IND vs ENG: বর্তমানে ইংল্যান্ড দল ভারত সফরে রয়েছে, গতকাল মুম্বাইতে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি খেলা হয়েছিল। সিরিজের শেষ ম্যাচে দুর্দান্ত প্রদর্শন দেখিয়ে ভারতীয় দল (Team India) ৪-১ ব্যবধানে সিরিজ জয় লাভ করেছে। এবার বাঁকি রয়েছে দুই দলের মধ্যে ওডিআই সিরিজ। সিরিজের প্রথম ম্যাচটি নাগপুরে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই ভারতীয় দল এই সিরিজ খেলতে নাগপুরে পৌঁছে গিয়েছে। এই সিরিজের জন্য দুই দলই তাদের দল ঘোষণা করেছে। ওয়ানডে সিরিজে টি-টোয়েন্টি খেলা খেলোয়াড়দের দল থেকে বাদ দিয়েছে টিম ইন্ডিয়া।
রোহিতের নেতৃত্বে নামতে চলেছে ভারতীয় দল

ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব দেওয়া হয়েছে রোহিত শর্মাকে (Rohit Sharma)। রোহিতের নেতৃত্বে টিম ইন্ডিয়া গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয়লাভ করেছিল। যার কারণে তৎকালীন বোর্ড সচিব জয় শাহ (Jay Shah) রোহিতকেই ভারতীয় দলের ক্যাপ্টেন হিসাবে আইসিসির এই টুর্নামেন্টে দেখতে চেয়েছিলেন। আর সেই রোহিতকেই দলের নেতা হিসেবে দেখতে পাওয়া যাবে। পাশাপশি, ভারতীয় দলের সহ অধিনায়কত্ব দেওয়া হয়েছে শুভমান গিলকে (Shubman Gill)। তাকে ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে বিবেচনা করা হবে বলে তাকেই এখন থেকে বানাতে চাইছে বিসিসিআই (BCCI)।
Read More: IND vs ENG, 5TH T20I STATS REVIEW: ওয়ানখেড়েতে ইংলিশ বাহিনীকে দুরমুশ করলো টিম ইন্ডিয়া, ভাঙলো মোট ১৪টি রেকর্ড !!
ভারত বনাম ইংল্যান্ড ওডিআই সিরিজে টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবকেও (Suryakumar Yadav) দলে জায়গা দেওয়া হয়নি। শুধু তাই নয়, এমন অনেক খেলোয়াড় আছে যারা টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েও ওয়ানডে সিরিজে জায়গা পাননি। টি-টোয়েন্টি সিরিজে সেরা হওয়া বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy), চক্রবর্তী তার বোলিং দিয়ে ইংলিশ ব্যাটসম্যানদের সমস্যায় ফেললেও ওয়ানডে দলে জায়গা করে নিতে পারেননি।
টি-টোয়েন্টি দলের খেলোয়াড়রা পেলেন না সুযোগ

এমনকি সিরিজের সবথেকে বেশি রান বানানো অভিষেক শর্মা (Abhishek Sharma), উইকেট কিপার সঞ্জু স্যামসন (Sanju Samson), তিলক ভার্মারা সুযোগ পাননি। কেবলমাত্র টি-টোয়েন্টি সিরিজে দলে সুযোগ পাওয়া হার্ষিত রানা (Harshit Rana), মোহম্মদ শামি (Mohammed Shami), অক্ষর প্যাটেল (Axar Patel), হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ও অর্ষদীপ সিংকে (Arshdeep Singh) দেখতে পাওয়া যাবে ওডিআই দলে।
ওডিআই সিরিজের জন্য ভারতীয় দল-
রোহিত শর্মা (C), শুভমান গিল (VC), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (WK), ঋষভ পন্থ (WK), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, জাসপ্রিত বুমরাহ, মহম্মদ শামি, আরশদীপ সিং, যশস্বী জয়সওয়াল, হর্ষিত রানা।