ভারতীয় দল বর্তমানে বিশ্বের অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে নিজেদের পরিচয় তৈরি করেছে। কিন্তু সাম্প্রতিক সময় ঘরের মাঠে তারা একের পরা গুরুত্বপূর্ণ সিরিজে পরাজিত হয়ে রীতিমতো লজ্জার সম্মুখীন হয়েছে। গৌতম গম্ভীর (Gautam Gambhir) রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে একদিনের ক্রিকেটে শুভমান গিলকে (Shubman Gill) অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন। কিন্তু এই তরুণ ব্যাটসম্যান এখনও পর্যন্ত নেতৃত্বের দায়িত্বে নিজেকে প্রমাণ করতে পারেননি। তার ম্যাচ চলাকালীন একাধিক সিদ্ধান্ত সমালোচনার মুখে পড়েছে। এই ভারতীয় তারকাকে এবার কটাক্ষ ছুঁড়ে দিলেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার।
Read More: টি-২০ বিশ্বকাপে বাংলাদেশকে লাস্ট ওয়ার্নিং দিল ICC, ছিটকে গেলে এই নতুন দল পাবে এন্ট্রি !!
ভারতের লজ্জাজনক হার-

নিউজিল্যান্ডের (India vs New Zealand ODI Series) বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজে প্রথম ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরু করেছিল ভারতীয় দল। কিন্তু পরপর শেষ দুই ম্যাচে হারের সম্মুখীন হয়ে ধাক্কা খায়। শেষ ম্যাচে ইন্দোরে ব্যাট হাতে কিউইদের হয়ে জ্বলে উঠেছিলেন ড্যারিল মিচেল (Daryl Mitchell)। তিনি গ্লেন ফিলিপসের (Glenn PhilIips) সঙ্গে জুটি বেঁধে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। তারা দুজনে মিলে ১৮৬ বলে ২১৯ রানের ইনিংস খেলেছিলেন। ফলে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৩৩৭ রান তুলে নেয়।
এই রান তাড়া করতে নেমে ব্যাট হাতে রোহিত শর্মা (Rohit Sharma) থেকে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), কেএল রাহুল (KL Rahul) সম্পূর্ণ ব্যর্থ হন। সেই সময় এসে হাল ধরেন বিরাট কোহলি (Virat Kohli)। তিনি ১০৮ বলে গুরুত্বপূর্ণ ১২৪ রানের ইনিংস খেলে জয়ের লক্ষ্যে দলকে এগিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। এছাড়াও নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) এবং হর্ষিত রানা (Harshit Rana) দুরন্ত অর্ধশতরান করে দলকে সাহায্য করেছিলেন। কিন্তু শেষ ,পর্যন্ত ভারত ম্যাচটি ৪১ রানে পরাজিত হয়।
সমালোচিত গিল-

নিউজিল্যান্ড ভারতের মাটিতে প্রথমবারের মতো ওডিআই সিরিজ জয় করে ইতিহাস তৈরি করেছে। এর ফলে রীতিমতো সমালোচনার মুখে পড়েছেন অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। এছাড়া ম্যাচ চলাকালীন বিভিন্ন সময় মাঠের বাইরে থেকে গৌতম গম্ভীর একাধিক সিদ্ধান্ত ক্রিকেটারদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তা দলের জন্য খুব একটা কাজে আসেনি। এই বিষয়গুলি নিয়ে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার এবং কোচ বাসিত আলি ((Basit Ali) বিস্ফোরক মন্তব্য করলেন।
তিনি এক সাক্ষাৎকারে বলেন, “ভারত হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এবং জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) ছাড়াই মাঠে নেমেছিল। তারা মহম্মদ শামিকে (Mohammed Shami) দলে জায়গা দিচ্ছে না। এই দলের এখনও প্রধান শক্তি বিরাট কোহলি এবং রোহিত শর্মা। রাহুল দুটি ম্যাচে ভালো খেললেও তৃতীয় ম্যাচে ব্যর্থ হয়েছেন। শুভমান গিল ম্যাচ চলাকালীন ড্রেসিংরুম থেকে আসা বার্তাকে শুনেছিলেন। তুমি এইসব কথা শোনা বন্ধ করো এবং অধিনায়কত্ব শেখার জন্য স্কুলে যাও।”