চোটের জন্য ছিটকে গেছেন একাধিক তারকা , চতুর্থ টেস্টের আগে নতুন ভারতীয় দল ঘোষণা করলো বিসিসিআই !! 1

গৌতম গম্ভীর (Gautam Gambhir) প্রধান কোচ হিসাবে আসার পর ভারতীয় দল একাধিক গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের হারের সম্মুখীন হয়েছে। ফলে চলতি ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজে জয় তুলে নেওয়ার জন্য সবরকমভাবে কৌশল সাজাচ্ছেন তিনি। রোহিত শর্মার (Rohit Sharma) পর শুভমান গিল (Shubman Gill) ভারতীয় দলের নতুন অধিনায়ক হিসাবে দায়িত্ব নিয়ে নজর কেড়েছেন। তবে বর্তমানে ভারতীয় দলে চোট সমস্যা মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। একাধিক তারকা ক্রিকেটার ইতিমধ্যেই চলতি সিরিজ থেকে চোটের কারণে ছিটকে গেছেন। এবার ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে চতুর্থ টেস্টের আগে নতুন দল ঘোষণা করলো বিসিসিআই (BCCI)।

Read More: IND vs ENG 4th Test: চোটে কাবু জোড়া পেসার, ম্যাঞ্চেস্টার টেস্টে বোলিং আক্রমণ সাজাতে হিমশিম কোচ গম্ভীর !!

ছিটকে গেলেন আর্শদীপ ও নীতিশ-

চোটের জন্য ছিটকে গেছেন একাধিক তারকা , চতুর্থ টেস্টের আগে নতুন ভারতীয় দল ঘোষণা করলো বিসিসিআই !! 2
Nitish Kumar Reddy | Images: Getty Images

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম থেকেই দুরন্ত লড়াই চালাচ্ছে ভারতীয় দল (IND vs ENG)। প্রথম ম্যাচে ৫ উইকেটে হারের সম্মুখীন হলেও ব্লু ব্রিগেডরা দ্বিতীয় ম্যাচে ৩৩৬ রানে বিশাল জয় ছিনিয়ে নেয়। এরপর লর্ডসে শেষ পর্যন্ত লড়াই চালিয়েও দুর্ভাগ্যজনকভাবে পরাজিত হয়েছে শুভমান গিলের (Shubman Gill) দল। ফলে ২৩ জুলাই ম্যানচেস্টারে অনুষ্ঠিত হতে যাওয়া ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে চতুর্থ টেস্ট ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।

তবে তার আগেই নেটে অনুশীলনের সময় চোট পেয়েছেন আর্শদীপ সিং‌‌ (Arshdeep Singh)। তিনি সাই সুদর্শনের (Sai Sudarshan) মারা বল থামাতে গিয়ে বোলিং করা হাতেই গুরুতর চোট পান। এরপরেই তিনি ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে চলতি সিরিজ থেকে বাইরে চলে গেছেন। এর সঙ্গেই নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) রবিবার জিম করতে গিয়ে চোট পেয়ে ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজ থেকে ছিটকে গেলেন। আর্শদীপ সিং ভারতীয় দলে এখনও অভিষেক না করলেও নীতিশ কুমার শেষ দুই ম্যাচে একাদশের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। বর্তমানে এই দুই তারকা ক্রিকেটার ছিটকে যাওয়ায় চাপের মুখে পড়েছে ভারতীয় দল।

দলে এসেছেন অনশুল কাম্বোজ‌-

চোটের জন্য ছিটকে গেছেন একাধিক তারকা , চতুর্থ টেস্টের আগে নতুন ভারতীয় দল ঘোষণা করলো বিসিসিআই !! 3
Anshul Kamboj | Images: Getty Images

ভারতীয় পেস আক্রমণকে আরও শক্তিশালী করার জন্য অনশুল কাম্বোজ‌কে (Anshul Kamboj) দলে নিয়ে এলেন নির্বাচকরা। ২৪ বছর বয়সী এই তারকা সাম্প্রতিক সময় দুরন্ত পারফর্ম্যান্স করে নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন। ইংল্যান্ড সফরে ভারতীয় ‘এ’ দলের হয়ে দুই ম্যাচে ৫ উইকেট সংগ্রহ করেন তিনি। ভারতীয় ঘরোয়া ক্রিকেটেও নিজের প্রভাব বিস্তার করেছেন অনশুল (Anshul Kamboj)। তিনি রঞ্জি ট্রফিতে এক ইনিংসে ১০ টি উইকেট সংগ্রহ করার রেকর্ড গড়ে হ‌ইচ‌ই ফেলে দিয়েছিলেন। এখনও পর্যন্ত এই তরুণ পেসার প্রথম শ্রেণীর ক্রিকেটে ২৪ ম্যাচে সংগ্রহ করেছেন ৭৯ টি উইকেট।

অন্যদিকে ভারতীয় দলে বর্তমানে আকাশ দীপ (Akash Deep) এবং ঋষভ পান্থের (Rishabh Pant) চোট‌‌ও চিন্তা বাড়িয়েছে। চতুর্থ টেস্টে ম্যাঞ্চেস্টারে ভারতের নতুন সহ অধিনায়ক উইকেটকিপিং করবেন না বলেই জানা যাচ্ছে। শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবেই তিনি মাঠে নামবেন। অন্যদিকে জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) কাজের চাপ নিয়েও কর্মকর্তা আলোচনা শুরু করেছেন। সূত্র অনুযায়ী তাকে শেষ দুই ম্যাচেই একাদশে চাইছেন গম্ভীর।

ভারতের নতুন স্কোয়াড-

শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পান্থ (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, করুন নায়ার, সাই সুদর্শন, অভিমন্যু ইশ্বরন, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশ দীপ, কুলদীপ যাদব, অনশুল কাম্বোজ‌

Read Also: ২০২৬ আইপিএলের আগেই দল পেলেন বিরাট কোহলির ভাইপো, এই ফ্রাঞ্চাইজির হয়ে মাঠে নামবেন তিনি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *