বড় প্রশ্নের মুখে BCCI। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে ৩-২ ফলে হেরেছে ভারত। খাতায়-কলমে অনেক পিছিয়ে থাকা উইন্ডিজের বিপক্ষে আইসিসি র্যাঙ্কিং-এ শীর্ষস্থানে থাকা ভারত কি করে হারতে পারে, সেই জন্য বোর্ডের কাছে জবাবদিহি চেয়েছেন অনেকে। সামনেই রয়েছে এশিয়া কাপ (Asia Cup) বা বিশ্বকাপের (ICC World Cup) মত বড় প্রতিযোগিতা। তার আগে এহেন পারফর্ম্যান্স উদ্বেগ বাড়িয়েছে সমর্থকদের। অনেকেই কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে দুষছেন। পাশাপাশি লম্বা সময় কোনো বড় সাফল্য না থাকা সত্ত্বেও দল পরিচালনে কোনো রকম রদবদল কেনো করা হচ্ছে না সেই প্রশ্নও বোর্ডের কাছে রেখেছেন অনেকে। সব মিলিয়ে বিশ্বকাপের আগে খানিক ব্যাকফুটেই এখন BCCI। মাঠের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও সমস্যায় পড়তে হলো তাদের।
Read More: World Cup 2023: “নিজের দোষেই বিশ্বকাপ হারে”, ভারতের কাটা ঘায়ে নুন ছেটালেন পাক খেলোয়াড় রশিদ লতিফ !!
ট্যুইটারে আর ভেরিফায়েড নয় BCCI-
আগামীকাল অর্থাৎ ১৫ অগস্ট ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালের এই দিনেই ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে স্বাধীনতা ফিরে পেয়েছিলো ভারত। মধ্যরাত্রে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু’র গলায় শোনা গিয়েছিলো “At the stroke of midnight hour, when the world sleeps, India will awake to life and freedom…” এই বিশেষ দিনটিকে উদযাপন করতে এক বিশেষ উদ্যোগ নিয়েছে ভারত সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের জনগণকে অনুরোধ করেছেন সোশ্যাল মিডিয়ার ডিসপ্লে পিকচারে দেশের তিরঙা পতাকা ব্যবহার করতে। প্রধানমন্ত্রীর কথামত অনেকেই নিজেদের ফেসবুক, ট্যুইটার বা ইন্সটাগ্রামের মত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি বদলেছেন আজ।
একই পন্থা অবলম্বন করতে গিয়েছিলো ভারতের ক্রিকেট বোর্ড BCCI’ও। ট্যুইটারের ডিসপ্লে পিকচার থেকে বিসিসিআই-এর লোগো সরিয়ে ভারতের তিরঙা পতাকা লাগায় জয় শাহ, রজার বিনিদের সংস্থা। কিন্তু তাতে ঘটে যায় বিপত্তি। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইটের ‘ভেরিফিকেশন মার্ক’ বা ‘ব্লু টিক’ হারায় তারা। সাধারণত ব্লু-টিক থাকার অর্থ ‘ভেরিফায়েড’ বা ‘আসল’ প্রোফাইল। সাইবার দুনিয়ায় কোনোরকম সমস্যা বা প্রতারণা এড়ানোর জন্য বড় সংস্থা বা সেলিব্রিটিদের প্রায়শই এই ‘ভেরিফায়েড’ প্রোফাইল ব্যবহার করতে দেখা যায়। ছবি বদলের ফলে ট্যুইটার সরিয়ে নিয়ে এই ‘টিক’ চিহ্ন। এর ফলে ‘ফলোয়ার’দের BCCI-এর ‘আসল’ প্রোফাইল খুঁজে বের করতে সমস্যা হতে পারে বলে মনে করছেন অনেকে।