BCCI'এর মুখে সপাটে চর মারলো ভুবনেশ্বর কুমার, রঞ্জিতে করলো কামাল !! 1

BCCI: ২০২৪ সালে টিম ইন্ডিয়া অসাধারণ ফর্মে রয়েছে, ভারতীয় দল শুরুতেই দক্ষিণ আফ্রিকাকে বিখ্যাত কেপ টাউন টেস্টে পরাস্ত করেছে এবং গতকাল আফগানিস্তানের বিরুদ্ধে দূর্দান্ত প্রদর্শন দেখিয়েছে। সামনেই T20 বিশ্বকাপ, আর বিশ্বকাপের কথা মাথায় রেখে টিম ইন্ডিয়া বেশ সচেতন থাকবে। তবে এবারের বিশ্বকাপে BCCI উপেক্ষা করতে পারে ভুবনেশ্বর কুমারকে (Bhuvneshwar Kumar)। ভারতীয় এই পেসার নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ খেলার সুযোগ পেয়েছিলেন, ১৩ মাস ধরে রয়েছেন দলের বাইরে।

আরও পড়ুন |ম্যাচ খেলতে হেলিকপ্টার নিয়ে মাঠে নামলেন ডেভিড ওয়ার্নার, মুহূর্তে ভাইরাল হল ভিডিও !!

৬ বছর পর রঞ্জি খেলছেন ভুবনেশ্বর

ভারতের জার্সিতে এই ফরম্যাটে দ্বিতীয় সফল বোলার হলেন তিনি তবে BCCI বারবার তাকে দলে নিতে অনীহা প্রকাশ করছে। তবে এবার দীর্ঘ ৬ বছর পর প্রথম শ্রেণীর ক্রিকেটে দেখা যাবে ভুবিকে।

কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে কামব্যাক করছেন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। বাংলার (BEN vs UP) বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে ফিরতে চলেছেন ভুবি। প্রথম ম্যাচে অন্ধ্র প্রদেশের বিরুদ্ধে লিড হজম করতে হয় বাংলাকে যে কারণে মাত্র এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় দলকে। যাইহোক, আজকের ম্যাচে কামাল করেছেন বাংলার বোলাররা।

৫ উইকেট তুললেন ভুবি

Bhuvneshwar Kumar, bcci
Bhuvnrshwar Kumar | Image: Twitter

মাত্র ৬০ রানের মধ্যেই গুটিয়ে যায় উত্তরপ্রদেশ। যেখানে ২ উইকেট নেন ঈশান পোরেল, ৩ উইকেট নেন সুরাজ সিন্ধু জয়সওয়াল ও ৪ উইকেট তুলে নেন মোহাম্মদ শামির ভাই, মোহাম্মদ কাইফ। বর্তমানে মোহাম্মদ শামি ইনজুরির কারণে মাঠের বাইরে রয়েছেন। তবে তার ভাই মোহাম্মদ কাইফ ঘরোয়া ক্রিকেটে আগুন ঝরানো পারফরম্যান্স দেখাচ্ছেন। ১৪ রান দিয়ে ৪ উইকেট নিয়ে বেঙ্গলকে জয়ের রাস্তা দেখান তিনি। তবে অন্যদিকে চুপ থাকেননি ভুবনেশ্বর। বাংলার ৫ উইকেট তুলে নিলেন ভুবনেশ্বর, ২৫ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়েছেন ভুবনেশ্বর। সৌরভ পাল, সুদীপ ঘরামী, অনুস্তুপ মজুমদার, মনোজ তিওয়ারি ও অভিষেক পোরেলকে আউট করেছেন ভুবি। ৯৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছে বাংলা।

আরও পড়ুন | হার্দিকের ক্যারিয়ার শেষ করতে উঠেপড়ে লেগেছে BCCI, ধোনির ‘চেলা’ করবে রিপ্লেস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *