আইপিএল ২০২৫’এর (IPL 2025) মঞ্চ বেশ জমে উঠেছে। এবারের আইপিএলে অর্ধেকের বেশি ম্যাচের পরিসমাপ্তি ঘটেছে। গতকাল চেন্নাই সুপার কিংসকে (CSK) পরাস্ত করে জয়ের হ্যাটট্রিক করে পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এসেছে মুম্বাই ইন্ডিয়ান্স (MI)। অবশেষে ভারতীয় দলের দুই অধিনায়কের ব্যাট থেকেই রান দেখতে পেয়ে কিছুটা আশ্বস্ত হয়েছেন মুম্বই তথা ভারতীয় ভক্তরা। আর আইপিএলের মাঝেই জল্পনার অবসান ঘটালো ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) আসন্ন মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম ঘোষণা করলো ভারতীয় ক্রিকেট বোর্ড। বেশ কয়েক নতুন খেলোয়ার জায়গা করে নিয়েছেন বিসিসিআইয়ের সদ্য ঘোষিত কেন্দ্রীয় চুক্তিতে।
বার্ষিক চুক্তির তালিকা প্রকাশ করলো BCCI

বোর্ডের কেন্দ্রীয় চুক্তি নিয়ে চার জনকে নিয়ে বেশ জল্পনা তৈরি হয়েছিল। এবার সেই চার জনকেই বিসিসিআই (BCCI) তাদের কেন্দ্রীয় চুক্তির আওতায় এনেছে। রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli) নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন জল্পনা তৈরি হয়েছিল। ধারণা ছিল রোহিত ও বিরাট হয়তো ২০২৫’এর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করবেন। তবে, বোর্ডের কেন্দ্রীয় চুক্তি তা পুষ্টিকরণ করে দিলো। বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে বহাল থাকলেন রোহিত-বিরাট দুজনেই। আগের মতন দুজনকেই A+ বিভাগে রেখেছে বিসিসিআই। সাথে বোর্ডের চুক্তিতে জায়গা করে নিলেন অবাধ্য দুই ক্রিকেটার শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ও ঈশান কিষান (Ishan Kishan)। ১ অক্টোবর ২০২৪ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত যে কেন্দ্রীয় চুক্তিপত্র প্রকাশ করেছে তাতে জায়গা পেয়েছেন ৩৪জন তারকা এবং বাদ পড়েছেন ৫ তারকা।
Read More: BCCI: আইপিএলের মধ্যেই প্রাক্তন ভারতীয় অধিনায়কের ওপর অ্যাকশন, স্টেডিয়াম থেকে সরানো হলো নাম !!
গত মৌসুমে ভারতীয় বোর্ডের নির্দেশ মেনে ঘরোয়া ক্রিকেট না খেলায় কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন শ্রেয়স আইয়ার এবং ঈশান কিষান দুজনেই। শ্রেয়স নিজেকে শুধরে নিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরলেও ঈশানকে ঘরোয়া ক্রিকেটে দেখা যায়নি। আর তাঁদের এই আচরণ ভাল ভাবে নেননি বিসিসিআই কর্তারা। শাস্তি হিসাবে গত বছর কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয় তাঁদের।
কেন্দ্রীয় চুক্তিতে ফিরলেন অবাধ্য শ্রেয়স-ঈশান

চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রেয়স আইয়ার যেভাবে ব্যাটিং করেছিলেন তাতে বোঝা যাচ্ছিল তিনি আবার কেন্দ্রীয় চুক্তিতে ফিরতে পারেন। তবে ঈশানকে নিয়ে অনিশ্চয়তা ছিলই। সোমবার বিসিসিআই কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করার পর সেই জল্পনার অবসান হল। দুজনকেই কেন্দ্রীয় চুক্তিতে রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। পাশাপশি টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেও রোহিত বিরাট দের কেন্দ্রীয় চুক্তি থেকে কোনো টাকার অঙ্ক কমাননি বোর্ড কর্তারা। তাঁদের সঙ্গে A+ বিভাগে রয়েছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) এবং রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। বার্ষিক ৭ কোটি টাকা পাবেন দলের এই ৪ ক্রিকেটার।
‘A’ বিভাগে জায়গা পেয়েছেন মোট ছ’জন ক্রিকেটার। তাঁরা হলেন মহম্মদ সিরাজ, লোকেশ রাহুল, শুভমন গিল, মহম্মদ শামি, ঋষভ পন্থ এবং হার্দিক পান্ডিয়া। পন্থ গত বারের চুক্তিতে ‘বি’ বিভাগে থাকলেও এবার তার প্রমোশন হয়েছে। ‘A’ বিভাগে থাকা খেলোয়াড়রা বার্ষিক ৫ কোটি টাকা পাবেন। পাশাপশি, ‘B’ বিভাগে জায়গা পেয়েছেন পাঁচ জন ক্রিকেটার। তাঁরা হলেন সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, অক্ষর পটেল, যশস্বী জয়সওয়াল এবং শ্রেয়স আইয়ার। বার্ষিক ৩ কোটি টাকা পাবেন এই ৫ তারকা।
তরুণ খেলোয়াড়দের শামিল করলো বিসিসিআই

তাছাড়া, ‘C’ বিভাগে রাখা হয়েছে ১৯ জন তারকাদের। তাঁরা হলেন রিংকু সিংহ, তিলক বর্মা, ঋতুরাজ গাইকোয়ার্ড, শিবম দুবে, রবি বিশ্নোই, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সঞ্জু স্যামসন, অর্শদীপ সিংহ, প্রসিদ্ধ কৃষ্ণ, রজত পতিদার, ধ্রুব জুরেল, সরফরাজ খান, নীতীশ কুমার রেড্ডি, অভিষেক শর্মা, আকাশ দীপ, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা এবং ঈশান কিষান।
পাশাপশি কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে বাদ পড়েছেন ৫ তারকা ক্রিকেটার। রবিচন্দ্রন অশ্বিন, শার্দূল ঠাকুর, জীতেশ শর্মা, শ্রীকর ভরত এবং আবেশ খান বাদ পড়েছেন বার্ষিক চুক্তি থেকে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কারণে এবার বার্ষিক চুক্তির আওতায় আনা হয়নি রবিচন্দ্রন অশ্বিনকে। তবে, বাঁকি চার জনকে কেন বাদ দেওয়া হয়েছে তার খোলাসা এখনও করেনি বিসিসিসিআই (BCCI)।