BCCI: আগামী সপ্তাহে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের মুখোমুখি হতে চলেছে ভারতীয় দল। ভারতীয় দলের সামনে বড় চ্যালেঞ্জ হতে চলেছে এই সিরিজটি কারণ বাংলাদেশ দল সদ্য পাকিস্তানের বিরুদ্ধে (২-০ ব্যাবধানে) টেস্ট সিরিজ জয়লাভ করে ইতিহাস তৈরী করেছে। তাছাড়া বাংলাদেশ দলের বিরুদ্ধে ভারতীয় দল প্রথম ম্যাচের জন্য তাদের স্কোয়াড প্রকাশ করেছে। ভারতের প্রকাশিত হওয়া স্কোয়াডে জায়গা হয়নি ঈশান কিষানের (Ishan Kishan)। ঘরোয়া ক্রিকেটে ফিরে এসে দারুন পারফর্মেন্স দেখানোর পরেও সুযোগ হয়নি ঈশানের।
দলে সুযোগ পেলেন না তরুণ তারকা
ভারতীয় দলের এই তরুণ তারকা ক্রিকেটার আপাতত খবরের শিরোনামে উঠে এসেছেন। প্রসঙ্গত, টেস্ট ক্রিকেটে আবার ফেরার সিদ্ধান্ত নিয়েছেন পকেট ডিনামাইট ঈশান কিষান। ভারতীয় দলের এই তরুণ তারকা ঋষভ পন্থের (Rishabh Pant) অনুপস্থিতিতে ভারতীয় টেস্ট দলে নিজের জায়গা প্রায় পাকাই করে ফেলেছিলেন। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুযোগ পাওয়ার পরে মানসিক অবসাদের কারণ দেখিয়ে বিসিসিআইয়ের থেকে বিশ্রামের অনুরোধ জানিয়েছিলেন। তবে ভারতীয় দলে এন্ট্রি নেওয়ার জন্য তাকে ঘরোয়া ক্রিকেট খেলার কথা জানিয়েছিল বিসিসিআইয়ের (BCCI) কর্মকর্তারা। কিন্তু তা উপেক্ষা করে বিসিসিআইয়ের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েন ঈশান।
Read More: ঈশান কিষণের দুর্ধর্ষ শতরানে কপাল পুড়লো এই তারকা’র, জাতীয় দলের দরজা হতে চলেছে বন্ধ !!
তবে আবার ঘরোয়া ক্রিকেটের নাম লিখেছেন ঈশান। বুচি বাবু টুর্ণামেন্টে তিনি তার ঘরোয়া দল ঝাড়খন্ডকে নেতৃত্ব দিয়েছিলেন। বুচি বাবু টুর্নামেন্টে প্রথম ম্যাচেই শতরান হাঁকিয়েছিলেন ঈশান। এরপর চোটের কারণে দলীপ ট্রফির প্রথম ম্যাচ খেলতে পারেননি ঈশান, কিন্তু দ্বিতীয় ম্যাচেই কামব্যাক করলেন এই তরুণ খেলোয়াড়। ‘ভারত বি’ দলের বিপক্ষে ১২০ বলে নিজের শতরান পূর্ণ করেন ঈশান কিষান। পাশাপশি, তার ইনিংসে ১৪টি চার ও ২টি ছক্কা দেখা গিয়েছে। ঈশান তার কামব্যাক ম্যাচে ১২৬ বলে ১১১ রান বানিয়ে মুকেশ কুমারের বলে নিজের উইকেট হারিয়েছেন। আপাতত তার এই দুর্দান্ত পারফরমেন্সের পর বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তার জায়গা প্রায় পাকা। তবে, এবার দেখার বিষয় কর্মকর্তারা ঈশানকে দলে সুযোগ দেয় কিনা।
ঈশান কিষানের ক্যারিয়ার
ঈশান ভারতীয় দলের হয়ে ২ টি টেস্টে ৭৮ গড়ে ৭৮ রান বানিয়েছেন, ২৭ ম্যাচে ৪২.৪১ গড়ে ৯৩৩ রান বানিয়েছেন এবং ৩২টি টি-টোয়েন্টি ম্যাচে ২৫.৬৮ গড়ে ৭৯৬ রান বানিয়েছেন।