ভারতে জন্মে ভুল করেছে সঞ্জু স্যামসন, বারবার হচ্ছেন ‘আস্তাকুঁড়ের বর্জ্য’ !! 1

আবার একবার বিসিসিআই এর (BCCI) উপেক্ষার পাত্র হয়ে উঠলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। ভারতীয় দলের এই তারকা ক্রিকেটারকে দেখা যাবে না ইরানি ট্রফির মঞ্চে। ১লা অক্টোবর থেকে ইরানি ট্রফির মঞ্চে মুখোমুখি হতে চলেছে মুম্বাই এবং রেস্ট অফ ইন্ডিয়া। চলতি বর্ষে রঞ্জি ট্রফি জয়ী মুম্বাইয়ের বিরুদ্ধে খেলবে রেস্ট অফ ইন্ডিয়া। এবারের রেস্ট অফ ইন্ডিয়া দলকে নেতৃত্ব দেবেন ঋতুরাজ গাইকোয়ার্ড (Ruturaj Gaikwad)। পাশাপাশি দলের উইকেট রক্ষক হিসেবে সুযোগ পেয়েছেন ঈশান কিষান (Ishan Kishan) এবং ধ্রুব জুরেল (Dhruv Jurel)। যদিও দুই উইকেট রক্ষক ব্যাটসম্যানদের মধ্যে ঈশান কিষানের (Ishan Kishan) দলে সুযোগ পাওয়া সম্ভাবনাটা খুবই বেশি।

উপেক্ষিত হলেন সঞ্জু

Sanju samson, bcci
Sanju Samson | Image: Getty Images

সদ্য সমাপ্ত হওয়া দুলীপ ট্রফির মঞ্চে ঈশান কিষান (Ishan Kishan) ৪ ইনিংসে ৩৩.৫০ গড়ে ১৩৪ রান বানিয়েছিলেন। এমনকি তিনিই ঋতুরাজের ‘ইন্ডিয়া সি’ দলের সদস্য ছিলেন, তাই ইরানি কাপে তার খেলার সম্ভবনা প্রবল। অন্যদিকে উপেক্ষিত হয়েছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। যিনি এবারের দুলীপ ট্রফির মঞ্চে ৪ ইনিংসে ৪৯ গড়ে ১৯৬ রান বানিয়েছিলেন। তার এই দুর্দান্ত পারফরমেন্সের পরেও তাকে উপেক্ষা করল বিসিসিআই (BCCI)।

Read More: ১২ বছর পর রঞ্জি ট্রফি খেলতে চলেছেন বিরাট কোহলি, স্কোয়াড প্রকাশ করলো দিল্লি ক্রিকেট বোর্ড !!

এই প্রথম নয় এর আগেও বহুবার উপেক্ষিত হয়েছেন সঞ্জু। ২০২৩ সালের ডিসেম্বরে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলেছিল, যেখানে সঞ্জু স্যামসন শেষ ম্যাচে দুর্দান্ত একটি শতরান হাঁকিয়ে ভারতকে ম্যাচ জিততে সাহায্য করেছিলেন। অন্যদিকে শ্রীলংকার বিরুদ্ধে প্রকাশিত হওয়া ওডিআই স্কোয়াডে সুযোগ পাননি তিনি। তাছাড়া ২০২৪ সালের বিশ্বকাপ টি-টোয়েন্টি দলে স্কোয়াডে জায়গা হলেও একটি ম্যাচ খেলার সুযোগ হয়নি তার।

ভারতের জার্সিতে সঞ্জুর ক্যারিয়ার

Sanju Samson, ind vs pak, t20 world cup 2024
Sanju Samson | Image: Getty Images

এরপর জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছিলেন তিনি এবং সেখানেও ভালো পারফর্মেন্স দেখিয়েছিলেন তিনি তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের T20 সিরিজে কেবল একটি ম্যাচেই দেখা গিয়েছিল তাকে এবং সেই ম্যাচে তিনি ব্যার্থ হয়েছিলেন। ভারতীয় দলের জার্সিতে সঞ্জু ১৬টি ওডিআই ও ৩০টি T20 ম্যাচে যথাক্রমে ৫১০ ও ৪৪৪ রান বানিয়েছেন। ওডিআই ফরম্যাটে তিনি ৫৬.৬৭ গড়ে এই রান বানিয়েছেন এবং তার সর্বমোট ক্যারিয়ারে ৫টি অর্ধশতরান ও ১টি শতরান জুড়েছেন তিনি।

Read Also: Sanju Samson: “BCCI-কে উচিৎ শিক্ষা দিয়েছে…” দলীপ ট্রফিতে শতরান সঞ্জু’র, নেটদুনিয়ার রোষানলে ভারতীয় বোর্ড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *