লিটন-মুস্তাফিজদের জয়, ‘ভারতবিদ্বেষী’ কর্তাকে ছাঁটাই করলো BCB !! 1

বিগত কয়েকদিন ধরেই বাংলাদেশে ক্রিকেট নিয়ে বেশ উত্তেজনা তৈরি হয়েছে।বাংলাদেশ ক্রিকেটে (BCB) এক গভীর সংকট অবশেষে নতুন মোড় নিয়েছে। কয়েকদিন আগেই ভারতীয় ক্রিকেট বোর্ড বাংলাদেশি তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) আইপিএল খেলতে দেবে না বলে ঠিক করেছিল এবং কেকেআরকে তাকে রিলিজ করার পরামর্শও দিয়েছে। যে কারণে মুস্তাফিজুরকে ছেড়েও দিয়েছে কেকেআর। আর এই পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে ভারতে আসন্ন বিশ্বকাপ খেলতে না আসার আর্জি জানিয়েছিল। ICC’র কাছে ভ্যানু বদলের আবদার করলেও তার মান্যতা দেওয়া হয়নি। এই সব কিছুর মাঝে তামিম ইকবালের একটি বয়ান সমাজ মাধ্যমে ঘোরাফেরা করতেই বিসিবি-র প্রভাবশালী কর্তা নাজমুল ইসলাম তামিমকে ‘ভারতের দালাল’ বলে কটাক্ষ করেন।

বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে বিদ্রুপ নাজমুলের

লিটন, bcb
Najmul Islam | Image: tWITTER

তার জেরেই নিজেদের সম্মান রক্ষার প্রশ্নে মাঠে নামতেই অস্বীকার করলেন জাতীয় দলের ক্রিকেটারেরা। নাজমুল ইসলামের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে কার্যত ক্রিকেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় ক্রিকেটারদের সংগঠন কোয়াব। শেষ পর্যন্ত সেই চাপেই নাজমুল ইসলামকে সরানোর পথে হাঁটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের পারফরম্যান্স নিয়েও কথা তোলেন নাজমুল। ক্রিকেটারদের উদ্দেশে তিনি বলেন, “ওরা গিয়ে কিছুই করতে পারে না, অথচ আমরা কোটি কোটি টাকা খরচ করি।” তিনি এটাও বলেন যে বোর্ড না থাকলে খেলোয়াড়দের কোনো অস্তিত্ব থাকবে না। নাজমুলের এমন মন্তব্য শুনতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেন বাংলাদেশি খেলোয়াড়রা। বৃহস্পতিবার বিপিএলের ম্যাচ ভেস্তে যায়। মাঠে নামেননি ক্রিকেটারেরা। যার ফলে বিসিবির উপর চাপ বাড়তে থাকে বহুগুণ।

Read More: T20 বিশ্বকাপের আগে মাথায় হাত টিম ইন্ডিয়ার, চোটের কারণে ছিটকে গেলেন তারকা অলরাউন্ডার !!

এর পর ঢাকায় সাংবাদিক বৈঠক করে কোয়াব। সেখানে উপস্থিত ছিলেন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস, টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং মুস্তাফিজুর রহমান। ক্রিকেটারদের উপস্থিতিই বুঝিয়ে দেয়, বিষয়টি কতটা গুরুতর। কোয়াব সভাপতি মহম্মদ মিঠুন বলেন, “আমরা ক্রিকেটের বিরুদ্ধে নই। কিন্তু সবকিছুর একটা সীমা থাকে। সেটা কেউ লঙ্ঘন করলে আমরা চুপ থাকতে পারি না।

লিটন-ফিজদের চাপে বড় পদক্ষেপ BCB’র

লিটন-মুস্তাফিজদের জয়, ‘ভারতবিদ্বেষী’ কর্তাকে ছাঁটাই করলো BCB !! 2
Litton Das and Mustafizur Rahman | Image: Twitter

শেষ পর্যন্ত বোর্ড বিবৃতি দিয়ে জানিয়েছে, নাজমুলের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে এবং তাঁকে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে।দিনভর নাটকের পর অবশেষে বিসিবির তরফ থেকে জানিয়ে দেওয়া হল, সমস্ত পদ থেকে বরখাস্ত করা হয়েছে নাজমুলকে। বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, “সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে এবং বিসিবির স্বার্থে মাননীয় প্রেসিডেন্ট মহাশয় সিদ্ধান্ত নিয়েছেন যে, নাজমুল ইসলামকে সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ক্রিকেটারদের স্বার্থকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় বিসিবি। ক্রিকেটারদের সম্মান এবং মর্যাদা বজায় রাখতে সর্বদা কাজ করবে বিসিবি।

Read Also: সূর্যকুমার যাদবকে নিয়ে বিতর্কিত মন্তব্য, বাঙালি অভিনেত্রীর বিরুদ্ধে ১০০ কোটির মামলা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *