পিসিবির প্রস্তাব নাকচ করলো BCCI, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে রয়ে গিয়েছে জল্পনা !! 1

কেটেও কাটছে না চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) জল্পনা। এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি কোথায় অনুষ্ঠিত হবে সেটাই জানতে পারল না ক্রিকেটপ্রেমীরা। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিগত কয়েক মাস ধরেই বেশ চর্চা শুরু হয়েছে ক্রিকেট অন্দরমহলে। কিছুদিন আগেই জানা গিয়েছিল বিসিসিআইয়ের (BCCI) দেওয়া হাইব্রিড মডেল অনুসরণ করতে চলেছে পিসিবি। তাই ভারত তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচগুলি সৌদি আরবে খেলবে এবং অন্য ম্যাচগুলো পাকিস্তানে অনুষ্ঠিত হবে। তাছাড়া ভারত যদি সেমিফাইনাল ও ফাইনালে পৌঁছায় তাহলেই দুবাইতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ও ফাইনাল। তবে বিসিসিআই হাইব্রিড মডেলকে মান্যতা দিলেও উল্টো দিক থেকে অর্থাৎ পাকিস্তান ক্রিকেট বোর্ডের থেকে নতুন দাবি উঠে এসেছে। তাদের দাবি, এবার থেকে ভারতে যেসব আইসিসি ট্রফি হবে, সেগুলোও যেন হাইব্রিড মডেলেই হয়।

BCCI’এর কাছে বড় আবদার রাখলো PCB

Mohsin Naqvi, champions trophy 2025, t20 world cup 2024, ipl,bcci
Mohsin Naqvi | Image: Getty Images

তার মানে ভারত যেমন পাকিস্তানে না গিয়ে অন্য দেশে আইসিসির ম্যাচ গুলি খেলবে ঠিক তেমনই আইসিসির ইভেন্ট যদি ভারতে অনুষ্ঠিত হয় তাহলে পাকিস্তানকেও হাইব্রিড মডেলে খেলার সুবিধা দিতে হবে। তবে, পিসিবির এই প্রস্তাব খারিজ করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, বিসিসিআই ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে পিসিবির এই দাবি মানতে পারবে না। ভারতে অনুষ্ঠিত কোনো আইসিসি প্রতিযোগিতা হাইব্রিড মডেলে করা সম্ভব নয়। কারণ পাকিস্তানের মতন ভারতে নিরাপত্তাজনিত কোনও সমস্যা নেই।

Read More: “ওদের মেরে এসো…” ভারত সম্পর্কে বেফাঁস মন্তব্য শোয়েব আখতারের, তুঙ্গে বিতর্ক !!

PCB’র আবদার নাকচ করলো BCCI

BCCI, rahul dravid, virat kohli,ipl 2024, t20 wor
BCCI | Image: Getty Images

সূত্রের খবর অনুযায়ী, পিসিবির মন্তব্যের পর আইসিসিকে কড়া বার্তা জানিয়েছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে ভারতে কোনরূপ নিরাপত্তা জনিত সমস্যা নেই। তাই পিসিবির রাখা এই প্রস্তাব মানতে পারবে না বিসিসিআই। চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে সবাই একটা সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করছে। কয়েকদিনের মধ্যে ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি কোনো না কোনো সুরহা করার চেষ্টা করছে। যদিও আগামী দশ বছর ভারতে একের পর এক আইসিসি ইভেন্ট রয়েছে ২০২৬ সালে ভারতের মাটিতে মহিলাদের ওডিআই বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে। তাছাড়া ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত এবং শ্রীলঙ্কা জুড়ে অনুষ্ঠিত হবে। ২০২৯ এর চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০৩১ সালে পুরুষদের ওডিআই বিশ্বকাপ ভারতে হবে। জানা গিয়েছে, পাকিস্তান যদি বিসিসিআইয়ের শর্তে রাজি না হয় তাহলে পাকিস্তানকে ছাড়াই অনুষ্ঠিত হবে ২০২৫ এর চ্যাম্পিয়ন ট্রফি।

Read Also: দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়ছেন KL রাহুল, টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে অস্থির ভক্তরা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *