এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো পাঞ্জাবের ফিরোজপুর। স্থানীয় ডিএভি স্কুলের মাঠে একটি ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচে ব্যাটিং করছিলেন বছর ৩৫-এর হরজিৎ সিং। প্রতিপক্ষ দলের স্পিনারকে লং অফ অঞ্চল দিয়ে দুর্দান্ত একটি ছক্কাও হাঁকান তিনি। কিন্তু এরপরেই ঘটে যায় অঘটন। নন-স্ট্রাইকারের সাথে কথা বলার সময় আচমকাই পড়ে যান হরজিৎ (Harjit Singh)। ব্যাটে ভর দিয়ে শরীরের ভারসাম্য রাখতে চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু সফল হন নি। তাঁকে পড়ে যেতে দেখে ছুটে আসেন মাঠে উপস্থিত অন্যান্য খেলোয়াড়রা। সিপিআর-এর সাহায্যে চেষ্টা চলে হৃদযন্ত্র পুনরায় চালু করার। কিন্তু ব্যর্থ হয় সেই প্রয়াস। হাসপাতালে অবধি নিয়ে যাওয়া যায় নি তাঁকে। মাঠেই প্রাণ হারান তিনি। এআই গ্রক সূত্রে জানা গিয়েছে যে ঘটনাটি গত জুন মাসের। স্ত্রী ও বছর আটেকের এক পুত্রসন্তান রয়েছে হরজিতের। তাঁর মৃত্যুতে শোকের ছায়া ফিরোজপুরে।
Read More: ভালো খেলেও মিলছে না সুযোগ, গম্ভীর-আগরকারদের ভুলে ডুবতে বসেছে এই তারকার কেরিয়ার !!
ক্রিকেট মাঠে মৃত্যুর ঘটনা যেন বেড়েই চলেছে উত্তরোত্তর। গত বছরের মে মাসে এমন একটি ঘটনা ঘটেছিলো মহারাষ্ট্রের পুনেতে। বলের আঘাতে প্রাণ হারিয়েছিলো এক কিশোর। ২০২৪-এর জুনে মুম্বইয়ের কাছেই থানে অঞ্চলের একটি ফার্মহাউজে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছিলো এক কর্পোরেট সংস্থা। অনভিপ্রেত একটি ঘটনা ঘটে সেখানেও। ব্যাটিং করার সময় প্রাণ হারিয়েছিলেন বছর ৪২-এর রাম গণেশ তেওয়ার (Ram Ganesh Tewar)। হরজিতের মতই তিনিও ছক্কা হাঁকানোর কয়েক সেকেন্ডের মধ্যেই ঢলে পড়েছিলেন মৃত্যুর কোলে। চিকিৎসার কোনো সুযোগ দেন নি টুর্নামেন্ট উদ্যোক্তাদের। মহারাষ্ট্রের জালানা অঞ্চলে বড়দিন উপলক্ষ্যে আয়োজিত এক টুর্নামেন্টেও দেখা গিয়েছিলো একই ঘটনা। বাইশ গজে হৃদরোগের শিকার হন বিজয় প্যাটেল (Vijay Patel) নামে এক যুবক। মাত্র ৩২ বছর বয়সেই জীবনের ইনিংসে দাঁড়ি টানতে হয় তাঁকে।
২০১৪ সালে অস্ট্রেলিয়ার শেফিল্ড শীল্ডের ম্যাচে শন অ্যাবটের বাউন্সার আছড়ে পড়েছিলো ফিল হিউজের (Phil Hughes) মাথার পিছন দিকে। হেলমেট পরেছিলেন হিউজ। কিন্তু বল এসে লাগে তাঁর মাথার অরক্ষিত অঞ্চলে। বেশ কয়েকদিন হাসপাতালে থাকার পর মৃত্যু হয় তরুণ অজি ব্যাটারের। এরপর মাঠে ক্রিকেটারদের সুরক্ষা বাড়াতে সচেষ্ট হয়েছে আইসিসি। বেশ কিছু পদক্ষেপ নিয়েছে তারা। কিন্তু ভারতের স্থানীয় ক্রিকেট টুর্নামেন্টগুলির উদ্যোক্তাদের যে ঘুম এখনও ভাঙে নি তা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন হরজিৎ (Harjit Singh), রাম গণেশ তেওয়ার বা বিজয় প্যাটেলদের ঘটনাগুলি। অধিকাংশ সময়েই নূন্যতম চিকিৎসার ব্যবস্থা না রেখেই এই প্রতিযোগিতাগুলি আয়োজন করা হয়, উঠছে অভিযোগ। পরিস্থিতি বদলাক, দাবী তুলেছেন অনেকেই। মাঠে অ্যাম্বুল্যান্স ও চিকিৎসক রাখা বাধ্যতামূলক করার পক্ষেও সওয়াল করেছেন কেউ কেউ।
দেখে নিন দুর্ঘটনার ভিডিও-
A batter died of cardiac arrest after hitting a six 😨 pic.twitter.com/kJaFIrIVCw
— Richard Kettleborough (@RichKettle07) August 24, 2025