'জয় শাহ'এর থেকে ট্রফি নেব না..', টি২০ বিশ্বকাপ নিয়ে বিতর্কের মাঝেই হুংকার বাংলাদেশ বোর্ডের !! 1

টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) আয়োজনের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত কর্মকর্তারা। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য একাধিক গুরুত্বপূর্ণ দেশ ভারতে আসবে। তবে শুধুমাত্র পাকিস্তান তাদের ম্যাচগুলি শ্রীলঙ্কার মাটিতে খেলবে। এর মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) এই ২০ ওভারের টুর্নামেন্টের জন্য ক্রিকেটারদের ভারত সফরে পাঠাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। এই আবহে আইসিসির (ICC) কাছে স্টেডিয়াম বদলের জন্য চাপ সৃষ্টি করার চেষ্টা করছেন কর্মকর্তারা। এবার বিসিবির পক্ষ থেকে প্রতিবাদ হিসেবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হল।

Read More: নাবালিকার সঙ্গে হোটেলে লজ্জাজনক আচরণ, ভারতীয় কোচের বিরুদ্ধে গুরুতর অভিযোগ !!

ভারতে আসবে না বাংলাদেশ-

'জয় শাহ'এর থেকে ট্রফি নেব না..', টি২০ বিশ্বকাপ নিয়ে বিতর্কের মাঝেই হুংকার বাংলাদেশ বোর্ডের !! 2
Bangladesh Cricket | Image: Getty Images

এই বছর আইপিএলের (IPL 2026) মিনি নিলামে মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) ৯ কোটি ২০ লক্ষ টাকার বিনিময়ে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। কিন্তু বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএল থেকে বয়কটের ডাক দেন ভারতীয় সমর্থকরা। বর্তমানে প্রতিবেশী এই দেশের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক টানাপোড়েনের মধ্যে রয়েছে। এই দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনা গোটা বিশ্বে সমালোচিত হচ্ছে।

সমস্ত বিষয়কে মাথায় রেখে বিসিসিআই শেষ পর্যন্ত নাইট রাইডার্সকে মুস্তাফিজুর রহমানকে সরিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেয়। এরপরই অপমান অনুভব করে বিসিবি‌। তারা ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল পাঠাবে না বলে স্পষ্ট জানিয়ে দেয়। এর সঙ্গেই অফিসিয়ালি আইসিসির কাছে ম্যাচগুলি শ্রীলঙ্কায় স্থানান্তরিত করার জন্য আবেদন করে তারা। কিন্তু এই আবেদনে সাড়া দেয়নি বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। এত কম সময়ের মধ্যে ক্রিড়াসূচি পরিবর্তন করা সম্ভব নয় বলে জানিয়ে দেওয়া হয়েছে।

বিসিবির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত-

Icc
Bangladesh Cricket Team | Image: Getty Images

প্রথমবার আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আবেদন খারিজ করে দিলেও থেমে থাকছেন না কর্মকর্তারা। তারা ম্যাচের স্টেডিয়ামগুলি ভারত থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি আরও একবার পর্যালোচনা করার জন্য আবেদন করেছেন। তবে বিশেষজ্ঞরা মনে করছেন এত কম সময়ের মধ্যে আইসিসি কোনভাবেই ক্রীড়াসূচিতে পরিবর্তন ঘটাবে না। চাপে পড়েই টাইগার বাহিনীদের ভারতে বিশ্বকাপ খেলতে হবে পারে বলেই খবর সামনে আসছে।

এর মধ্যেই বিসিবি রীতিমতো হুংকার দিয়ে রাখল। মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার অপমানের যোগ্য জবাব দেওয়ার জন্য তারা চরম সিদ্ধান্ত নিতে চলেছে। সূত্র অনুযায়ী বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করলেও আইসিসির প্রেসিডেন্ট জয় শাহ (Jay Shah)’এর থেকে তারা ট্রফি নেবে না। উল্লেখ্য গত বছর এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতীয় দল চ্যাম্পিয়ন হওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভির (Mohsin Naqvi) থেকে ট্রফি নেবে না বলে স্পষ্ট জানিয়ে দেয়। সেই ট্রফি এখনও সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav) হাতে আসেনি।

Read Also: ধারাবাহিকভাবে শতরানের তান্ডব, তরুণ বিরাট কোহলিকে দেখে বিস্ময় প্রকাশ ক্রিকেট মহলে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *