মুস্তাফিজুরকে ফেরানোর জন্য হাতে-পায়ে ধরছে BCCI, সামনে এল বাংলাদেশ বোর্ডের মন্তব্য !! 1

টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) পরেই ভারতের মাটিতে আইপিএলের (IPL 2026) নতুন মরসুম শুরু হয়ে যাবে। তার আগেই এই টুর্নামেন্টকে ঘিরে একাধিক বিতর্ক বর্তমানে চর্চায় রয়েছে। মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দল থেকে বাদ দেওয়ার ঘটনা আন্তর্জাতিক ক্রিকেটেও প্রভাব ফেলেছে।

এই সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)। তারা আইসিসির (ICC) কাছে পর্যন্ত ছুটে গেছে। এইরকম পরিস্থিতিতে প্রতিবেশী দেশের একাধিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় যে আইপিএলে মুস্তাফিজুর রহমানকে আবার ফিরিয়ে আনার জন্য বিসিসিআই অনুরোধ করেছে। এই বিষয়ের সত্যতা এবার প্রকাশ্যে চলে এল।

Read More: ‘জয় শাহ’এর থেকে ট্রফি নেব না..’, টি২০ বিশ্বকাপ নিয়ে বিতর্কের মাঝেই হুংকার বাংলাদেশ বোর্ডের !!

মুস্তাফিজুরকে নিয়ে বিতর্ক-

মুস্তাফিজুরকে ফেরানোর জন্য হাতে-পায়ে ধরছে BCCI, সামনে এল বাংলাদেশ বোর্ডের মন্তব্য !! 2
Mustafuzur Rahman | Image: Getty Images

প্রতি বছর আইপিএলে বিশ্বের অসংখ্য তারকা ক্রিকেটার অংশগ্রহণ করে থাকেন। এই বছর মিনি নিলামে কলকাতা নাইট রাইডার্স ক্যামেরন গ্ৰিন (Cameron Green), মাথিশা পাথিরানার (Matheesha Pathirana) মতো ক্রিকেটারকে দলে তুলে নেয়। এই তালিকায় ছিলেন মুস্তাফিজুর রহমান‌ও। ৯ কোটি ২০ লক্ষ টাকার বিনিময়ে এই পেসারকে দলে নিতে সক্ষম হয় নাইট বাহিনী। এটাই ছিল কোনো বাংলাদেশি ক্রিকেটারের এখনও পর্যন্ত আইপিএলের সর্বোচ্চ দাম। তবে মুস্তাফিজুর দলে আসার পর থেকেই সমালোচনার মুখে পড়েন শাহরুখ খান (Sharukh Khan)।

প্রতিবেশী দেশের উত্তাল রাজনৈতিক পরিস্থিতি এবং এই দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্মম অত্যাচার আন্তর্জাতিক প্রেক্ষাপটে সমালোচনার মুখে পড়েছে। ফলে বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএল থেকে বাদ দেওয়ার জন্য আ‌ওয়াজ তোলেন ভারতীয় সমর্থকরা। বিসিসিআই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে কেকেআরকে মুস্তাফিজুরকে বাদ দেওয়ার জন্য নির্দেশ দেয়। এরপরই ঘটনার নতুন মোড় নেয়।

বিসিবির বিবৃতি প্রকাশ্যে-

Ipl 2026, মুস্তাফিজুর রহমান bcci, bcb
Mustafizur Rahman | Image: Twitter

মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) আইপিএল থেকে বাদ দেওয়ার বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ড মেনে নিতে পারেনি। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারত সফরে ক্রিকেটারদের তারা পাঠাবে না। এই বিষয়ে আইসিসির সঙ্গে আলোচনা চালাচ্ছেন কর্মকর্তারা। এরমধ্যেই বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয় যে চাপের মুখে দাঁড়িয়ে বিসিসিআই (BCCI) আবারও মুস্তাফিজুরকে আইপিএলে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু বিসিবি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

এই খবরের সত্যতা নিয়ে বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল (Aminul Islam Bulbul) মুখ খুলেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই ধরনের কোনো আলোচনা হয়নি। বুলবুল বলেন, “মুস্তাফিজুরের আইপিএলে ফেরার বিষয়ে আমাদের বিসিসিআইয়ের সঙ্গে কোন‌ও লিখিত বা মৌখিক আলোচনা হয়নি‌। আমি আমার বোর্ডের কার‌ও সঙ্গে এই বিষয়ে কথা বলিনি। এই খবরের কোন‌ও সত্যতা নেই।”

Read Also: বাংলাদেশকে ব্যান করছে ভারত সরকার, টি২০ বিশ্বকাপ বিতর্কে সামনে এল চাঞ্চল্যকর তথ্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *