'ভারতের দালাল', বিশ্বকাপ নিয়ে সুবুদ্ধি দেওয়ায় তামিম ইকবালকে কটাক্ষ বাংলাদেশ বোর্ডের !! 1

বিশ্ব রাজনীতির আঁচ মাঝেমধ্যে ক্রিড়াক্ষেত্রেও এসে পড়ে। এই বছর আইপিএলে (IPL 2026) মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman) কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দলে জায়গা পেয়েছিলেন। কিন্তু বিসিসিআইয়ের (BCCI) নির্দেশে শেষ পর্যন্ত এই তারকা পেসারকে ছেড়ে দিতে বাধ্য হয় শাহরুখ খানের (Sharukh Khan) দল। এরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতে ক্রিকেটারদের পাঠাবে না বলে স্পষ্ট জানিয়ে দেয়। এই সিদ্ধান্ত নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন এই দেশের প্রাক্তন ক্রিকেটাররা তামিম ইকবাল (Tamim Iqbal)। তার কপালে জুটল এবার ‘ভারতের দালাল’এর তকমা।

Read More: নাবালিকার সঙ্গে হোটেলে লজ্জাজনক আচরণ, ভারতীয় কোচের বিরুদ্ধে গুরুতর অভিযোগ !!

তামিম ইকবালের মন্তব্য-

Tamim iqbal, world cup 2023
Tamim Iqbal | Image: Getty Images

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে বিসিবি। ভারতের মাটিতে ক্রিকেটারদের নিরাপত্তার অভাব রয়েছে বলে তারা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এই দেশে দল পাঠাবে না বলে স্পষ্ট জানিয়ে দেয়। শ্রীলঙ্কায় টাইগার বাহিনীদের ম্যাচগুলি স্থানান্তর করার জন্য আইসিসির (ICC) কাছে আবেদন জানান কর্মকর্তারা। তবে এটা সম্ভব নয় বলেই আইসিসি জানিয়েছে। এই আবহে প্রাক্তন ওপেনার তামিম ইকবাল বোর্ডকে বার্তা দেন।

তিনি বলেন, “আমার মনে হয় দেশের ক্রিকেটের স্বার্থ, ভবিষ্যৎ এবং সমস্ত কিছু মাথায় রেখেই কোন‌ও সিদ্ধান্ত নেওয়া দরকার। যদি আলোচনার মাধ্যমে সমস্যা মেটানো যায় তার থেকে ভালো কিছু হয় না। সবার আগে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে ভাবনাচিন্তা করা উচিত। আমাদের বোর্ডের ৯০-৯৫ শতাংশ অর্থ আসে আইসিসির কাছ থেকে। এই বিষয়টি মাথায় রেখেই সিধান্ত নিতে হবে।”

কটাক্ষের মুখে তামিম-

Tamim Iqbal
Tamim Iqbal | Image: Getty Images

বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক আসলে তার মন্তব্যের মাধ্যমে বোঝাতে চেয়েছিলেন যে বিসিসিআই’এর বিরুদ্ধে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া দেশের ক্রিকেটের জন্য খারাপ হতে পারে। এরপরই তাকে ভারতের দালাল বলে কটাক্ষ ছুঁড়ে দিলেন খোদ বোর্ডের অন্যতম কর্মকর্তা। বিসিবির (BCB) অন্যতম ডিরেক্টর নাজমুল ইসলাম (Nazmul Islam) সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করে এই তারকা বাংলাদেশি ক্রিকেটারকে ভারতের দালাল বলে কটাক্ষ করলেন।

তিনি লেখেন, “এবার আর‌ও এক প্রমাণিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলাদেশের সাধারণ জনগণ দুচোখ ভরে দেখল।” উল্লেখ্য ৭ ফেব্রুয়ারি ভারতে এবং শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টের গ্রুপ ‘সি’তে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল এবং ইতালির সঙ্গে অবস্থান করছে বাংলাদেশ। টাইগার বাহিনীদের গ্ৰুপ পর্বের বেশিরভাগ ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Read Also: ধারাবাহিকভাবে শতরানের তান্ডব, তরুণ বিরাট কোহলিকে দেখে বিস্ময় প্রকাশ ক্রিকেট মহলে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *