'বিরাট থাকলে আটকাতে পারত না..' BBL'এর ঘটনায় বাবার আজমকে কটাক্ষ করলেন বাসিত আলি !! 1

পাকিস্তানি ক্রিকেটাররা বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণ করে থাকেন। শুধুমাত্র ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক টানাপোড়েনের মধ্যে থাকার কারণে তারা আইপিএলে অংশগ্রহণ করতে পারেন না। চলতি বিগ ব্যাশ লিগে (BBL 2026) একাধিক পাক তারকাকে অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে। এই টুর্নামেন্টে তাদের কার্যকলাপ রীতিমতো আলোচনায় উঠে এসেছে।

মহম্মদ রিজ‌ওয়ানের (Mohammad Rizwan) মতো ব্যাটসম্যানকে দলের সিদ্ধান্তে রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছাড়তে হয়েছিল। এরপর স্টিভ স্মিথ (Steve Smith) বাবর আজমকে (Babar Azam) স্ট্রাইক দিতে অস্বীকার করায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এই বিষয়ে এবার বিরাট কোহলির (Virat Kohli) প্রসঙ্গ এনে মন্তব্য করলেন বাসিত আলি (Basit Ali)।

Read More: নীতিশ-হর্ষিতকে অলরাউন্ডার বানাতে গিয়ে দলকে ধ্বংস করছেন গম্ভীর, ভক্তরা তুলছেন প্রশ্ন !!

বাবরকে নিয়ে বিতর্ক-

'বিরাট থাকলে আটকাতে পারত না..' BBL'এর ঘটনায় বাবার আজমকে কটাক্ষ করলেন বাসিত আলি !! 2
Babar Azam and Steve Smith | Image: Twitter

বিগ ব্যাশ লিগের‌ ইতিহাসে বাবর আজম সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার। এই বছর সিডনি সিক্সার্সের (Sydney Sixers) হয়ে মাঠে নেমেছেন তিনি। সম্প্রতি এক ম্যাচে দ্বিতীয় ইনিংসে স্টিভ স্মিথের (Steve Smith) সঙ্গে ওপেনিং করছিলেন এই পাক তারকা। ম্যাচে ব্যাট হাতে রীতিমতো লড়াই করছিলেন। তার ব্যাটিং স্ট্রাইক রেট সমালোচনার মুখে পড়ে। ১১ তম ওভারে ৩ টি ডট বল খেলেন বাবার।

এই ওভারের শেষ বলে সিঙ্গেল নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু অপর প্রান্তে থাকা স্মিথ রান নেওয়ার সিদ্ধান্ত নাকচ করে দেন। তিনি পরের ওভারে ব্যাটিং করার সুযোগ পেয়ে রীতিমতো জ্বলে ওঠেন। রায়ান হ্যাডলির করা বলে পরপর চারটি ছক্কা হাঁকান। এর সঙ্গেই এক ওভারে ৩২ রান তুলে নিয়ে অনন্য রেকর্ড গড়েন এই তারকা। এটাই বিগ ব্যাশ লিগের এক ওভারের সর্বোচ্চ রান।

বাবরকে বিরাটকে নিয়ে কটাক্ষ-

Virat kohli and babar,
Virat Kohli and Babar Azam | Image: Getty Images

বিগ ব্যাশ লিগে বাবর আজমের (Babar Azam) নাক কাটা গেছে বলে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আলোচনা শুরু হয়ে গেছে। নিজের দেশের ক্রিকেট ভক্তরাও ট্রোল করছেন। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার এবং কোচ বাসিত আলি বিরাট কোহলির (Virat Kohli) প্রসঙ্গ পর্যন্ত টেনে এনেছেন। তিনি এই বিষয়ে এক সাক্ষাৎকারে বলেন, “যদি বিরাট কোহলি বাবর আজমের জায়গায় থাকতেন এবং ম্যাচে সিঙ্গেল নিতে চাইতেন স্টিভ স্মিথ (Steve Smith) কখন‌ই তাকে থামাতে পারতেন না।

স্মিথ কেন স্মিথের বাবাও আটকাতে পারতেন না। এটাই কোহলি এবং বাবরের মধ্যে পার্থক্য।” উল্লেখ্য বিরাটের সঙ্গে বাবরের তুলনা করে থাকে পাক ক্রিকেট ভক্তরা। কিন্তু বাস্তবে কিং কোহলি এই তারকা ব্যাটসম্যানের থেকে অনেকটাই এগিয়ে আছেন। বাবর গত বছর এশিয়া কাপের (Asia Cup 2025) নিজের দেশের টি-টোয়েন্টি দল থেকেই বাদ পড়েছিলেন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পাবেন কিনা তা নিয়েও রয়েছে ধোঁয়াশা।

Read Also: ‘অ‌ওকাতের মধ্যে থাক..’, বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে হাতাহাতিতে জড়ালেন বৈভব সূর্যবংশী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *