IPL 2025: ঢাকে কাঠি পড়ে গেলো আইপিএলের (IPL) অষ্টাদশতম মরসুমের। আজ বিসিসিআই-এর তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে আসন্ন মরসুমের সম্পূর্ণ সূচি প্রকাশ করা হয়েছে। ২০২৪ সালে ট্রফি জিতেছিলো কলকাতা নাইট রাইডার্স। টুর্নামেন্টের রীতি মেনে উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল আয়োজনের দায়িত্ব পেয়েছে নাইটদের হোমগ্রাউন্ড ইডেন গার্ডেন্স। দীর্ঘ সময় পর ক্রিকেটের নন্দনকাননে ফিরছে আইপিএলের এই বিশেষ ম্যাচ দুটি। প্রথম ম্যাচে এবার বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি নাইট রাইডার্স। ফাইনাল ২৫ মে। বাড়ে নি ম্যাচের সংখ্যা। এবারও গ্রুপ পর্বে মোট ৭০টি ম্যাচই থাকছে। অর্থাৎ ১৪টি করে ম্যাচ খেলবে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি। নক-আউট পর্বে থাকছে আরও চারটি ম্যাচ। মোট ১৩টি শহরকে বেছে নেওয়া হয়েছে ভেন্যু হিসেবে। কলকাতা, বেঙ্গালুরু, দিল্লী, মুম্বই, জয়পুর, আহমেদাবাদ, লক্ষ্ণৌ, চেন্নাই, মুল্লানপুর, হায়দ্রাবাদ ছাড়া থাকছে ধর্মশালা, গুয়াহাটি ও বিশাখাপত্তনম।
Read More: চোটের ধাক্কায় ছিটকে গেলেন যশস্বী জয়সওয়াল, চ্যাম্পিয়ন্স ট্রফির পর ভাঙলো রঞ্জি খেলার স্বপ্নও !!
রয়েছে জমজমাট মরসুমের প্রত্যাশা-

আইপিএলের (IPL) দ্বিতীয় দিনেই দেখা যাবে ‘ক্ল্যাশ অফ দ্য টাইটানস’। চেপকের বাইশ গজে টুর্নামেন্টের দুই সফলতম ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস (CSK) ও মুম্বই ইন্ডিয়ান্স (MI) মুখোমুখি হবে একে অপরের। ওয়াংখেড়েতে এই প্রতিদ্বন্দ্বীতার ফিরতি পর্বটি দেখা যাবে ২০ এপ্রিল। মহেন্দ্র সিং ধোনির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিরুদ্ধে মাঠে নামছে ২৮শে মার্চ ও ৩ মে। প্রথম ম্যাচটি চেন্নাইয়ের হোম ম্যাচ। দ্বিতীয়টি তারা খেলবে চিন্নাস্বামী স্টেডিয়ামে। গতবারের রানার্স-আপ সানরাইজার্স হায়দ্রাবাদ’ও অভিযান শুরু করছে আইপিএলের (IPL) দ্বিতীয় দিনই। ঘরের মাঠ রাজীব গান্ধী স্টেডিয়ামে দুপুর বেলা তাদের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস।
অরুণ জেটলি স্টেডিয়ামের পাশাপাশি এবার বিশাখাপত্তনমেও হোম ম্যাচ খেলবে দিল্লী ক্যাপিটালস। ২৪ মার্চ অর্থাৎ তারা প্রথম ম্যাচ খেলবে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিরুদ্ধে। দিল্লী ছেড়ে এবার লক্ষ্ণৌতে নাম লিখিয়েছেন ঋষভ পন্থ। প্রথম ম্যাচেই পুরনো দলের বিরুদ্ধে যুদ্ধে নামতে হবে তাঁকে। সোয়াই মান সিংহ স্টেডিয়াম নয় বরং গুয়াহাটির বরসাপারায় মরসুমের প্রথম দুটি হোম ম্যাচটি খেলবে রাজস্থান রয়্যালস (RR)। ২৬ ও ৩০ মার্চ তাদের প্রতিপক্ষ যথাক্রমে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। বাকি হোম ম্যাচগুলি খেলতে অবশ্য জয়পুর ফিরবেন সঞ্জু স্যামসন’রা (Sanju Samson) ।
মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামের বদলে এবারও মুল্লানপুরকেই নিজেদের হোম ভেন্যু হিসেবে বেছে নিয়েছে প্রীতি জিন্টার পাঞ্জাব কিংস (PBKS)। শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন দল নিজেদের সাতটি হোম ম্যাচের মধ্যে চারটি খেলবে মহারাজা যাদবিন্দ্র সিং স্টেডিয়ামে। বাকি তিনটি ম্যাচের জন্য বেছে নেওয়া হয়েছে পাহাড়ঘেরা ধর্মশালাকে। কলকাতা নাইট রাইডার্সের (KKR) হোম ম্যাচ আয়োজনের জন্য মুখিয়ে ছিলো ঝাড়খণ্ড, ত্রিপুরার মত রাজ্য। কিন্তু এই মরসুমে গৃহহারা হতে হচ্ছে না নাইটদের। ঘরের মাঠ ইডেনেই সাতটি ম্যাচ খেলতে পারবে বেগুনি-সোনালী বাহিনী।
নক-আউট ম্যাচ পেয়েছে হায়দ্রাবাদ’ও-

২২ মার্চ থেকে ১৮ মে অবধি চলবে আইপিএলের (IPL) গ্রুপ পর্বের ম্যাচগুলি। ২০ তারিখ থেকে শুরু হবে নক-আউট পর্ব। ফর্ম্যাটে এবারও কোনো রদবদলের পথে হাঁটে নি বিসিসিআই। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুই দল প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে। জয়ী দল সরাসরি পা রাখবে ফাইনালে। ২১ তারিখ রয়েছে এলিমিনেটর। পয়েন্ট তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দল দু’টি নামবে অস্তিত্ব টিকিটে রাখার লড়াইতে। যে পক্ষ হারবে তারা সরাসরি ছিটকে যাবে খেতাবী দৌড় থেকে। আর যারা জিতবে তারা দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারের বিজিত দলের। ২৩ মে আয়োজিত হবে ম্যাচটি। এরপর ২৫ তারিখ রয়েছে ফাইনাল। জানা যাবে যুযুধান দশ ফ্র্যাঞ্চাইজির মধ্যে কারা শেষমেশ করবে বাজিমাত। প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচের জন্য বেছে নেওয়া হয়েছে হায়দ্রাবাদকে। ফাইনালের মতই দ্বিতীয় কোয়ালিফায়ারও আয়োজন করবে কলকাতা।
এক নজরে দেখুন সম্পূর্ণ সূচি-
IPL 2025 SCHEDULE. pic.twitter.com/QpEQ7DcE9d
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 16, 2025