টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি নিয়ে নতুন করে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। ভারতের মাটিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে বাংলাদেশ তাদের গ্রুপ পর্বের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নিতে চাইছে। সেই লক্ষ্যেই বিসিবি প্রস্তাব দিয়েছে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ ও ভেন্যু অদলবদলের। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) এখনও এই প্রস্তাবে সবুজ সংকেত দেয়নি। বিশ্বকাপের মূল সূচি অনুযায়ী, বাংলাদেশ ‘সি’ গ্রুপে থেকে ভারতে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে। কলকাতায় তিনটি এবং মুম্বাইয়ে একটি ম্যাচ নির্ধারিত রয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে ভারতে বাংলাদেশিদের ওপর নিরাপত্তাশঙ্কা তৈরি হওয়ায়, দেশটির অন্তর্বর্তী সরকার ও বিসিবি যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে—ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলবে না বাংলাদেশ। এই সমস্যার সমাধান হিসেবে বিসিবি প্রস্তাব দেয়, আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদল করা হোক। কারণ ‘বি’ গ্রুপে থাকা আয়ারল্যান্ডের সব ম্যাচই শ্রীলঙ্কায়।
টি-টোয়েন্টি বিশ্বকাপে চাপে বাংলাদেশ

এতে বাংলাদেশও শ্রীলঙ্কায় খেলতে পারবে, আবার সূচির বড় পরিবর্তনও এড়ানো সম্ভব হবে—এমনটাই ছিল বিসিবির যুক্তি। এই প্রস্তাব নিয়ে ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রিভ বিসিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রুপ পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে, তবে কোনও সিদ্ধান্ত হয়নি। কিন্তু বৈঠকের কিছুক্ষণের মধ্যেই আয়ারল্যান্ড শিবির থেকে স্পষ্ট বার্তা আসে। ক্রিকেট আয়ারল্যান্ডের এক কর্মকর্তা ক্রিকবাজকে জানান, আইসিসি তাদের নিশ্চিত করেছে যে মূল সূচি অপরিবর্তিত থাকবে।
Read More: ‘বিরাট থাকলে আটকাতে পারত না..’ BBL’এর ঘটনায় বাবার আজমকে কটাক্ষ করলেন বাসিত আলি !!
এই অবস্থায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ব্যক্তিগত উদ্যোগে আয়ারল্যান্ডকে রাজি করানোর চেষ্টা করছেন। আইসিসিতে কাজ করার সময় তৈরি হওয়া সম্পর্ক কাজে লাগিয়ে তিনি আইরিশ বোর্ডের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন বলে জানা যায়। সূত্রের দাবি, গ্রুপ অদলবদল মানে শুধু দুই দলের ভেন্যু পরিবর্তন নয়, বরং সম্প্রচার সূচি, টিকিট বিক্রি, দলগত লজিস্টিক এবং স্পনসর চুক্তির বড় রদবদল। এই কারণেই আইসিসি এত বড় সিদ্ধান্ত নিতে ভাবনার মধ্যে আছে।