আইপিএলের (IPL 2025) পরেই ভারতীয় দল ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজে অংশগ্রহণ করবে। এই সিরিজের আগে রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) অবসর নিয়ে নেওয়ায় কারণে নতুন করে দল তৈরি করতে চাইছেন কর্মকর্তারা। অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজের আগে ভারতীয় ‘এ’ দল ইংল্যান্ড লায়ন্সের (IND ‘A’ vs ENG Lions) বিরুদ্ধে মাঠে নামবে। এই সিরিজে ভারতীয় ‘এ’ দলে অনেক তরুণ ক্রিকেটার সুযোগ পাবেন বলে বিশেষজ্ঞরা মনে করছিলেন। আজ ইংল্যান্ড লায়ান্সের বিপক্ষে ভারতীয় ‘এ’ দল প্রকাশ করলো বিসিসিআই (BCCI)। এই গুরুত্বপূর্ণ সফরে ব্লু ব্রিগেডদের নেতৃত্ব দিতে চলেছেন অভিমন্যু ইশ্বরন (Abhimanyu Easwaran)।
Read More: IPL 2025: আইপিএল থেকে সরে দাঁড়াচ্ছেন উইল জ্যাকস, বাধ্য হয়েই বিকল্প খুঁজে নিলো মুম্বই ইন্ডিয়ান্স !!
ফিরলেন করণ নায়ার-

ভারতীয় ‘এ’ দল ৩০ মে থেকে ক্যান্টারবেরিতে ইংল্যান্ড লায়েন্সের (IND ‘A’ vs ENG Lions) বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে। এই দুই দলের মধ্যে দ্বিতীয় ম্যাচটি ৬ জুন থেকে নর্থাম্পটনে অনুষ্ঠিত হবে। অন্যদিকে ১৩ জুন থেকে ভারতীয় সিনিয়র দলের সঙ্গে ভারতীয় ‘এ’ দলের আন্তঃস্কোয়াড ম্যাচ বেকেনহ্যামে অনুষ্ঠিত হবে। আজ বিসিসিআই (BCCI) এই সফরের জন্য গুরুত্বপূর্ণ ভারতীয় ‘এ’ সামনে আনলো। দীর্ঘ ৮ বছর পর করুন নায়ার (Karun Nair) আবার ফিরে এলেন। তিনি এই বছর আইপিএলে দিল্লি ক্যাপিটালসের (DC) হয়ে সুযোগ পেয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের (MI) বিপক্ষে ৪০ বলে ৮৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। এছাড়াও ঘরোয়া ক্রিকেটে সাম্প্রতিক সময়ে দুরন্ত ফর্মে ছিলেন করুন নায়ার (Karun Nair)।
এই বছর রঞ্জি ট্রফিতে ৯ ম্যাচে ৪ টি শতরানের সঙ্গে এই তারকা ব্যাটসম্যান ৮৬৩ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও সম্প্রতি বিজয় হাজারে ট্রফিতে করুন নায়ার ৯ ম্যাচে ৭৭৯ রান করে সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছিলেন। অন্যদিকে হর্ষ দুবে (Harsh Dubey) রঞ্জি ট্রফির (Ranji Trophy) শেষ মরসুমে ৬৯ উইকেট সংগ্রহ করে প্রথমবারের মতো ভারতীয় ‘এ’ দলে সুযোগ পেয়েছেন। উল্লেখ্য এই দলে সুযোগ পাওয়া সরফরাজ খান (Sarfaraz Khan, হর্ষিত রানা (Harshit Rana) এবং আকাশ দীপ (Akash Deep) ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজের জন্য জাতীয় দলেও জায়গা পেতে পারেন।
প্রকাশিত ভারতীয় ‘এ’ দল-
অভিমন্যু ইশ্বরন (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, করুন নায়ার, ধ্রুব জুরেল (সহ অধিনায়ক, উইকেটকিপার), নীতিশ কুমার রেড্ডি, শার্দুল ঠাকুর, ঈশান কিষাণ (উইকেটকিপার), মানব সুতার, তনুশ কোটিয়ান, মুকেশ কুমার, আকাশ দীপ, হর্ষিত রানা, অনশুল কাম্বোজ, খলিল আহমেদ, রুতুরাজ গায়কোয়াড, সরফরাজ খান, তুষার দেশপান্ডে, হার্ষ দুবে
উল্লেখ্য: শুভমান গিল এবং সাই সুদর্শন দ্বিতীয় ম্যাচের আগে ভারতীয় ‘এ’ দলের সঙ্গে যোগ দেবেন।