bcci-announced-india-squad-for-asian-games-2023

এবছর জুড়েই ক্রিকেট, একেরপর এক টুর্নামেন্ট মাতিয়ে রেখেছে ক্রিকেট প্রেমীদের। এবার, চিনের হ্যাংঝৌয়ে বসবে এশিয়ান গেমসের আসর। আর এই এশিয়ান গেমসে (Asian Games) ভারতীয় পুরুষ ক্রিকেট দল অংশগ্রহণ করতে চলছে। ১৯ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। টি-২০ ফরম্যাটে এই ক্রিকেট ইভেন্ট অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত। তার জন্য স্কোয়াড প্রকাশিত হলো গতকাল। শেষমেশ, প্রতীক্ষার অবসান রিঙ্কু সিংয়ের (Rinku Singh)। ঘরোয়া ক্রিকেট তথা আইপিএলে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখানোর পরেই জাতীয় দলে সুযোগ পাওয়ার একটি গুজব কাজ করে আর সেটি শেষমেশ সত্যও হয়ে গেল। অবশেষে, জাতীয় দলে সুযোগ পেয়ে গেলেন সবার পছন্দের রিঙ্কু।

Read More: WI vs IND: “এই জয়টা দলকে অবশ্যই স্বস্তি দেবে…”, দূর্বল উইন্ডিজকে তিন দিনেই বিধ্বস্ত করা টিম ইন্ডিয়ার প্রশংসায় নেটপাড়া !!

হার্দিককে দেওয়া হলো না কোনো দায়িত্ব

Hardik Pandya, asian games
Hardik Pandya | Image: Getty Images

এশিয়ান গেমসের জন্য ঘোষিত ভারতীয় ক্রিকেট দলে জায়গা পেলেন রিঙ্কু। তবে, এই দলে হার্দিককে (Hardik Pandya) দেওয়া হলো না দায়িত্ব। দায়িত্ব দেওয়া হলো প্রতিভাবান ভারতীয় প্লেয়ার ঋতুরাজ গাইকোয়ার্ডের (Ruturaj Gaikwad) উপর। এশিয়ান গেমসে খেলতে যাওয়া ক্রিকেটারদের পক্ষে এক দিনের বিশ্বকাপ খেলা সম্ভব হবে না, যেকারণে হার্দিক পান্ডিয়াকে দলের কোনো দায়িত্ব দেওয়া হলো না। আসন্ন বিশ্বকাপের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিলো বিসিসিআই (BCCI)। যদিও এই এশিয়ান গেমসে ভারতীয় তরুণদের পক্ষে নতুন সুযোগ করে দিলো পারফরম্যান্স দেখানোর। পাশাপাশি, এই দলে রাহুল ত্রিপাঠি (Rahul Tripathi), ওয়াসিংটন সুন্দর (Washington Sundar), শিভম দুবের (Shivam Dube) মতন প্লেয়ারদের প্রত্যাবর্তন ঘটেছে।

এশিয়ান গেমসের জন্য ভারতের স্কোয়াড:

রুতুরাজ গায়কোয়াড় (ক্যাপ্টেন), যশস্বী জসওয়াল, রাহুল ত্রিপাঠী, তিলক বর্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, আবেশ খান, আর্শদীপ সিং, মুকেশ কুমার, শিবম মাভি, শিবম দুবে, প্রভসিমরন সিং (উইকেটকিপার)।

স্ট্যান্ড-বাই: যশ ঠাকুর, সাই কিশোর, বেঙ্কটেশ আইয়ার, দীপক হুডা ও সাই সুদর্শন।

Read Also: “ওরাও সুযোগ পাবে..”, রিঙ্কু-সরফরাজকে দলে চান্স দেওয়া নিয়ে এই বয়ান দিলেন অধিনায়ক রোহিত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *