IPL থেকে মুস্তাফিজুরকে বাইরে রাখার ঘটনায় ক্ষুব্ধ ইউনুস সরকার, রাখলো বিশ্বকাপের ভ্যানু পরিবর্তনের দাবি !! 1

বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) আইপিএলে খেলতে না দেওয়ার ঘটনায় ক্ষোভে ফুঁসছে বাংলাদেশ সরকার। গত কয়েকদিন ধরেই সমাজ মাধ্যমে মুস্তাফিজ প্রসঙ্গে বেশ চর্চা চলছে। আসন্ন আইপিএলের জন্য মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ৭৫ লাখের মোটা টাকা দিয়ে শামিল করেছিল কেকেআর দল। তবে তাকে আর এই দলের হয়ে খেলতে দেখতে পাওয়া যাবে না। তবে, মুস্তাফিজুরের সাথে বিশ্বকাপের সম্পর্ক টেনে আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মুস্তাফিজুরকে আইপিএলে খেলতে দেওয়া না হলে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসবে না, সাফ জানিয়ে দিল বাংলাদেশ। আসলে ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।

আর বাংলাদেশ বিশ্বকাপের ম্যাচ গুলো ইডেন গার্ডেন্সে ও ওয়ানখেড়েতেই খেলবে। অন্যদিকে শ্রীলঙ্কায় পাকিস্তানের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। গ্রুপ বি এবং পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কার মাটিতে হতে চলেছে। যে কারণে ভারতে বিশ্বকাপ খেলতে না আসার আর্জি জানাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এই নির্দেশ দেওয়া হয়েছে। তাদের দেশে আইপিএল সম্প্রচার বন্ধ করার কথাও নাকি ভাবতে শুরু করেছে বাংলাদেশ।

Read More: টি২০ বিশ্বকাপের জন্য ভারতে আসছে না টাইগাররা, মুস্তাফিজুরের ঘটনায় অপমানিত বাংলাদেশ বোর্ড !!

বিশ্বকাপ ঘিরে ভারত বাংলাদেশ টানাপোড়েন

Champions Trophy 2025, বাংলাদেশ, এশিয়া কাপ, বিশ্বকাপ
Bangladesh Cricket Team | Image: Getty Images

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এটি শুধুমাত্র একটি ক্রিকেটীয় সিদ্ধান্ত নয়, বরং বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারের মর্যাদার ওপর সরাসরি আঘাত। তাঁর মতে, সাম্প্রদায়িক চাপের কাছে নতিস্বীকার করেই মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁর মতে, যে লিগে বাংলাদেশের ক্রিকেটারের প্রতি বৈষম্য করা হয়, সেই লিগের সম্প্রচার দেশের মাটিতে চলতে পারে না। মন্তব্য করে তিনি আরও সমাজ মাধ্যমে লিখেছেন, “বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।

টি ২০ বিশ্বকাপ বয়কটের পথে বাংলাদেশ

Ind vs ban
Bangladesh Cricket Team | Image: Getty Images

তিনি বিসিবিকে আইসিসির সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানানোর নির্দেশ দিয়েছেন। বিশ্বকাপ সূচি অনুযায়ী, বাংলাদেশের চারটি গ্রুপ ম্যাচের মধ্যে তিনটি কলকাতার ইডেন গার্ডেন্সে এবং একটি মুম্বইয়ে হওয়ার কথা। বিশ্ব ক্রিকেট মহলে এই সিদ্ধান্ত নিয়ে তীব্র আলোচনা শুরু হয়েছে।ভারতে টি ২০ বিশ্বকাপ খেলা হবে কিনা তা নিয়ে শনিবার রাতে বিসিবির জরুরি বৈঠক ডাকা হয়েছে। বিশ্বকাপের জন্য আর মাত্র কয়েকদিনের সময় বাঁকি রয়েছে এবং এই সময়ের মধ্যে ভ্যানু পরিবর্তনে হয়তো রাজি হবে না আইসিসি বা বিসিসিআই।

Read Also: ‘মাথা খারাপ হয়ে গেছে BCCI’এর..’, নিউজিল্যান্ডের বিপক্ষে ODI দল দেখে ক্ষোভ প্রকাশ নেটিজেনদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *