে দিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন। সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে বলেন, “রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনকে বর্তমানে ভেঙে দেওয়া হয়েছে। তার পরিবর্তে একটি অ্যাডহক কমিটি গঠন করেছেন কর্মকর্তারা। এই কমিটির নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে এইসব নাটক দেখা যাচ্ছে। সকলেই আলোচনায় উঠে আসতে চায়। আইপিএল থেকে সমস্ত দুর্নীতি দূরে রাখার জন্য বিসিসিআইয়ের একটি দুর্নীতি দমন শাখা ২৪×৭ কাজ করে চলেছে। এই অভিযোগগুলির কোনো সত্যতা নেই।” অন্যদিকে রাজস্থান রয়্যালস (RR) চলতি আইপিএলে (IPL 2025) এখনও পর্যন্ত ৮ ম্যাচের মধ্যে ৬ ম্যাচে হারের সম্মুখীন হয়েছে। বৃহস্পতিবার রাজস্থান ঘুরে দাঁড়ানোর জন্য গুরুত্বপূর্ণ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিপক্ষে মাঠে নামবে।

Read Also: বেঙ্গালুরুতে যোগ দিতেই কপাল পুড়লো এই ক্রিকেটারের, হারালেন বোর্ডের কেন্দ্রীয় চুক্তি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *