বিশ্বকাপের সূচি বদলের প্রস্তাব, আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদল চায় BCB !! 1

টি-টোয়েন্ট বিশ্বকাপ আর মাত্র কয়েক দিনের অপেক্ষায় শুরু হতে চলেছে। বিশ্বকাপের মঞ্চে ভারতের খেলা নিয়ে বাংলাদেশের আপত্তি নতুন নয়, তবে এবার সেই বিরোধ আরও প্রকাশ্যে এসেছে। আইসিসির শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকেও নিজেদের অবস্থানে অনড় থাকল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাদের স্পষ্ট বক্তব্য – নিরাপত্তাজনিত কারণে ভারতের মাটিতে দল পাঠানো সম্ভব নয়। তবে পরিস্থিতি সামাল দিতে আইসিসির সামনে একটি বিকল্প পথ খুলে রেখেছে বিসিবি।

ভারতে খেলতে অনড় বাংলাদেশ

বাংলাদেশ বিশ্বকাপ
Bangladesh Cricket | Image: Getty Images

ঢাকায় অনুষ্ঠিত বৈঠকে আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ সরাসরি উপস্থিত ছিলেন। এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছিল, কারণ এখানেই হয়তো কোনও সমঝোতার ইঙ্গিত মিলতে পারত। কিন্তু বাস্তবে তা হয়নি। বরং বিসিবি ফের জানিয়ে দেয়, তারা ভারতের নিরাপত্তা সংক্রান্ত আশ্বাসে ভরসা করতে পারছে না। এই বৈঠকের আরেকটি উল্লেখযোগ্য দিক ছিল ভিসা জটিলতা।

Read More: “এখনও সময় আছে..”, ভারতের লজ্জাজনক হারে BCCI’কে সতর্ক করলেন সুনীল গাভাস্কার !!

আইসিসির ইভেন্টস অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশনস বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনারের ঢাকায় উপস্থিত থাকার কথা থাকলেও, তিনি ভারতীয় হওয়ায় ভিসা পেতে দেরি হয়। শেষ পর্যন্ত ভার্চুয়ালি বৈঠকে যোগ দিতে হয় তাঁকে। বিসিবির দাবি, বোর্ডের অভ্যন্তরীণ মূল্যায়নে ঝুঁকির বিষয়টি পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ICC’র কাছে গ্রুপ বদলের প্রস্তাব বাংলাদেশের

Icc, bcci
ICC | Image: Getty Images

তবে সূচি সম্পূর্ণ বদলে ফেললে যে টুর্নামেন্টের উপর বড় প্রভাব পড়বে, তা বুঝেই বিকল্প প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। তারা চায়, গোটা সূচি না বদলে শুধু গ্রুপ অদলবদল করা হোক। এমন একটি গ্রুপে তারা যেতে আগ্রহী, যার সব ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। বর্তমানে বাংলাদেশ যে গ্রুপে রয়েছে, সেখানে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দল।

বিসিবির প্রস্তাব অনুযায়ী, আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদল করা যেতে পারে। তাতে বাংলাদেশ চলে যাবে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা থাকা গ্রুপে, যার ম্যাচ ভেন্যু শ্রীলঙ্কা। কিন্তু এই ধরনের পরিবর্তনের জন্য শুধু আইসিসি বা বাংলাদেশের সিদ্ধান্ত যথেষ্ট নয়। অন্তত সাতটি দেশের সম্মতি প্রয়োজন। যদিও আইসিসি এখনও পর্যন্ত সরকারি ভাবে কিছু জানায়নি। এখন শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার বিষয়।

Read Also: “পিছনে ফিরে তাকাতে হবে…” কিউইদের কাছে সিরিজ হেরে ক্ষুব্ধ শুভমান, করলেন এই মন্তব্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *