ইংল্যান্ডের বিরুদ্ধে নতুন দল ঘোষণা করলো BCCI, ঈশান কিষান-সরফরাজ খান সহ হার্ষিত রানা পেলেন সুযোগ !! 1

গতকাল, ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল (Team India) ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। ২০ জুন থেকে ভারত এবং ইংল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ অধ্যায়ের প্রথম ম্যাচ খেলতে চলেছে। রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। যার ফলে ভারতীয় দলে নতুন মুখ দেখতে পাওয়া যাচ্ছে। ক্যাপ্টেন হিসেবে ইংল্যান্ড সিরিজ থেকেই অভিযান শুরু হতে চলেছে তরুণ ওপেনার শুভমান গিলের (Shubman Gill)। এর সাথে সাথে করুণ নায়ারও (Karun Nair) ৭ বছর পর ফিরে এসেছেন।

জাতীয় দলে সুযোগ হয়নি সরফরাজ খানের

Sarfaraz khan, team india
Sarfaraz Khan | Image: Getty Images

দল নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে অবাক করার বিষয় ছিল সরফরাজ খানের (Sarfaraz Khan) না নির্বাচন। তরুণ ব্যাটসম্যান সরফরাজ খান (Sarfaraz Khan) গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধেই টেস্টে অভিষেক করেছিলেন। অভিষেকেই অর্ধশতরান হাঁকিয়েছিলেন সরফরাজ। এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম টেস্টে দুরন্ত একটি সেঞ্চুরিও ছিল। তার দুর্দান্ত প্রদর্শন দেখেই তাকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়েছিল। যদিও, পাঁচটি টেস্টে একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি সরফরাজ। তবে এখন তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। সরফরাজ খান এখন পর্যন্ত ভারতের হয়ে ৬টি টেস্ট খেলেছেন, যেখানে ৩৭ গড়ে ৩৭১ রান বানিয়েছেন। সাথে তার নামে একটি সেঞ্চুরি এবং তিনটি অর্ধশত রানও রয়েছে।

ঈশান-সরফরাজ ভারতীয় এ দলে পেয়েছেন সুযোগ

ইংল্যান্ডের বিরুদ্ধে নতুন দল ঘোষণা করলো BCCI, ঈশান কিষান-সরফরাজ খান সহ হার্ষিত রানা পেলেন সুযোগ !! 2
Sarfaraz Khan and Ishan Kishan | Image: Twitter

টিম ইন্ডিয়া থেকে বাদ পড়ার পর সরফরাজ খানকে হঠাৎ করে ইংল্যান্ডে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। টেস্ট দলে জায়গা না হলেও সরফরাজকে ‘ভারত এ’ দলে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ‘ভারত এ’ দলের ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দুটি চার দিনের ম্যাচ খেলার কথা রয়েছে। ইতোমধ্যেই বেশ কয়েকজন খেলোয়াড় প্রথম ম্যাচ খেলতে ইংল্যান্ডে পৌঁছে গিয়েছে। ভারতীয় এ দলে শামিল করা হয়েছিল সরফরাজ খানকে। ভারতীয় দলে জায়গা হয়নি হার্ষিত রানার (Harshit Rana), অস্ট্রেলিয়া সিরিজে অভিষেক করেছিলেন হার্ষিত তবে ইংল্যান্ড সিরিজে আর দলে জায়গা হলো না তাঁর। হার্ষিত রানাও ভারতীয় এ দলে জায়গা করে নিয়েছেন।

ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভারতীয় এ দলের স্কোয়াড

অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), ধ্রুব জুরেল (সহ-অধিনায়ক, উইকেটরক্ষক), যশস্বী জয়সওয়াল, করুণ নায়ার, ঋতুরাজ গায়কোয়াড়, সারফরাজ খান, ঈশান কিশন (উইকেটরক্ষক), শুভমন গিল (প্রথম ম্যাচের জন্য উপলব্ধ নন), সাই সুদর্শন (প্রথম ম্যাচের জন্য উপলব্ধ নন), নীতীশ কুমার রেড্ডি, শার্দূল ঠাকুর, মুকেশ কুমার, আকাশ দীপ, হর্ষিত রানা, তুষার দেশপান্ডে, মানব সুতার, তনুষ কোটিয়ান, খলিল আহমেদ, অনশুল কম্বোজ, হর্ষ দুবে।

Read Also: Team India: ফিরলেন শামি-শ্রেয়স, বুমরাহকে ক্যাপ্টেন করেই ইংল্যান্ডের বিরুদ্ধে দল ঘোষণা টিম ইন্ডিয়ার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *