গতকাল সমাপ্ত হয়েছে ভারত এবং অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজে ভারতীয় দল আপাতত ৩-১ ব্যবধানে পরাস্ত হয়ে দীর্ঘ ১০ বছর বাদে বর্ডার গাভাস্কার ট্রফিতে জয়লাভ করতে ব্যর্থ হয়েছে। ভারতীয় দল চলতি বছরের শুরুতেই পরাজয় দিয়েই সূচনা করেছে। অজিদের বিরুদ্ধে পরাজয়ের পর এবার ভারতকে বিশ্ব টেট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও দেখতে পাওয়া যাবে না। অস্ট্রেলিয়ার কাছে পরাজয়ের পর ভারত পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে নেমে এসেছিল। যার ফলে ভারতীয় দলের কাছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানো এখন অসম্ভব। অস্ট্রেলিয়া ভারতের বিপক্ষে দুর্দান্ত প্রদর্শন দেখিয়ে ফাইনালের টিকিট কনফার্ম করে ফেলেছে। দ্বিতীয় বারের জন্য তারাও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গিয়েছে। ভারতকে ঘরে বসেই চ্যাম্পিয়নশিপ এর ফাইনাল দেখতে হবে।
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলতে চলেছে ভারত
অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে চলেছে আগামী ফেব্রুয়ারি মাসেই। পাকিস্তানে অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টে ভারতীয় দল তাদের প্রতিটি ম্যাচ দুবাইতে খেলতে চলেছে। ভারত যদি সেমিফাইনাল এবং ফাইনালে উত্তীর্ণ হয় তাহলে দুবাইতেই ভারতের নকআউট ম্যাচ অনুষ্ঠিত হবে। তার আগেই ভারতের মাটিতে পা রাখতে চলেছে ইংল্যান্ড ক্রিকেট দল। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত তিন ম্যাচের ওডিআই সিরিজ এবং পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলেছে। একদিকে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ভারতীয় টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেবেন তো অন্যদিকে ভারতীয় ওডিআই দলকে কে নেতৃত্ব দেবেন তা নিয়ে রয়েছে প্রশ্ন। ইতিমধ্যে বিসিসিআই নতুন একটি দলের ঘোষণা দিয়েছেন।
Read More: ক্রিকেটপ্রেমীদের জন্য বড় ধাক্কা, BGT হারের পরেই অবসরে তারকা অলরাউন্ডার !!
আয়ারল্যান্ডের বিরুদ্ধে দল ঘোষণা করলো BCCI
প্রসঙ্গত ভারতীয় পুরুষ দলের পাশাপাশি ভারতীয় মহিলা দল দশ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত তিনটি ওডিআই ম্যাচ খেলতে চলেছে, যার জন্য নতুন স্কোয়াড প্রকাশ করেছে বিসিসিআই। এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরকে (Harmanpreet Kaur)। পাশাপশি, তারকা পেসার রেণুকা সিং ঠাকুরকেও বিশ্রাম দিয়েছে বোর্ড। হরমনপ্রীতের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেবেন ওপেনার ব্যাটার স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। সিরিজের সহ-অধিনায়কের ভূমিকা পালন করবেন স্পিন বোলিং অলরাউন্ডার দীপ্তি শর্মা (Deepti Sharma)। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও দুর্দান্ত প্রদর্শনের পরেও জায়গা হলো না শেফালী ভার্মার (Shefali Varma)। তার বদলে জায়গা করে নিয়েছেন তরুণ প্রতিকা রাওয়াল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক ওডিআই সিরিজে নির্বাচকদের মুগ্ধ করেছিলেন তিনি, তাই আইরিশদের বিপক্ষে দলে জায়গা হলো না শেফালির। ১০, ১২ এবং ১৫ জানুয়ারী ওয়ানডে অনুষ্ঠিত হবে। সমস্ত ম্যাচ রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ভারতের স্কোয়াড:
স্মৃতি মান্ধানা (ক্যাপ্টেন), দীপ্তি শর্মা (ভাইস ক্যাপ্টেন), প্রতিকা রাওয়াল, হারলিন দেওল, জেমিমা রড্রিগস, উমা চেত্রি (উইকেটরক্ষক), রিচা ঘোষ (উইকেটরক্ষক), তেজল হাসবনিস, রাঘবী বিস্ত, মিন্নু মানি, প্রিয়া মিশ্র, তনুজা কানওয়ার, তিতাস সাধু , সায়মা ঠাকুর, সায়ালি সাতঘরে।