ফর্মে থাকার পরেও অন্ধকারে রোহিত-বিরাটের ভবিষ্যৎ, গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে বিসিসিআই !! 1

দক্ষিণ আফ্রিকার (India vs South Africa ODI Series) বিপক্ষে ঘরের মাঠে ভারতীয় টেস্ট দল হোয়াইটওয়াশ হওয়ার পর কার্যত মুখ দেখাতে পারছে না। গৌতম গম্ভীরের (Gautam Gambhir) একাধিক বিতর্কিত সিদ্ধান্ত রীতিমতো সমালোচনার মুখে পড়েছে। প্রধান নির্বাচক অজিত আগারকারের‌ও (Ajit Agarkar) বিতর্কীত সিদ্ধান্ত রীতিমতো চর্চার মধ্যে রয়েছে। অন্যদিকে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) মতো গুরুত্বপূর্ণ আইসিসি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

ফলে তার আগে বিসিসিআই (BCCI) কর্মকর্তারা এখন থেকে প্রস্তুতি শুরু করে দিতে চাইছে। দলের সমস্তরকম সমস্যাগুলো তারা দ্রুত সমাধানের জন্য চেষ্টা করছেন‌। এবার বোর্ডের কর্মকর্তারা গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন। এই বৈঠকে রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলির (Virat Kohli) ভবিষ্যৎ নিয়েও আলোচনা হবে বলে এবার চাঞ্চল্যকর খবর সামনে এল।

Read More: ‘গন্ডারের চামড়া দরকার..’, গৌতম গম্ভীরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন জাহির খান !!

রোহিত-বিরাটের ভবিষ্যৎ ধোঁয়াশায়-

গম্ভীর,ভারত bcci, ind vs sa
Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images

এই বছর ইংল্যান্ড সফরের আগে ভারতীয় টেস্ট (India vs England Test Series) দলে বিপুল পরিবর্তন আলোচনায় উঠে এসেছিল। রোহিত শর্মা এবং বিরাট কোহলি আন্তর্জাতিক লাল বলের ক্রিকেট থেকে হঠাৎ করেই অবসর নিয়ে নেওয়ার পর একাধিক জল্পনা সামনে আসে। এর আগে তারা দুজনে টি-টোয়েন্টি ফরম্যাট থেকে সরে দাঁড়িয়েছিলেন। এর সঙ্গেই তারা ২০২৭ ওডিআই বিশ্বকাপ পর্যন্ত ওডিআই দলের অংশ থাকবেন কিনা তা নিয়েও বিসিসিআই ভাবনাচিন্তা করছে। ইতিমধ্যেই নতুন ওডিআই অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়ে শুভমান গিলকে (Shubman Gill)।

সূত্র অনুযায়ী বুধবার রায়পুরে বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া (Devajit Saikia), সহযোগি সচিব প্রভাতেজ সিং ভাটিয়া (Prabhatej, প্রধান কোচ গৌতম গম্ভীর এবং জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকার উপস্থিত থাকবেন। বৈঠকে দলের উন্নতি করার বিষয়ে এবং নির্বাচক কমিটির সঙ্গে টিম ম্যানেজমেন্টের সম্পর্ক দৃঢ় করার বিষয়েও আলোচনা করা হবে। সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে কর্মকর্তাদের কেন দূরত্ব তৈরি হয়েছে তা নিয়েও আলোচনা হবে বলে খবর সামনে এসেছে।

একাধিক বিষয় নিয়ে চিন্তায় বিসিসিআই-

Ind vs aus
Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images

এই বিষয়ে এক কর্মকর্তা বলেন, “ঘরের মাঠে টেস্ট সিরিজ চলাকালীন মাঠের মধ্যে এবং মাঠের বাইরে একাধিক কৌশলগত বিষয় বিভ্রান্তিকর ছিল। আমরা ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাতে চাইছে। যেহেতু আমাদের পরবর্তী টেস্ট সিরিজ ৮ মাস পরে রয়েছে। এছাড়াও আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৭ সালে ওডিআই বিশ্বকাপ রয়েছে। তার আগে আমরা সমস্যাগুলি তাড়াতাড়ি সমাধান করতে চাই।”

রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলির (Virat Kohli) ভবিষ্যৎ নিয়েও আলোচনা হবে বলে জানা যাচ্ছে। তবে বর্তমানে দুরন্ত ফর্মে রয়েছেন এই দুই তারকা। অস্ট্রেলিয়া সফরে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন ছিলেন হিটম্যান। তার দুরন্ত শতরানে ভর করে তৃতীয় ম্যাচে জয়লাভ করেছিল ব্লু ব্রিগেডরা। সিরিজের সেরা নির্বাচিত হন এই তারকা। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি ওডিআই সিরিজেও রো-কো জুটি রীতিমতো ফর্মে রয়েছেন। প্রথম ম্যাচেই বিধ্বংসী শতরান করে রীতিমতো চমক দিয়েছেন কোহলি।

Read Also: “বিরাটের জন্যেই গম্ভীরের মুখ রক্ষা..”, প্রোটিয়াদের বিপক্ষে জয়ের পর ভারতীয় দল নিয়ে চর্চায় নেটিজেনদের বার্তা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *