“ভারতকে নকল করো…” পাকিস্তান ক্রিকেট দল’কে একহাত নিলেন ক্ষুব্ধ প্রাক্তনী !! 1

পাকিস্তান (Pakistan) ক্রিকেটের অচলাবস্থা কাটার নাম নেই। গত বছরের এশিয়া কাপ (Asia Cup 2023) থেকেই টালমাটাল অবস্থা দলের। ফাইনালে পা রাখতেও ব্যর্থ হয়েছিলো বাবর আজমের দল। এরপর ওডিআই বিশ্বকাপেও (ICC World Cup) পড়তে হয়েছিলো লজ্জার মুখে। সেমিফাইনালের ছাড়পত্র মেলে নি। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সফরে গিয়েও দাগ কাটতে পারে নি তারা। মুখ পুড়িয়ে ফিরেছিলো। অধিনায়ক পরিবর্তন, নিয়ামক সংস্থার গঠনতন্ত্রে পরিবর্তন, কোচ পরিবর্তন-গত কয়েক মাসে সব কিছুর সাক্ষী থেকেছে পাকিস্তান ক্রিকেট (Pakistan Cricket Team)। কিন্তু অপরিবর্তিত থেকেছে তাদের হতশ্রী পারফর্ম্যান্স। টি-২০ বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রের মত দ্বিতীয় সারির দলের বিরুদ্ধে অবাক হারের ধাক্কায় ছিটকে যেতে হয়েছিলো। সেই ঝটকা কাটিয়ে ওঠার আগেই ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে হারতে হলো টেস্টেও।

Read More: IPL 2025: এই ক্রিকেটারকে দলে সামিল করলেন কপাল খুলবে RCB’র, কাটবে সতেরো বছরের ট্রফি খরা !!

বাংলাদেশের বিরুদ্ধেও পরাজিত পাকিস্তান-

Pakistan vs Bangladesh | Image: Getty Images
Pakistan vs Bangladesh | Image: Getty Images

রাওয়ালপিন্ডির মাঠে বাংলাদেশের মুখোমুখি হয়েছিলো পাকিস্তান (Pakistan Cricket Team)। গত দুই-তিন বছরে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে পর্যুদস্ত হতে হয়েছে পাক শিবিরকে। কিন্তু বাংলাদেশের বিপক্ষেও যে এমন মুখ থুবড়ে পড়তে হবে তা হয়ত আন্দাজও করতে পারেন নি শান মাসুদ’রা (Shan Masood)। টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সাউদ শাকিল, মহম্মদ রিজওয়ানের জোড়া শতরানে তাঁরা তোলে ৪৪৮ রান। হাতে ৪ উইকেট থাকলেও ডিক্লেয়ারের সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলো তারা। জবাবে ব্যাট করতে নামা বাংলাদেশ দারুণভাবে সামলায় শাহীন, নাসিমদের (Naseem Shah)। সাদমান ইসলামের ৯৩, মুশফিকুর রহিমের ১৯১, লিটন দাস ও মেহদী হাসান মিরাজের অর্ধশতক তাদের পৌঁছে দেয় ৫৬৫ রানে।

প্রথম ইনিংসে ১১৭ রানের লিড নিয়ে শেষ করে টাইগার্স’রা। চাপে পড়ে যাওয়া পাকিস্তান নিজেদের দ্বিতীয় ইনিংসে বিশেষ সুবিধা করতে পারে নি। নজর কাড়েন শাকিব আল হাসান (Shakib al Hasan) ও মেহদী হাসান মিরাজ। দুই স্পিনার যথাক্রমে ৩টি ও ৪টি উইকেট তুলে নেন। একমাত্র মহম্মদ রিজওয়ান ছাড়া কেউই সাফল্য পান নি। ১৪৬ রানে গুটিয়ে যায় তারা। চতুর্থ ইনিংসে বাংলাদেশের সামনে লক্ষ্য ছিলো মাত্র ২৯। সাদমান ইসলাম (Shadman Islam) ও জাকির হাসানের ওপেনিং জুটি কোনো ঝুঁকি না নিয়েই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেয় দল’কে। ঘরের মাঠে পরাজয়ের লজ্জা যখন গ্রাস করেছে পাক শিবিরকে, তখন ঐতিহাসিক সাফল্য অর্জনের পর উচ্ছ্বসিত বাংলাদেশ শিবির। এই নিয়ে বিদেশের মাঠে দশম টেস্ট জিতলো তারা। পাকিস্তানকে (Pakistan Cricket Team) প্রথমবার হারালো লাল বলের ফর্ম্যাটে।

পাকিস্তানের পারফর্ম্যান্সে বিরক্ত বসিত আলি-

Basit Ali | Image: Getty Images
Basit Ali | Image: Getty Images

পাক ক্রিকেট দলের (Pakistan Cricket Team) সাম্প্রতিক পারফর্ম্যান্সের কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছে না ক্রিকেটমহল। নিজেদের দেশেই কড়া সমালোচনার সম্মুখীন হয়েছেন বাবর আজম, শাহীন শাহ আফ্রিদিরা। রামিজ রাজা’র (Ramiz Raja) মত প্রাক্তনী এই হতশ্রী হালের জন্য ভারতকেই দায়ী করছেন। এশিয়া কাপ ও ওডিআই বিশ্বকাপে টিম ইন্ডিয়ার (Team India) ব্যাটাররা যেভাবে আক্রমণ করেছেন, তাতে বাকি দলগুলির মন থেকেও পাক পেসারদের সম্পর্কে কোনোরকম ভীতি আর অবশিষ্ট নেই বলে মনে করছেন তিনি। দলের খেলায় খুশি নয় বসিত আলি’ও (Basit Ali)। পিসিবি’র কার্যকলাপে আমূল বদল চাইছেন তিনি। সেক্ষেত্রে তিনি রোল মডেল করতে বলছেন প্বার্শবর্তী দেশ ভারতকেই। নিজের ইউটিউব চ্যানেলে বসিত (Basit Ali) জানিয়েছেন সাফল্যের সন্ধানে ভারতকেই নকল করা পাকিস্তানের।

“এই টেস্ট সিরিজের পর একটা ওয়ান ডে টুর্নামেন্ট হবে চ্যাম্পিয়ন্স কাপ বলে। পাকিস্তান অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের নীতি এর আগে নকল করে দেখেছে। ভারত আমাদের পাশেই রয়েছে, দয়া করে তাদের নীতিটাই নকল করা হোক। তবে নকল করতেও তো বুদ্ধি লাগে। ভারত যা করছে, সেটাই করা হোক।”,ক্ষোভ উগড়ে দিয়েছেন বসিত (Basit Ali)। লাল বলের ক্রিকেটে জোর দেওয়া উচিৎ, মনে করছেন তিনি। “দলীপ ট্রফি শুরু হবে এরপর। ওটা কি একটা টি-২০ বা ওয়ান-ডে টুর্নামেন্ট? ওটা একটা চার দিনের টুর্নামেন্ট। ওরা নিজেদের ভিতটা মজবুত করার কথা ভেবেছে। সেই জন্যই ওরা এত সফল। “, সংযোজন তাঁর। প্রসঙ্গত, ৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দলীপ ট্রফি। চারটি দলের মধ্যে হবে লড়াই। ঋষভ পন্থ, কে এল রাহুল, যশস্বী জয়সওয়াল, শুভমান গিলদের দেখা যাবে মাঠে।

Also Read: ICC’র চেয়ারম্যান হিসেবে জয় শাহয়ের নাম শুনতেই তেলে বেগুনে জ্বলে উঠলো পাকিস্তান, করলো না সমর্থন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *