বাদ শ্রেয়স-যশস্বী, জিতেশ-শুভমান দের এন্ট্রি দিয়ে প্রকাশ্যে ভারতের এশিয়া কাপের স্কোয়াড !! 1

আগামী মাসেই বসতে চলেছে এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025) – এর আসর। আর এই টুর্নামেন্টকে পাখির চোখ করতে জোরকদমে চলছে দল গঠনের প্রস্তুতি। টিম ইন্ডিয়ার (Team India) দল নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে তুমুল আলোচনা। দেশের কোটি ক্রিকেট সমর্থক অধীর আগ্রহে রয়েছেন এশিয়া কাপের স্কোয়াডের জন্য। সূত্রের খবর, দলের অভিজ্ঞ সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে তরুণ প্রতিভাদের সঠিক মেলবন্ধন ঘটানোই এখন নির্বাচক কমিটির প্রধান চ্যালেঞ্জ। একদিকে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) যিনি ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন।

এছাড়া, হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) বা জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) দেখতে পাওয়া যাবে। শুধু ব্যাটিং নয়, বোলিং বিভাগেও নজর কাড়ছে দল নির্বাচন। আরব আমিরশাহীতে এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হতে চলেছে। যে কারণে, স্পিন আক্রমণে বেশ অভিজ্ঞতা দেখা যেতে পারে। সামগ্রিকভাবে বলতে গেলে, এশিয়া কাপের মঞ্চে টিম ইন্ডিয়াকে প্রতিটি বিভাগেই শক্তিশালী হয়ে নামতে হবে কারণ এবার ৮ দলের মধ্যে এশিয়া কাপ অনুষ্ঠিত হতে চলেছে।

এশিয়া কাপের জন্য দল প্রকাশ্যে আনলো BCCI

Asia cup 2025
BCCI | Image: Getty Images

আসন্ন এশিয়া কাপের (Asia Cup 2025) জন্য স্কোয়াড প্রকাশ করেছে বিসিসিআই। ভারতীয় দলের অধিনায়ক হিসেবে বহাল থাকছেন সূর্যকুমার যাদব, তাঁর ডেপুটি হিসাবে শামিল করা হয়েছে শুভমান গিলকে (Shubman Gill)। দলের ব্যাটসম্যান হিসেবে অভিষেক শর্মাকে রাখা হয়েছে যিনি এই মুহূর্তে বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটসম্যান। তাছাড়া, তিলক ভার্মাকে (Tilak Varma) শেষ কয়েকটি ম্যাচে অসাধারণ ব্যাটিং প্রদর্শন দেখানোর জন্য দলে রাখা হয়েছে। ফিনিশারের ভূমিকায় শিবম দুবে (Shivam Dube) এবং রিঙ্কু সিংকে (Rinku Singh) দেখতে পাওয়া যাবে। দলে ফিরেছেন জিতেশ শর্মা (Jitesh Sharma), এবারের আইপিএলে দুর্দান্ত ছন্দ দেখিয়েছিলেন জিতেশ, যে কারণে জিতেশ শর্মাকে (Jitesh Sharma) এশিয়া কাপ দলে (ASIA CUP 2025) এন্ট্রি  দেওয়া হয়েছে। তিনি ব্যাক আপ উইকেট কিপার হিসাবে এশিয়া কাপ দলে খেলবেন। যদিও, দলের প্রথম পছন্দের উইকেট কিপার সঞ্জু স্যামসনই থাকছেন।

দলের অলরাউন্ডার হিসাবে, হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), অক্ষর প্যাটেল (Axar Patel) ও হার্ষিত রানাকে (Harshit Rana) রাখা হয়েছে। পাশাপশি,  স্পিন আক্রমণের দায়িত্বে থাকবেন কুলদীপ যাদব (Kuldeep Yadav) ও বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। পেস বোলিংয়ের দায়িত্বে থাকবেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ও অর্ষদীপ সিং (Arshdeep Singh)।

Read Also: TOP 5, Asia Cup 2025: এশিয়া কাপের আগে চাপে টিম ইন্ডিয়া, এই পাঁচ কারণে ‘ফেভারিট’ বলা যাচ্ছে না সূর্যকুমারদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *