টেস্ট ক্রিকেটে ভারতের ব্যাপকভাবে অবনতি লক্ষ করা গিয়েছে। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেটের উন্নতিতে বড় সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই (BCCI)। ভারতীয় টিম ম্যানেজমেন্ট তথা ভারতীয় ক্রিকেট বোর্ড এবার বড় সিদ্ধান্ত নিয়েছে। আসলে গত বছর ফেব্রুয়ারি মার্চ মাস থেকে বিসিসিআই ভারতীয় খেলোয়াড়দের ঘরোয়া ক্রিকেট খেলার জন্য উৎসাহী বানিয়ে তুলেছে। ঘরোয়া ক্রিকেট খেলার পরেই প্লেয়ারদের জাতীয় দলে সুযোগ দেওয়ার দাবি উঠেছিল বিসিসিআইয়ের পক্ষ থেকে। ঘরোয়া ক্রিকেট না খেললে শাস্তিও পেতে হবে প্লেয়ারদের। এর আগে, শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ও ঈশান কিষানকে (Ishan Kishan) ঘরোয়া ক্রিকেট না খেলায় বিসিসিআইয়ের বার্ষিক চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছিল। এবার, ভারতীয় ক্রিকেট বোর্ড দলের খেলোয়াড়দের উপর চড়াও হয় উঠেছে ঘরোয়া ক্রিকেট খেলার জন্য।
রোহিত-বিরাটকে ঘরোয়া ক্রিকেটে ফিরতে হবে
বিসিসিআইয়ের (BCCI) পক্ষ থেকে বিগত কয়েক মাস ধরে একটাই বার্তা দেওয়া হচ্ছে, সেটা হলো বেশি করে ঘরোয়া ক্রিকেট খেলার। নিউজিল্যান্ড সিরিজ ও বর্ডার গাভাসকর ট্রফির সময় ভারতীয় দলের ব্যর্থতা দেখে মুখ করেছিলেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিশ্রামের সময় ঘরোয়া ক্রিকেটে মননিবেশ করেছিলেন ভারতীয় দলের একাধিক ক্রিকেটাররা তবে একাধিক খেলোয়াড়রা নাম লেখালেও সিনিয়র খেলোয়াড়রা রোহিত শর্মা বিরাট কোহলি রবিচন্দ্রন অশ্বিনদের মতন খেলোয়াড়রা ঘরোয়া ক্রিকেট থেকে দূরেই ছিলেন। আগামী ২৩ জানুয়ারি থেকে আবার শুরু হচ্ছে রঞ্জি ট্রফি।
Read More: বিরাট কোহলির শিষ্য হওয়ার মাশুল গুনছেন এই খেলোয়াড়, দুর্দান্ত ইনিংস খেলা সত্ত্বেও BCCI করছে না দেখা !!
সূত্রের খবর, বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma) দের মতন সিনিয়র প্লেয়ারদের নাম উঠে এসেছে। তারা রঞ্জি খেলার দিকে নজর দেবে। আসলে অস্ট্রেলিয়া সিরিজ হারের পর খেলোয়াড়দের বিরতির নির্দেশ দিয়েছিলেন গৌতম গম্ভীর। টেস্ট দলের অধিনায়কত্বের পাশাপশি বোর্ড রোহিতকে এটা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তাকে দলে টিকে থাকতে গেলে ঘরোয়া ক্রিকেটে রান বানাতে হবে। বিসিসিআই সূত্রের খবর, এখন রোহিতদের উপর বাড়তি চাপ দিতে চাইছে না বিসিসিআই, তবে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পর নেতৃত্বের কথা বিবেচনা করবে টিম ম্যানেজমেন্ট। চ্যাম্পিয়ন্স ট্রফির উপর রোহিত-বিরাটদের ভাগ্য নির্ধারণ হবে বলেও জানা গিয়েছে।
কোচ গম্ভীর দিলেন বড় বয়ান
শুধু রোহিত নয়, তারকা ব্যাটসম্যান বিরাট কোহলিকেও জানানো হয়েছে যে, তাকে অবশ্যই রান করতে হবে। তা না হলে বিরাট-রোহিতের দু’জনকেই টেস্ট দল থেকে বাদ দেওয়া হবে না। কোচ গৌতম গম্ভীর বর্ডার গাভাস্কার ট্রফি পরাজয়ের পর মন্তব্য করে বলেন, “আমি সবাইকে বলব ঘরোয়া ক্রিকেট খেলার জন্য, সবাইকে ঘরোয়া ক্রিকেটকে বেশি গুরুত্ব দিতে হবে। শুধু একটি ম্যাচ খেলার কাজ নয়, তারা যখন আন্তর্জাতিক কোনো ম্যাচ খেলবেন না তখন তাদেরকে অবশ্যই ঘরোয়া ক্রিকেট খেলতে হবে।”