বিশ্বকাপের জন্য নতুন স্কোয়াড প্রকাশ করলো BCCI, এই মুম্বাইকার পেলেন ক্যাপ্টেনসি !! 1
IND vs SA | Image: Getty Images

BCCI: আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতীয় ক্রিকেট বোর্ড ইতি মধ্যেই দল ঘোষণা করে দিয়েছে বিশ্বকাপের জন্য। বিশ্বকাপের মঞ্চে এবার আবার একজন মুম্বাইকার ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন। ২০২২ ও ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন মুম্বাইয়ের রোহিত শর্মা (Rohit Sharma)। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করেছিল ভারতীয় দল। এবার ভারতীয় দলের কাছে সুবর্ণ সুযোগ রয়েছে ট্রফি ডিফেন্ড করার। এবার ভারতীয় দলের দায়িত্ব সামলাবেন মুম্বাইয়ের সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই অনুষ্ঠিত হতে চলেছে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরুর মাত্র কয়েকটি দিন বাঁকি রয়েছে। এই সময়ের আগে ১৫ সদস্যের দল ঘোষণা করে চমক দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। শনিবার ঘোষিত হওয়া এই স্কোয়াডে যেমন রয়েছে ভবিষ্যতের সম্ভাবনাময় তারকারা, তেমনই আছে নেতৃত্ব নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বার্তা। নিয়মিত অধিনায়ক আয়ুষ মাহাত্রেকে রেখেই বিশ্বকাপের দল ঘোষণা করা হয়েছে। মূলত তিনি চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফরে খেলছেন না। তার বদলে ওয়ানডে সিরিজে নেতৃত্ব পাচ্ছেন বৈভব সূর্যবংশী।

বিশ্বকাপের দল ঘোষণা করলো BCCI

Bcci
Team India | Image; Twitter

ভারতের জুনিয়র নির্বাচক কমিটি শনিবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের দলও বেছে নিয়েছেন। ১৫ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত টুর্নামেন্ট আয়োজিত হবে জিম্বাবোয়ে ও নামিবিয়ার মাটিতে। বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বেনোনিতে তিন ম্যাচের সিরিজ অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বকাপের আগে। প্রোটিয়াসদের বিরুদ্ধে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন বৈভব। সম্প্রতি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচেই ১৭১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন বৈভব। যদিও এরপর ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তিনি। পাকিস্তানের বিপক্ষে ফাইনালে ভারতের লজ্জাজনক হার মেনে নিতে পারেনি বিশ্ব ক্রিকেট। তবে, বিশ্বকাপের মঞ্চে ফাইট ব্যাক করতে চাইবে টিম ইন্ডিয়া।

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের জন্য ভারতীয় দল

আয়ুষ মাত্রে (অধিনায়ক), বিহান মলহোত্র (সহ-অধিনায়ক), বৈভব সূর্যবংশী, অ্যারন জর্জ (সহ-অধিনায়ক), বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুন্ডু (উইকেটকিপার), হরবংশ সিংহ (উইকেটকিপার), আরএস অম্বরীশ, কণিষ্ক চৌহান, খিলান পটেল, মহম্মদ এনান, হেনিল পটেল, দীপেশ দেবেন্দ্রন, কিশান সিংহ, উদ্ধব মোহন।

Read Also: ছাটাই হল গম্ভীরের প্রিয় ছাত্রের, আসন্ন T20 বিশ্বকাপের জন্য ভারতের নতুন সহ-অধিনায়ক ঘোষণা করলো BCCI !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *