বিরাট কোহলির শিষ্য হওয়ার মাশুল গুনছেন এই খেলোয়াড়, দুর্দান্ত ইনিংস খেলা সত্ত্বেও BCCI করছে না দেখা !! 1

BCCI: বর্তমানে দল নির্বাচন নিয়ে চলছে প্রতারণা। ভালো খেলা সত্ত্বেও জাতীয় দলে পাচ্ছেন না সুযোগ একাধিক খেলোয়াড়রা। সদ্য ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে ভারত। ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি এবং তিনটি ওডিআই ম্যাচ খেলবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকরা ইতিমধ্যেই ভারতীয় টি-টোয়েন্টি দলের স্কোয়াড প্রকাশ করেছে। ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এবং তার ডেপুটি হিসেবে দেখতে পাওয়া যাবে অক্ষর প্যাটেলকে (Axar Patel)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুর্দান্ত প্রদর্শন দেখানোর পর জাতীয় দলে জায়গা ধরে রেখেছেন তিলক ভার্মা (Tilak Varma) এবং সঞ্জু স্যামসন (Sanju Samson) দুজনেই। এছাড়া দলে কামব্যাক করেছেন মোহাম্মদ শামিও (Mohammed Shami)। তবে জাতীয় দলে এমন এক খেলোয়াড় রয়েছেন যিনি দুর্দান্ত পারফরম্যান্স দেখানোর পরেও বিসিসিআইয়ের কাছে উপেক্ষিত হয়েছে। শুধু তাই নয় তিনি বিরাট কোহলির একজন বড় ভক্ত। বলা যেতে পারে তিনি তার অন্যতম বড় শিষ্য। দুর্দান্ত ইনিংস খেলার পরেও বিসিসিআইয়ের অবহেলার পাত্র হয়ে উঠেছেন তিনি।

কোহলির শিষ্য পেলেন না দলে সুযোগ

Bcci
Rajat Patidar | Image: Getty Images

বিরাট কোহলির অন্যতম ভক্ত হলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর একজন সদস্য রজত পতিদার (Rajat Patidar)। গত বছর ফেব্রুয়ারি-মার্চ মাসে ভারতের জার্সিতে ইংল্যান্ড সিরিজে দেখা গিয়েছিল রজতকে। তবে, ভারতীয় দলের এই তারকা খেলোয়াড়কে আর দলে সুযোগ পেতে দেখা যায়নি। এমনকি সদ্য প্রকাশ্যে আসা ভারত বনাম ইংল্যান্ড সাদা বলের দুই সিরিজেই দলে ডাক পাননি রজত। বর্তমানে ঘরোয়া ক্রিকেটে বেশ দারুন ছন্দে রয়েছেন রজত। রজত ঘরোয়া ক্রিকেটে এবার সৈয়দ মুস্তাক আলিতে দ্বিতীয় সর্বাধিক রান বানিয়েছেন। ব্যাট হাতে ১০ ম্যাচের ৯ ইনিংসে ৬১.১৪ গড়ে এবং ১৮৬.০৮ স্ট্রাইক রেটে ৪২৮ রান বানিয়েছিলেন। এছাড়া বিজয় হাজারেতে ব্যাট হাতে ছয় ম্যাচে ৫৬.৫০ গড়ে ও ১০৭.৭০ স্ট্রাইক রেটে ২২৬ রান বানিয়েছেন। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ছন্দে থেকেও বারবার উপেক্ষিত হতে হচ্ছে তাকে।

Read More: টিম ইন্ডিয়াতে রোহিত-কোহলিদের দাদাগিরির দিন শেষ, দলে থাকতে হলে মানতেই হবে এই সিদ্ধান্ত !!

দারুন ছন্দে রয়েছেন পতিদার

Rajat Patidar
Rajat Patidar | Image: Getty Images

ভারতীয় ক্রিকেট দলে নির্বাচনের জন্য ঘরোয়া ক্রিকেটে পারফর্মারদের উপেক্ষা করার প্রবণতা অব্যাহত রয়েছে। এবার এই প্রবণতার শিকার হলেন রজত পতিদার। জাতীয় দল বাছাইয়ের জন্য দীর্ঘদিন ধরে দেশীয় পারফর্মারদের উপেক্ষা করেছে বিসিইআই। গৌতম গম্ভীর ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব নেওয়ার পর যে এই প্রবণতা বদলে যাবে এমনটা দেখাই যায়নি। গতবছর, নির্বাচক এবং টিম ম্যানেজমেন্ট উভয়ই ঘরোয়া ক্রিকেটে বাধ্যতামূলকভাবে অংশগ্রহণকারী করে দেওয়ার পরেও খুব কম ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেট দলে সুযোগ দেওয়া হয়েছে।

Read Also: BCCI-এর পরিকল্পনা হলো ফাঁস, ঈশান কিষণের কপালে জুটবে না দ্বিতীয় সুযোগ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *