ম্যানচেস্টার দুর্দান্ত ড্র’র পর এবার ভারতীয় দলের (Team India) নজর ওভালে শেষ ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে এন্ডারসন টেন্ডুলকার ট্রফিতে সমতা ফেরানোর। শেষ টেস্ট ম্যাচের আগেই ঋষভ পন্থ (Rishabh Pant) চোটের কারণে ছিটকে গিয়েছে এবং জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) এই টেস্টে পাচ্ছে না ভারতীয় দল। শেষ টেস্টে ভারতীয় দলের স্কোয়াডে তামিলনাড়ুর নারায়ণ জগদীশনকে (Narayan Jagadeesan) শামিল করেছে। পঞ্চম টেস্টের আগে বিসিসিআই ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড ঘোষণা করেছে। কিছুদিন আগেই তারা ইংল্যান্ড সফরে দুর্দান্ত প্রদর্শন দেখিয়েছিল।
দল ঘোষণা করলো BCCI

সামনের বছরেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, যে কারণে ভারতীয় দলকে এবার ইংল্যান্ড সফরের পর অস্ট্রেলিয়া সফরে দেখতে পাওয়া যাবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চলেছে টিম ইন্ডিয়া। এই সফরের জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) বুধবার আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেছে। নেতৃত্বে থাকছেন ইংল্যান্ড সফরে দুর্দান্ত পারফর্ম করা অধিনায়ক আয়ুষ মাহাত্রে এবং সহ-অধিনায়ক বিহান মালহোত্রা। অস্ট্রেলিয়া সফরেও দলে রাখা হয়েছে ১৪ বছরের বিস্ময় বালক বৈভব সূর্যবংশীকে (Vaibhav Suryavanshi)। এর আগে, ইংল্যান্ড সফরে ওয়ান ডে ক্রিকেটে অনূর্ধ্ব-১৯ মানে দ্রুততম সেঞ্চুরি হাঁকিয়েছিলেন বৈভব। সাথে দ্বিপাক্ষিক সিরিজে সবথেকে বেশি রান তিনিই বানিয়েছিলেন।
Read More: এশিয়া কাপে ভারত-পাক ম্যাচ নিয়ে নরেন্দ্র মোদীর কড়া বার্তা, কোণঠাসা BCCI !!
বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন যে, জুনিয়র নির্বাচক কমিটি অস্ট্রেলিয়া সফরের জন্য অনূর্ধ্ব-১৯ দল নির্বাচন করেছে এবং ভারত (Team India) অস্ট্রেলিয়া সফরে তিনটি ওয়ান ডে ম্যাচ ও দুটি চার দিনের বেসরকারি টেস্ট খেলবে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে। ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল ইংল্যান্ড সফরে চমৎকার প্রদর্শন দেখিয়েছিলেন। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ৩-২ ব্যবধানে পরাস্ত করেছিল। ইংল্যান্ড সিরিজে বৈভব সূর্যবংশী ও বিহান মালহোত্রার দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। অস্ট্রেলিয়ার মাটিতে এই সফর আগামী বছরের বিশ্বকাপের জন্য প্রস্তুতির একটি বড় সুযোগ হতে চলেছে বৈভব-আয়ুশদের কাছে।
অস্ট্রেলিয়ার সফরে ভারতীয় অনূর্ধ্ব-১৯
আয়ুষ মাহাত্রে (অধিনায়ক), বিহান মালহোত্রা (সহ-অধিনায়ক), বৈভব সূর্যবংশী, বেদান্ত ত্রিবেদী, রাহুল কুমার, অভিজ্ঞান কুন্ডু (উইকেটকিপার), হরবংশ সিং (উইকেটকিপার), আরএস অম্বরিশ, কনিষ্ক চৌহান, নমন পুষ্পক, হেনিল প্যাটেল, ডি দীপেশ, কিষাণ কুমার, আনমন কুমার, ডি দীপন সিং চৌহান। স্ট্যান্ডবাই খেলোয়াড়: যুধাজিৎ গুহ, লক্ষ্মণ, বি কে কিশোর, অলঙ্করিথ রাপোল এবং অর্ণব বুগ্গা।