BCCI: ২০২৫’এর এশিয়া কাপ (Asia Cup 2025) নিয়ে কাটছে না ধোঁয়াশা। চলতি বছরেই সেপ্টেম্বর মাসে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে এশিয়া কাপের আসর বসার কথা ছিল। তবে, পহেলগাঁওতে মর্মান্তিক হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সম্পর্কের ব্যাঘ্যত ঘটার পাশাপশি ক্রিকেটীয় সম্পর্কের ব্যাঘাত ঘটেছে। আসন্ন, এশিয়া কাপের জন্য বিসিসিআইয়ের সঙ্গে মিটিংয়ে বসার কথা ছিল মহসিন নকভির দ্বারা চালিত এশিয়া ক্রিকেট কাউন্সিলের। ঢাকায় সেই বৈঠক হওয়ার কথা ছিল। তবে, ভারতীয় ক্রিকেট বোর্ড ঢাকায় যেতে রাজি নয় বলে জানিয়ে দিয়েছে।
এশিয়া কাপ নিয়ে কাটছে না ধোঁয়াশা

সূত্রের খবর, এশিয়া কাপের (Asia Cup 2025) মঞ্চে অংশ নেওয়া দলগুলোর আগামী ২৪ জুলাই ঢাকায় মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে, এই বৈঠকে অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছে বিসিসিআই (BCCI)। ভারতীয় ক্রিকেট বোর্ডের দাবি, যদি ঢাকায় এই বৈঠক হয়, তাহলে ভারতীয় বোর্ড অংশ গ্রহণ করবে না। বিগত ১ বছরের বেশি সময় ধরে, ভারত-বাংলাদেশের মধ্যে রাজনৈতিক সম্পর্কের অবনতিই এক্ষেত্রে মূল কারণ হিসেবে ধরা হচ্ছে। শুধু বিসিসিআই নয়। শ্রীলঙ্কা, ওমান, আফগানিস্তানের মতো দেশগুলির বোর্ডও এই বৈঠক ‘বয়কটে’র পথে। ঢাকায় আসতে নারাজ বাঁকি বোর্ড গুলিও। বাংলাদেশের অশান্ত পরিস্থিতির জন্য মিটিংয়ে অংশ নেওয়ার জন্য সেখানে যেতে রাজি নন BCCI কর্তারা।
Read More: পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা বোর্ডের, দলে ফিরলেন মারকাটারি এই তারকা !!
অন্য দেশগুলির আপত্তিতেও নিজের সিদ্ধান্তে অনড় পিসিবি ও এসিসি’র প্রধান মহসিন নকভি। সূত্রের দাবি, “বিসিসিআই নিজের অবস্থান স্পষ্ট করে বৈঠকের জায়গা বদলানোর কথা বলেছে। কিন্তু এখনও পর্যন্ত এসিসির পক্ষ থেকে কোনও উত্তর আসেনি। ভারতও পৃথকভাবে ভেন্যু পরিবর্তনের জন্য অনুরোধ করে ছিল, কিন্তু এখনও পর্যন্ত কোনও সাড়া পাওয়া যায়নি।” এসিসি’র সংবিধান অনুযায়ী, যদি অন্য দেশগুলি অংশগ্রহণ না করে, তাহলে ঢাকার বৈঠকের সিদ্ধান্তের কোনও গুরুত্ব থাকবে না। যে কারণে নকভির দুশ্চিন্তা আরও বাড়তে পারে। ভারতের তরফ থেকে সবুজ সংকেত পাওয়ার আগেই সূচি প্রস্তুত করে রাখতে চাইছে এসিসি। সূত্রের দাবি, ভারত কিংবা শ্রীলঙ্কা নয় বরং ৫ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহিতে এশিয়া কাপ (Asia Cup 2025) শুরু হতে চলেছে।
বয়কটের দাবি জানালো BCCI

শেষবার ২০২৩ সালে ওডিআই ফরম্যাটে অনুষ্ঠিত হয়েছিল এশিয়া কাপ। ভারতীয় দল শ্রীলঙ্কাকে হারিয়ে অষ্টম বারের জন্য শিরোপা নিজেদের নামে করে নিয়েছিল। আগামী বছরেই ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। যে কারণে এবার এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটেই অনুষ্ঠিত হতে চলেছে। বিসিসিআই সূত্রের খবর, ভারতীয় ক্রিকেট বোর্ড ঢাকার পরিবর্তর নতুন ভ্যানু বেছে নেওয়ার আর্জি জানিয়েছে। ভ্যানু পরিবর্তন হলেই এশিয়া কাপ হবে। তাছাড়া মহসিন নাকভি যদি ভ্যানু বদল না করেন, বা সেই মিটিংয়ে নেওয়া সিদ্ধান্তগুলি বয়কট করবে বিসিসিআই।