BCCI: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ ম্যাচ সিরিজের প্রথম দুটি ম্যাচে জয় পেয়েছে ভারতীয় দল। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চলতি এই সিরিজের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আসামের গুয়াহাটি শহরে। বিশ্বকাপের পর ভারতীয় দল মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। প্রথম ম্যাচে শেষ বলে ম্যাচ জিতে টিম ইন্ডিয়ার আত্মবিশ্বাস ছিল তুঙ্গে। দ্বিতীয় ম্যাচেও টিম ইন্ডিয়া ৪৪ রানের ব্যাবধানে জয়লাভ করে। তবে তৃতীয় ম্যাচে আবার ঘটতে দেখা গিয়েছে অঘটন। গ্লেন ম্যাক্সওয়েলের (Glenn Maxwell) সামনে ফিকে পরে গেল টিম ইন্ডিয়ার পারফরম্যান্স। আর এই তিন ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)।
Read More: ২০২৪ টি-২০ বিশ্বকাপ’ও হতে চলেছে হাতছাড়া, সঠিক পরিকল্পনার অভাবেই ডুববে টিম ইন্ডিয়া !!
ক্যাপ্টেন্সি নিয়ে শুরু হয়েছে ছেলে খেলা

ভারতীয় দল ইতিমধ্যে বেশ দারুন ক্রিকেট খেলছে, বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হলেও পরাজয়ের মুখোমুখি হতে হয়েছিল দলকে। বিশ্বকাপের পর দলের সিনিয়র প্লেয়ারদের চলতি সিরিজে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা করেছিল বিসিসিআই (BCCI), যেকারণে এই সিরিজে ভারতের হয়ে খেলে থাকা বিশ্বকাপ প্লেয়ারদের সিরিজে যায়নি দেখা। অন্যদিকে ভারতীয় টি টোয়েন্টি দলকে ২০২২ টি টোয়েন্টি বিশ্বকাপের পর অধিনায়ক করা হয় হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। তবে চলতি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে বোলিং করতে গিয়ে চোট পান হার্দিক এবং চলতি বিশ্বকাপ সহ আগামী অস্ট্রেলিয়া সিরিজ খেলবেন না পান্ডিয়া। আয়ারল্যান্ড সফরে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), কিছুদিন আগে এশিয়ান গেমসে দলকে নেতৃত্ব দিলেন ঋতুরাজ গাইকোয়ার্ড (Ruturaj Gaikwad) যিনি এই সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য সহঅধিনায়ক ছিলেন।
‘চেয়ারখেলা’ হচ্ছে না বন্ধ

টিম ইন্ডিয়ার জন্য শুরু হয়েছে খারাপ সময়, এই ‘চেয়ারখেলা’ বন্ধ করছে না বিসিসিআই (BCCI), ভারতীয় দলের বিগত ২ বছরে পরিবর্তন হয়েছে একাধিক অধিনায়কের, টি টোয়েন্টি ক্রিকেটে দেখা গিয়েছে একেরপর এক ক্যাপ্টেনের। প্রথমত, বিরাটের ক্যাপ্টেন্সি ছাড়ার পর ক্যাপ্টেন হিসাবে দেখা গিয়েছে রোহিত শর্মাকে। তাছাড়া শিখর ধাওয়ান, জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), ঋষভ পন্থ (Rishabh Pant), কেএল রাহুল (KL Rahul), হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) আর এখন সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) দেখা গিয়েছে ক্যাপ্টেন হিসাবে। এখনও পর্যন্ত ওয়ান ফরম্যাট ক্যাপ্টেন খুঁজে পেল না টিম ইন্ডিয়া, আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজেও চলতে পারে এই চেয়ারখেলা।