এশিয়া কাপ শেষ হতেই বদলে গেল অধিনায়ক-সহ অধিনায়ক, এই খেলোয়াড়রা পেলেন দায়িত্ব !! 1

BCCI: ভারতীয় ক্রিকেটে নেতৃত্বের নতুন অধ্যায় শুরু হলো। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ড্র করার পর এবার ভারতীয় দল এশিয়া কাপ জয় করেছে। এবার পালা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হোম টেস্ট সিরিজ খেলার। শেষবার ভারত নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলেছিল যেখানে জয় পেয়েছিল নিউজিল্যান্ড। তাও আবার ৩-০ ব্যাবধানে জয় পেয়েছিল নিউজিল্যান্ড (New Zealand Whitewashed India)। ঘরের মাঠে এমন দুর্দশার পর ভারতীয় ক্রিকেটের বেশ পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। ভারতের দায়িত্ব সামলাবেন শুভমান গিল। ভাইস ক্যাপ্টেনে দেখা যাবে পরিবর্তন। শুভমানকে ভারতের ক্যাপ্টেন করার সময় ভারতের সহ অধিনায়ক (New vice captain) হিসেবে নির্বাচিত করা হয়েছিল ঋষভ পন্থকে (Rishabh Pant)। তবে, পন্থ ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুতর চোট পেয়েছিলেন।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দলে নেই পন্থ

এশিয়া কাপ শেষ হতেই বদলে গেল অধিনায়ক-সহ অধিনায়ক, এই খেলোয়াড়রা পেলেন দায়িত্ব !! 2
Rishabh Pant | Image: Getty Images

চোট কাটিয়ে এমনও সাবলীল হতে পারেননি ঋষভ পন্থ। যে কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সহ অধিনায়ককে বদলানো হয়েছে। আসন্ন টেস্ট সিরিজের জন্য নির্বাচিত স্কোয়াডে সবচেয়ে বড় খবর হলো রবীন্দ্র জাদেজাকে ভাইস–ক্যাপ্টেন ঘোষণা করা। ক্যারিয়ারে এই প্রথম বার এমন কোনো পদ পেলেন জাদেজা (new role for Jadeja)। জাদেজা শুধু একজন বোলার নন তিনি ভারতীয় ক্রিকেটের অন্যতম বড় অঙ্গ। তিনি বল হাতে যেমন সেরা, তেমন ব্যাট হাতেও তাঁর তুলনা নেই। তিনি এককথায় এক নিখুঁত যোদ্ধা। দীর্ঘদিন ধরে ভারতীয় দলে ধারাবাহিক প্রদর্শন দেখিয়ে এসেছেন। বড় ম্যাচে বারবার নিজের সেরাটা দিয়েছেন তিনি। এবার পন্থের অনুপস্থিতিতে তাঁর হাতে সহ–অধিনায়কের দায়িত্ব দেওয়া অনেকের কাছেই একেবারে যৌক্তিক সিদ্ধান্ত।

Read More: এশিয়া কাপে ব্যর্থ শুভমান গিল টি-২০ থেকে পড়ছেন বাদ, সহ অধিনায়ক হিসাবে দায়িত্বে এই তারকা !!

জাদেজার হাতে দায়িত্ব দিলো BCCI

Eng vs ind,
Ben Stokes and Ravindra Jadeja | Image: Getty Images

অন্যদিকে, এটি প্রমাণ করে যে ভারতীয় দল এখন অভিজ্ঞ ও বহুমুখী খেলোয়াড়দের নেতৃত্বে রাখতে চাইছে। রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো সিনিয়ররা টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর পর ভারতীয় দলের ভবিষ্যৎ নিয়ে বেশ চিন্তা শুরু হয়েছে। জাদেজা এই নতুন দায়িত্বে কতটা মানিয়ে নিতে পারবেন তা সময় বলবে। তবে, লাল বলের ক্রিকেটে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) সঠিক পছন্দের। তিনি তরুণদের অনুপ্রেরণা জোগাতে পারেন এবং নিজের শ্রেষ্ঠত্বের প্রমান দিতে পারেন। তবে, এবারের সিরিজে তাঁর দায়িত্ব শুধু অলরাউন্ডার হিসেবেই নয়, বরং দলের তরুণ ক্রিকেটারদের পাশে দাঁড়ানোও হবে তাঁর কাজ। অনেকেই মনে করছেন, অধিনায়ক শুভমন গিলের (Shubman Gill) পাশে জাদেজার মতো একজন সিনিয়র সহঅধিনায়ক থাকা ভারতের জন্য বাড়তি প্রাপ্তি।

ভারতের প্রকাশিত স্কোয়াড-

শুভমান গিল (C), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পাড্ডিকাল, ধ্রুব জুরেল (WK), রবীন্দ্র জাদেজা (VC), ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, অক্ষর প্যাটেল, নীতিশ কুমার রেড্ডি, এন জগদীশন (WK), মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, কুলদীপ যাদব

Read Also: “কোনো যোগ্যতা নেই যে…” ফাইনালে ভারতের কাছে হারলো পাকিস্তান, দলকে একহাত নিলেন শোয়েব আখতার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *