আইসিসির সিদ্ধান্ত মানবে না BCB, ভারত ইস্যুতে বিশ্বকাপ ছাড়ার হুঁশিয়ারি লিটনদের !! 1

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (BCB) সাম্প্রতিক সিদ্ধান্ত ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। ইতিমধ্যেই, আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতের মাটিতে ম্যাচ খেলতে অনিচ্ছা প্রকাশ করে বিসিবি দুইবার আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের আবেদন জানিয়েছে। যদিও উভয় বার আইসিসি বিসিবির সেই আবেদনে প্রত্যাখ্যান করেছে। বিশ্বকাপ শুরু হতে আর বাকি নেই বেশি সময়, তার আগে এমন পরিস্থিতি বেশ প্রশ্ন তুলেছে। বিষয়টি ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট মহলে তৈরি হয়েছে আলোচনার ঝড়। এই পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট দলের একটি বার্তা সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হচ্ছে।

টি-২০ বিশ্বকাপ ঘিরে BCB- ICC’র টানাপোড়েন

Bcb
Bangladesh Cricket Board | Image: Getty Images

বিসিবির দাবি, বর্তমান পরিস্থিতিতে ভারতের ভেন্যুতে খেললে দলের নিরাপত্তা ও মানসিক স্বাচ্ছন্দ্য নিয়ে প্রশ্ন থেকেই যায়। তার মধ্যে গ্রুপ পর্বের চারটি ম্যাচের মধ্যে তিনটি কলকাতায় ও একটি মুম্বাইয়ে। বাংলাদেশে বর্তমানে সংখ্যালঘুদের উপর চলমান অত্যাচারের ফলে ক্ষুব্ধ পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষ। যে কারণে, নিরাপত্তার উপর উঠছে প্রশ্ন। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের ম্যাচ গুলো অন্য দেশে সরিয়ে নেওয়ার অনুরোধ জানায়। তবে আইসিসি শুরু থেকেই জানিয়ে দেয়, বিশ্বকাপ শুরুর প্রাক্কালে এমন পরিবর্তন করা সম্ভব নয়। আইসিসির যুক্তি ছিল পরিষ্কার। একটি বিশ্বকাপ আয়োজন মানে বহু দেশের সম্প্রচার সংস্থা, স্পনসর, নিরাপত্তা বাহিনী ও স্থানীয় প্রশাসনের সমন্বয়।

Read More: অনুষ্কা নয় ইংল্যান্ডের রাস্তায় পর্নস্টারের সঙ্গে কোহলি, ভাইরাল ‘ছবি’ ঘিরে তোলপাড় !!

শেষ মুহূর্তে ভেন্যু বদল হলে শুধু একটি দল নয়, পুরো টুর্নামেন্টই সমস্যায় পড়বে। ফলে বিসিবির আবেদন সরাসরি নাকচ করা হয়। এই উত্তেজনার মাঝেই আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) ছেড়ে দেওয়ার ঘটনা পরিস্থিতিকে আরও ঘোলাটে করেছে। এই সিদ্ধান্তের পর থেকেই বিসিবি ও বিসিসিআইয়ের মধ্যে দূরত্ব আরও স্পষ্ট হয়ে উঠেছে। ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) পাল্টা আক্রমণ করেছে আইসিসির দিকে। লিটন দাসের (Litton Das) নেতৃত্বাধীন বাংলাদেশ দল ভারতের মাটিতে নামবে না। সূত্রের দাবি, আইসিসি যদি বাংলাদেশ দলকে জোর করে বাংলাদেশকে ভারতের মাটিতে খেলতে বাধ্য করে তাহলে বিশ্বকাপ বয়কট করবে।

Read Also: ভারতীয় টেস্ট দলে নতুন মুখ, প্রাক্তন পাকিস্তানি হেড কোচের হাতে উঠছে দায়িত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *