Bcci appointed ajit agarkar as chief selector

বছরের প্রথমে চাকরি গিয়েছিল বিসিসিআইয়ের (BCCI) মুখ্য নির্বাচক চেতন শর্মার (Chetan Sharma)। প্রবল চাপের মুখে ইস্তফা দিয়েছিলেন চেতন শর্মা। মাত্র কয়েক ঘন্টার স্টিং অপারেশনে সব ফাঁস করে দিয়েছিলেন চেতন শর্মা। বোর্ডের গোপন তথ্য ফাঁস করে নিজের পদ থেকে ইস্তফা দিলেন চেতন। এমনকি, সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) বনাম বিরাট কোহলির (Virat Kohli) লড়াইয়ের কথাও তিনি উন্মোচন করেছেন। পাশাপাশি, তিনি তার দেওয়া বিবৃতিতে বিরাট কোহলিকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে ছিলেন। এমনকি প্লেয়াররা অ্যান্টি ডোপিং ইঞ্জেকশন এবং ওষুধ খেয়ে নিজেদের ফিট বলে দাবি করে থাকেন বলেও জানিয়েছেন তিনি। এমনকি একাধিক দাবি জানিয়ে বেশ বিপাকে পড়েছিলেন তিনি, অবশেষে ইস্তফা দিলেন প্রধান নির্বাচকের পদ থেকে। এরপর থেকে খালি পরেই আছে ওই জায়গা।

Read More: TOP 3: যদি BCCI থেকে ঘুষ নেওয়া বন্ধ হয়, ক্যারিয়ার শেষ হবে এই ৩ প্লেয়ারের !!

মুখ্য নির্বাচক হওয়ায় এগিয়ে রয়েছেন অজিত

Ajit Agarkar, bcci
Ajit Agarkar | Image: Getty Images

তবে, এবার উঠে আসছে বড় আপডেট, চিফ সিলেক্টর হিসাবে বিসিসিআই (BCCI) ডেকে নেবেন অজিত আগারকার কে (Ajit Agarkar)। আসলে, আগামী ৩০ জুনের মধ্যে, জমি দিতে হবে মনোনয়ন পত্র। আর এতে, ভারতীয় জাতীয় দলের হয়ে সাতটি টেস্ট ম্যাচ বা দশটি ওয়ান ডে বা অন্তত ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটার, যারা অন্তত পাঁচ বছর আগে অবসর ঘোষণা করেছেন, একমাত্র তাঁরাই এই পদে আবেদন করতে পারবেন। চেতন শর্মা ছিলেন উত্তরাঞ্চলের তাই উত্তরাঞ্চল থেকে নেওয়া হবে নাম। আর উত্তরাঞ্চল থেকে যুবরাজ সিংহ (Yuvraj Singh), হরভজন সিংহ (Harbhajan Singh), গৌতম গম্ভীররা (Gautam Gambhir) তাঁদের মধ্যে অন্যতম। তবে এই তিন জন কেউই এই পদ পাবেন না। কারণ, এই ৩ প্লেয়ারই ২০১৮ সালের পরেই অবসর নিয়েছেন, পাঁচ বছর আগে অবসর নেননি। তাই নিয়ম অনুযায়ী কেউই ভারতের নির্বাচক পদে আবেদনপত্র জমা দিতে পারবেন না।

BCCI’র মুখ্য নির্বাচক হচ্ছেন অজিত

Ajit agarkar, bcci
Ajit Agarkar | Image: Getty Images

পাশাপাশি, অজিত আগারকার পেতে পারেন এই পদ, আসলে প্রতিটি অঞ্চল থেকে একজন করে মেম্বারকে নেওয়া হয়। পশ্চিমাঞ্চল থেকে সলিল আনকোলা (Salil Ankola) রয়েছেন ফলে অজিতের সুযোগ পাওয়াটা মুশকিল হবে। তবে, উত্তরাঞ্চল থেকে কোনো সিলেক্টর না পাওয়া গেলে অজিতকেই দেওয়া হতে পারে দায়িত্ব। এর আগে, মুম্বইয়ের হয়ে দায়িত্ব পালন করেছিলেন অজিত। নির্বাচক পদে দায়িত্ব নেওয়ায় তিনি অনেক এগিয়ে আছেন। এর আগেরবার যখন তিনি মনোনয়ন জমা দিয়েছিলেন তখন তার মনোনয়ন শিকার করা হয়নি। তবে, এবার অজিত ছাড়া অন্য কোনো উপায় নেই BCCI’এর কাছে।

তবে, অজিতের ক্যারিয়ারের কথা বলতে গেলে, ভারতীয় দলের এই পেসার ২৬ টি টেস্ট খেলেছেন জাতীয় দলের হয়ে, নিয়েছেন ৫৮ টি উইকেট, টেস্ট ক্যারিয়ার বেশিদিন স্থায়ী না হলেও ওডিআই ক্রিকেটে বেশ লম্বা সময় ধরে খেলে এসেছেন এই অভিজ্ঞ, দলের হয়ে ১৯১ টি ওডিআই ম্যাচে ২৮৮ টি উইকেট নিয়েছেন, ভারতীয় বোলারদদের মধ্যে সর্বাধিক উইকেট নিয়েছেন তিনি, ভারতীয় দলের এই ক্রিকেটার ক্রিকেট থেকে সন্ন্যাস নেওয়ার পর ধারাভাষ্যকার হিসাবে কাজ শুরু করেন। গতবার, চেতন শর্মা জাতীয় দলের নির্বচক হওয়ার আগে অজিত ছিলেন প্রথম পছন্দের কিন্তু ব্যাক্তিগত কারণে তিনি শেষ মুহূর্তে সরে আসেন, তবে চেতন শর্মার এই ইস্তফার পর দলের নির্বচক হতে পারেন অজিত।

Read Also: Top 3: ৩ ইন্ডিয়ান ক্রিকেটার যাদের ফিটনেস একেবারে জিরো, তবুও BCCI দিচ্ছে সুযোগ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *