World Cup 2023

টি-২০ সিরিজের পরেই ভারত গিয়েছিলো নিউজিল্যান্ডে। সেখানে টি-২০ এবং একদিনের সিরিজ খেলেছে ‘মেন ইন ব্লু।’ টি-২০ সিরিজে জয় এবং একদিনের সিরিজে জুটেছে পরাজয়। সেই সফরে অবশ্য ছিলেন না দলের সিংহভাগ সিনিয়র ক্রিকেটার। বিরাট কোহলি, রোহিত শর্মা’রা কুড়ি-বিশের বিশ্বকাপ খেলার পর কিছুদিনের ছুটি কাটিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশে। এই মুহূর্তে সেখানেই রয়েছে ভারতীয় দল। তিন ম্যাচের একদিনের সিরিজ এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা। ইতিমধ্যেই জোড়া একদিনের ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করেছেন রোহিত শর্মা’রা। ইতিমধ্যেই চোটের কবলে পড়ে ভারতীয় দল ‘মিনি হাসপাতালে’ রূপান্তরিত হয়েছে। টানা ক্রিকেট খেলার ধকল নিয়ে বারবার সরব হয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলির মত সিনিয়র ক্রিকেটাররা। গত বছরে বেশ কিছু সিরিজ থেকে নিজেদের সরিয়েও নিতে দেখা গিয়েছে তাঁদের। সামনে একদিনের বিশ্বকাপ। তার আগে বিশ্রাম নয়, বরং আরও বেশী করে ম্যাচের অভিজ্ঞতা সঞ্চয় করতেই চাইছে ভারত। আগামী তিন মাসের ক্রীড়াসূচী প্রকাশ করে তেমন ইঙ্গিতে দিলো ভারতীয় বোর্ড।

ঘরের মাঠে টানা ম্যাচ ভারতের, অপেক্ষায় সমর্থকবৃন্দ-

বাংলাদেশ সফর দিয়েই আপাতত বিদেশের মাঠে খেলা শেষ হচ্ছে ভারতের। আগামী বছরের শুরু থেকে ঘরের মাঠেই খেলবে টিম ইন্ডিয়া। দেশের মাঠে তাদের জন্য অপেক্ষা করছে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ,অস্ট্রেলিয়ার মত কঠিন প্রতিপক্ষ। ‘মেন ইন ব্লু’র সাম্প্রতিক ফর্ম নিয়ে বিস্তর কাটাছেঁড়া চলছে ক্রিকেটমহলে। নিন্দুকদের ভুল প্রমাণ করার যথেষ্ঠ সুযোগ থাকবে রোহিত শর্মা অ্যান্ড কোং-এর সামনে। শ্রীলঙ্কার সাথে একদিনের ও টি-২০ সিরিজ দিয়ে ভারতের ক্রিকেটে ২০২৩ এর বোধন হবে। তারপর আসছেন কিউইরা। কেন উইলিয়ামসন’রা ফিরে গেলেই ভারতে বসবে বর্ডার-গাওস্কর ট্রফির আসর। জমজমাট ক্রিকেটের আশায় ক্রিকেটভক্তের দল।

দেখে নিন সম্পূর্ণ ক্রীড়াসূচি-

শ্রীলঙ্কা সিরিজ-

Sri Lanka | image: twitter
India will play ODI and T20 series against Sri Lanka in January.

শ্রীলঙ্কার বিপক্ষে তিন টি-২০ এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। নতুন বছরের তৃতীয় দিনেই শ্রীলঙ্কার বিরুদ্ধে বাইশ গজের মোকাবিলায় নামছে ভারত। ৩ জানুয়ারী মুম্বইতে হতে চলেছে প্রথম টি-২০ ম্যাচ। সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচটি হবে ৫ জানুয়ারী,পুণেতে। তৃতীয় এবং শেষ টি-২০ ম্যাচ হতে চলেছে ৭ জানুয়ারী, রাজকোটের মাঠে। ১০ জানুয়ারী আসামের গুয়াহাটিতে প্রথম একদিনের ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং শ্রীলঙ্কা। সিরিজের বাকি দুটি একদিনের ম্যাচ যথাক্রমে ১২ এবং ১৫ জানুয়ারী। খেলাদুটি হবে কলকাতা এবং কেরালায়।

নিউজিল্যান্ড সিরিজ-

New Zealand | image: twitter
India will face the kiwis in 3 T20is and 3 ODIs on home soil in 2023

শ্রীলঙ্কার ভারত সফর শেষ হওয়ার তিন দিনের মধ্যে বিরাট কোহলিদের নেমে পড়তে হবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। সদ্যই একদিনের সিরিজে কিউইদের বিপক্ষে হেরেছে ভারত। তার প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগ এবার ভারতের সামনে। প্রথম একদিনের ম্যাচ হবে ১৮ জানুয়ারী। খেলাটি হবে হায়দ্রাবাদে। সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ২১ এবং ১৪ জানুয়ারী, যথাক্রমে রায়পুর এবং ইন্দোরে। তিন টি-২০ ম্যাচের সিরিজে রাঁচি, লক্ষ্ণৌ এবং আহমেদাবাদে খেলবেন কেন উইলিয়ামসন, টিম সাউদী’রা। খেলাগুলি হবে যথাক্রমে ২৭,২৯ জানুয়ারী এবং ১ ফেব্রুয়ারী

অস্ট্রেলিয়া সিরিজ-

Australia team | image: twitter
The Border-Gavaskar Trophy returns to India. India will also play an ODI series against Australia.

নিউজিল্যান্ড ফিরে যাওয়ার কিছুদিনের মধ্যেই দেশের মাটিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। আরও একবার বর্ডার-গাওস্কর ট্রফির লড়াই দেখতে মুখিয়ে ক্রীড়াপ্রেমী জনতা। ২০২৩ এ শেষ বারের মত চার টেস্টের সিরিজে লড়বে দুই দল। পরের বার থেকে বর্ডার-গাওস্কর ট্রফি হবে পাঁচ টেস্টের। প্রথম টেস্ট ৯ থেকে ১৩ ফেব্রুয়ারী। অনুষ্ঠিত হবে নাগপুরে। দ্বিতীয়টি ১৭-২১ ফেব্রুয়ারী, অনুষ্ঠিত হবে দিল্লীতে। তৃতীয় টেস্ট ম্যাচে ধর্মশালার মাঠে মুখোমুখি হবে দুই দল। খেলা হবে ১ থেকে ৫ মার্চ। চতুর্থ ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে আহমেদাবাদে। ৯ থেকে ১৩ মার্চ অব্দি চলবে সেটি। এছাড়াও তিনটি একদিনের ম্যাচ খেলবে অজিরা। মুম্বই, বিশাখাপত্তনম এবং চেন্নাইতে ম্যাচ গুলি হবে যথাক্রমে ১৭,১৯ এবং ২২ মার্চে

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *