Champions Trophy 2025: চলতি মাসেই চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসতে চলেছে পাকিস্তান ও UAE জুড়ে। ভারত তাদের গ্রুপ পর্যায়ের ম্যাচ গুলো দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলতে চলেছে। আর ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আগেই স্কোয়াড প্রকাশ করে দিয়েছিল। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে নামতে চলেছে। ভারতীয় দলের তিন অভিজ্ঞ খেলোয়াড় ছন্দ হারিয়েছেন। ভক্তদের মতে এবার এই তিনজন খেলোয়াড়কে পরিবর্তনের বেশ প্রয়োজন রয়েছে। আসলে ভারতীয় দলের এই তিন তারকা হলেন রোহিত শর্মা (Rohit Sharma), কেএল রাহুল (KL Rahul) এবং বিরাট কোহলি (Virat Kohli)। তিন খেলোয়াড়ের ছন্দ পতন দেখা দিয়েছে।
ছন্দ হারিয়েছেন রোহিত-বিরাট-রাহুল
![বিরাট-রোহিত-রাহুল বাদ, এই তরুণ 'ত্রিমূর্তি' ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নিচ্ছেন এন্ট্রি !! 2 Virat Kohli ,Rohit Sharma and KL Rahul](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2023/10/369440-1024x646.jpg)
সম্প্রতি নিউজিল্যান্ড সিরিজ ও বর্ডার-গাভাসকার ট্রফিতে বিরাট কোহলি ও রোহিত শর্মার জঘন্য ব্যাটিং নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। একদিকে কোহলি পারথ টেস্টের দ্বিতীয় ইনিংসে শতরান ছাড়া, তার ব্যাট থেকে আর কোনও বড় রান দেখতে পাওয়া যায়নি। তো অন্যদিকে ক্যাপ্টেন রোহিত সিরিজের ৩ ম্যাচে মাত্র ৩১ রান বানাতে সক্ষম হয়েছিলেন। দলের দুই সিনিয়র খেলোয়াড়কে রঞ্জি ট্রফি খেলার পরামর্শ দেওয়া হয়েছিল। দুজনেই রঞ্জিতে অংশ নিয়েছিলেন। তবে, ঘরোয়া ক্রিকেটে ফিরে রান বানাতে ব্যার্থ হয়েছেন দুজনেই।
Read More: Champions Trophy 2025: “ওদের হারানো কঠিন…” চ্যাম্পিয়ন্স ট্রফির দুই ফাইনালিস্টের নাম জানিয়ে দিলেন রিকি পন্টিং !!
সাথে কেএল রাহুলও (KL Rahul) ঘরোয়া ক্রিকেটে ফিরে এসে আহামরি ব্যাটিং করেছেন তাও নয়। প্রসঙ্গত, এবারের রঞ্জিতে একটি করে ম্যাচ খেলেছেন ভারতীয় দলের এই তিন তারকা। কেএল রাহুল ৩৭ বলে ২৬ রান বানান। কোহলি মাত্র ৬ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন এবং রোহিত ৩ ও ২৮ রান বানান। ঘরোয়া ক্রিকেটে রান বানাতে পারলে আন্তর্জাতিক ক্রিকেটেও হারানো আত্মবিশ্বাসটা ফিরে আসতো। সামনেই আবার রয়েছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025)। আইসিসি-র এই মেগা ইভেন্টের আগে তাদের তিন জনের ব্যাটে রান অত্যন্ত জরুরি।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রকাশ্যে আসলো দল
![বিরাট-রোহিত-রাহুল বাদ, এই তরুণ 'ত্রিমূর্তি' ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নিচ্ছেন এন্ট্রি !! 3 Team india, champions trophy 2025](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2025/01/371364-1-1024x714.jpg)
দলে এই তিন খেলোয়াড়ের পরিবর্তন লক্ষ করা যেতে পারে। আসলে, চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) আগে ভারতকে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলতে হবে। সেই সিরিজের উপর নজর থাকবে বোর্ড কর্তাদের। শুধু তাই নয়, সদ্য সমাপ্ত হওয়া ভারত বনাম ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের উপরেও নজর রেখেছিলেন অজিত আগারকার। ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজে দারুন ব্যাটিং করেছিলেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। ৫ ইনিংসে ৫৫.৮০ গড়ে ২৭৯ রান বানিয়েছেন অভিষেক এবং তার এই পারফরম্যান্স নজর কেড়ে নিয়েছে নির্বাচকদের। তাছাড়া সিরিজে অবিশ্বাস্য বোলিং প্রদর্শন দেখিয়েছিলেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। সিরিজে সর্বাধিক ১৪ উইকেট নিয়ে সিরিজের সেরা হয়েছিলেন তিনি। পাশাপশি, চলতি সময়ে টি-টোয়েন্টি ফরম্যাটে রুদ্ধশ্বাস ফর্মে থাকা তিলক ভার্মাও (Tilak Varma) ফর্ম দেখিয়েছেন। ৫ ম্যাচে তিনি ৪৪.৩৩ গড়ে ১৩৩ রান বানিয়েছেন। তিনিও ভারতীয় ওডিআই দলে সুযোগ পেতে পারেন। যেহেতু আগেও তিনি ভারতীয় ওডিআই দলের হয়ে খেলেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে তিনিও দলে সুযোগ পাওয়ার অন্যতম যোগ্য প্রার্থী।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পরিবর্তিত দল
শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, অভিষেক শর্মা, শ্রেয়স আইয়ার, তিলক ভার্মা, ঋষভ পন্থ (WK), হার্দিক পান্ডিয়া (C), অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, অর্ষদীপ সিং, মোহম্মদ শামি, কুলদীপ যাদব, ওয়াসিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী।