আসন্ন অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় স্কোয়াড ঘোষিত, একাধিক বড় নাম ছাঁটাই 1

গতকাল সন্ধ্যে বেলার দিকে বিসিসিআই এর তরফ থেকে অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় দলের ঘোষণা করা হয়। যদিও জল্পনা অনুযায়ী, দল ঘোষণা আগামী সপ্তাহে হওয়ার কথা থাকলেও অতি শীঘ্রই এই ঘোষণা করে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। একেবারে তিনটি ফর্ম্যাটের জন্যই দল নির্বাচন করেছে বিসিসিআই। কিন্তু এই দলে বড়সড় চমক হচ্ছে রোহিত শর্মা ও ইশান্ত শর্মার না থাকা।

India vs Australia 3rd ODI 2020: Series at stake, India and Australia ready  for showdown | Cricket News - Times of India

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চারটি টেস্ট খেলার জন্য ঘোষিত ভারতীয় দলে স্বভাবতই খুব একটা পরিবর্তন নেই। চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরে যে টেস্ট দল গিয়েছিল, মোটামুটি সেই একই দল বজায় রেখেছে বিসিসিআই। শুধুমাত্র রোহিত শর্মা ও ইশান্ত শর্মা বাদ, চোটের জন্য। আইপিএল না খেলা দুই ক্রিকেটার চেতেশ্বর পুজারা এবং হনুমা বিহারিকেও নেওয়া হয়েছে দলে। পাশাপাশি ইশান্তের চোটের জন্য দলে জায়গা পেয়েছেন দুই তরুণ পেসার নভদীপ সাইনি ও মহম্মদ সিরাজ। এক নজরে দেখে নেওয়া যাক সেই টেস্ট দল।

EXCLUSIVE: India vs Australia Test series the best rivalry, at par with  Ashes, says Brett Lee | Cricket News - Times of India

অস্ট্রেলিয়া সফরের জন্য নির্বাচিত ভারতীয় টেস্ট দল – বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে (সহ অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, পৃথ্বী শ, কে এল রাহুল, চেতেশ্বর পুজারা, হনুমা বিহারি, শুভমন গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার), জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, উমেশ যাদব, নভদীপ সাইনি, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সিরাজ।

এদিকে ওয়ানডে দলে আবারও জাতীয় দলে কামব্যাক করছেন হার্দিক পান্ডিয়া। পাশাপাশি দলে রোহিত শর্মা না থাকায় সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে কে এল রাহুলকে। কিন্তু অবাক করার মত বিষয়, ওয়ানডে দলে নেই আক্রমণাত্মক উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ। এক নজরে এবার দেখে নেওয়া যাক ভারতীয় ওয়ানডে দল।

India vs Australia ODI: Five talking points from India's series win |  Sports News,The Indian Express

অস্ট্রেলিয়া সফরের জন্য নির্বাচিত ভারতীয় ওয়ানডে দল – বিরাট কোহলি (অধিনায়ক), কে এল রাহুল (সহ অধিনায়ক এবং উইকেটকিপার), শিখর ধাওয়ান, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, মনীশ পান্ডে, হার্দিক পান্ডিয়া, মায়াঙ্ক আগরওয়াল, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, নভদীপ সাইনি, শার্দুল ঠাকুর।

এদিকে বেশ কিছু চমক রয়েছে টি২০ দলে। আইপিএল এ দুরন্ত পারফর্মেন্সের জন্য দলে জায়গা পেয়েছেন সঞ্জু স্যামসন এবং মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। এছাড়া বাদ পড়েছেন ঋষভ পন্থ। ওয়ানডের মত টি২০ সিরিজেও উইকেটকিপিংয়ের পাশাপাশি সহ অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন কে এল রাহুল। এক নজরে দেখে নেওয়া যাক ভারতীয় টি২০ স্কোয়াড।

India vs Australia 2nd T20: Desperate India look to level T20 series in MCG  | Business Standard News

অস্ট্রেলিয়া সফরের জন্য নির্বাচিত ভারতীয় টি২০ দল – বিরাট কোহলি (অধিনায়ক), কে এল রাহুল (সহ অধিনায়ক এবং উইকেটকিপার), শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, মনীশ পান্ডে, হার্দিক পান্ডিয়া, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, নভদীপ সাইনি, দীপক চাহার, বরুণ চক্রবর্তী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *