BCCI’এর কারণেই ডিপ্রেশনের শিকার হয়েছেন ঈশান কিষান (Ishan Kishan)। ভারতীয় ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ (SA vs IND) খেলেছে কয়েকদিন আগেই। তবে ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান ঈশান কিষাণ (Ishan Kishan) টেস্ট সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। জানা গিয়েছিল, মানসিক অবসাদে ভোগার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন ঈশান। ২০২২ সাল থেকে ছুটি পাননি ঈশান, দলের সঙ্গে দেশ-বিদেশে পাড়ি দিতে হয়েছে ঈশানকে। তবে বেশিরভাগ ম্যাচে ডাগআউটে বসেই খেলা উপভোগ করতে হয়েছিল। যে কারণেই, দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট ম্যাচের সিরিজ না খড়লার সিদ্ধান্ত নেন ঈশান। এবার তাকে আফগানিস্তানের বিরুদ্ধেও দলের বাইরেই গেল দেখা।
আরও পড়ুন | Ishan Kishan: সরে দাঁড়িয়েছে টেস্ট সিরিজ থেকে, দেশে ফিরে ঈশান কিষণ সময় কাটালেন স্মৃতি মন্ধানার সাথে !!
ঈশান কিষানের সাথে প্রতারণা করছে BCCI
BCCI’র কারণেই মানসিক অবসাদ বা ডিপ্রেশনের শিকার হয়েছেন ঈশান। ভারতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঈশান তার ক্যারিয়ারে মাঠের চাইতে মাঠের বাইরেই কাটিয়েছেন, উল্লেখযোগ্য ভাবে বলা যায় ২০২৩ বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকার পরেই জাতীয় দলে সুযোগ পাননি ঈশান। গিলের (Shubman Gill) অনুপস্থিতিতে কেবলমাত্র দুটি ম্যাচেই সুযোগ পেয়েছিলেন তিনি। বাঁকি ম্যাচগুলিতে ড্রিংকস বয় হিসাবেই কাটাতে হয়েছিল। এমনকি বিশ্বকাপের পর টি টোয়েন্টি সিরিজেও সেভাবে সুযোগ পাননি ঈশান। এমনকি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও খেলতে দেখা যায়নি ঈশানকে। আবার একবার তাকে দলের বাইরে রেখে নিষ্ঠুরতার পরিচয় দিয়েছে BCCI।
প্রদর্শন দেখিয়েও জাতীয় দলে পাচ্ছেন না জায়গা
ভারতীয় দলের হয়ে পকেট ডিনামাইট ঈশান কিষান সাদা বলের ফরম্যাটে ওপেনিং অথবা চার নম্বরে ব্যাটিং করে থাকেন। তবে বারবার তাকে উপেক্ষা করেই একাদশ বাছাই করা হয়, ২০২২ সালে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিশতরান হাঁকানোর পর তাকে বাইরেও বসতে হয়েছে। এমনকি ২০২২ T20 বিশ্বকাপের আগে ওই ফরম্যাটে ভারতের সেরা ব্যাটসম্যান ছিলেন কিষান, তবে তাকে বিশ্বকাপ দলে সুযোগ দেওয়া হয়নি। ঈশানের ক্যারিয়ারের কথা বলতে গেলে, ভারতের জার্সিতে ২ টেস্টে ৭৮ গড়ে ৭৮ রান বানিয়েছেন, ২৭ ওডিআই ম্যাচে ৪২ গড়ে ও ১০২ স্ট্রাইক রেটে ৯৩৩ রান বানিয়েছেন সাথে একটি দ্বিশতরান ও ৭ বার অর্ধশতরান করেছেন। পাশাপশি, ৩২ T20 ম্যাচে ২৫.৬৮ গড়ে ও ১২৪ স্ট্রাইক রেটে ৭৯৬ রান বানিয়েছেন। সূত্রের খবর অনুযায়ী ইংল্যান্ড সিরিজে ভারতীয় দলে ডাক পাবেন ঈশান (Ishan Kishan), যে কারণে তাকে আফগানিস্তান সিরিজে বিশ্রামে রেখেছে বিসিসিআই (BCCI)।