বন্ধ ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজ, সরকারের নির্দেশে BCCI'এর চূড়ান্ত পদক্ষেপ !! 1

পাকিস্তান এবং ভারতের রাজনৈতিক উত্তেজনা ইতিহাসের পাতায় বহুবার ক্রিকেট মাঠে প্রভাব ফেলেছে। এই দুই দেশের মধ্যে বর্তমানে দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হয় না। আইপিএলের (IPL 2025) মঞ্চেও সম্পূর্ণভাবে নিষিদ্ধ পাক ক্রিকেটাররা। বর্তমানে বাংলাদেশের সঙ্গে ভারতের রাজনৈতিক পরিস্থিতিও অস্থিরতার মধ্যে রয়েছে। এই প্রতিবেশী দেশের একাধিক বিতর্কিত কর্মকাণ্ড আন্তর্জাতিক মঞ্চে সাম্প্রতিক সময় লজ্জার দৃষ্টান্ত তৈরি করেছে। তার মধ্যেই রয়েছে ভারত বিরোধতা। এর ফলে ‌মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) আইপিএল (IPL 2025) থেকে সরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল বিসিসিআই (BCCI)।‌

Read More: BCCI’এর সিদ্ধান্তে চুনা লাগল KKR’এর, খোয়া গেল কোটি কোটি টাকা !!

আইপিএল থেকে বাদ মুস্তাফিজুর-

Ipl 2026, মুস্তাফিজুর রহমান bcci
Mustafizur Rahman | Image: Twitter

আইপিএলে দীর্ঘদিন ধরে মুস্তাফিজুর রহমানের উপস্থিতি টুর্নামেন্টকে সমৃদ্ধ করেছে। তিনি বর্তমানে বিশ্বের অন্যতম তারকা পেসার। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া মিনি নিলামে এই বাংলাদেশি ক্রিকেটারকে ৯ কোটি ২০ লক্ষ টাকার বিনিময়ে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। কিন্তু বর্তমানে এই প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্ক খারাপ হ‌ওয়ায় মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার জন্য আওয়াজ ওঠে।

ক্ষোভের মুখে পড়েন শাহরুখ খান‌‌ও (Sharuk Khan)। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে বিসিসিআই সমর্থকদের আবেগকে সম্মান জানিয়ে গতকাল নাইট কর্মকর্তাদের কাছে বার্তা পাঠায়। সচিব দেবজিৎ সাইকিয়া (Devjit Saikia) স্পষ্ট নির্দেশ দেন যে মুস্তাফিজুরকে দল থেকে বাদ দিতে হবে। চাপের মুখে দাঁড়িয়ে এই তারকাকে সরিয়ে দিয়েছে কলকাতা। ফলে বর্তমানে এই বিষয়ে বিতর্কের ঝড় উঠেছে।

বাতিল দ্বিপাক্ষিক সিরিজ-

Asia cup 2025
IND vs BAN | Image: Getty Images

শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই বাংলাদেশে ভারত বিদ্বেষী আন্দোলন সংঘবদ্ধ হয়েছে। উচ্চপদস্থ রাজনৈতিক ব্যাক্তিত্বদেরকেও এই বিষয়ে মন্তব্য করতে দেখা গেছে। অন্যদিকে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচারের বিষয়টিও বর্তমানে সমালোচনার মুখে পড়েছে। এর ফলে বিসিসিআই এখুনি দ্বিপাক্ষিক সিরিজের জন্য এই প্রতিবেশী দেশে ভারতীয় ক্রিকেটারদের পাঠাতে চাইছে না।

একদিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (BCB) পক্ষ থেকে ভারতের (India vs Bangladesh Series) বিপক্ষে ৩ ম্যাচের ওডিআই সিরিজ এবং ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি প্রকাশ করা হয়। আগস্ট মাসের শেষের দিকেই ব্লু ব্রিগেডদের বাংলাদেশ সফর করার কথা ছিল। কিন্তু বিসিসিআই (BCCI) এই দ্বিপাক্ষিক সিরিজ আবারও স্থগিত করে দিয়েছে। খুব তাড়াতাড়ি অফিশিয়ালি বিবৃতি দিয়ে বিষয়টি স্পষ্ট করবেন কর্মকর্তারা। উল্লেখ্য বিদেশ সফরের ক্ষেত্রে বিসিসিআইয়ের ভারত সরকারের অনুমতির প্রয়োজন হয়। সূত্র অনুযায়ী উতপ্ত বাংলাদেশে এখন না যাওয়াই উচিত বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।

Read Also: টি২০ বিশ্বকাপের জন্য ভারতে আসছে না টাইগাররা, মুস্তাফিজুরের ঘটনায় অপমানিত বাংলাদেশ বোর্ড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *