বাংলাদেশ ক্রিকেট দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা চালাচ্ছে। এই দেশ থেকে সাকিব আল হাসানের (Sakib Al Hasan) মতো কিংবদন্তি অলরাউন্ডার উঠে এসেছে। এছাড়াও মুশফিকুর রহিম (Mushfiqur Rahim), তামিম ইকবালের (Tamim Iqbal) মতো তারকা এই দেশের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি উত্তল থাকায় ভারত এবং বাংলাদেশের সম্পর্ক কিছুটা খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে। এই আবহে মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। যা নিয়ে চলছে তুমুল বিতর্ক। এর মধ্যেই অবসর নিলেন বাংলাদেশি তারকা।
Read More: TOP 5: জাদেজা থেকে ওয়ার্নার, মুস্তাফিজুর ছাড়াও এই ৫ ক্রিকেটার IPL থেকে নিষিদ্ধ হয়েছিলেন !!
বিতর্কের মুখে মুস্তাফিজুর-

এশিয়ার অন্যতম সফল পেসার মুস্তাফিজুর রহমান। তিনি দীর্ঘ কয়েক বছর আইপিএলের হয়ে বিভিন্ন দলে অংশগ্রহণ করেছেন। এই বছর মিনি নিলামে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এই বাংলাদেশি তারকাকে দলে নিয়ে রীতিমতো চমক দেয়। ৯ কোটি ২০ লক্ষ টাকার বিনিময়ে তাকে ঘরে তোলে শাহরুখ খানের (Sharukh Khan) দল। এটাই ছিল আইপিএলের ইতিহাসে কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ দাম। তবে এক অংশের সমর্থকরা এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করতে থাকে।
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বর্তমানে অস্থির পরিস্থিতির মধ্যে রয়েছে। প্রতিবেশী দেশ থেকে রাজনৈতিক ব্যক্তিত্বরা মাঝেমধ্যেই ভারত বিরোধী মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করছেন। এছাড়াও এই দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনের ওপর নির্মম অত্যাচার আন্তর্জাতিক ক্ষেত্রেও সমালোচিত হচ্ছে। এই কারণে শেষ পর্যন্ত চাপের মুখে দাঁড়িয়ে বিসিসিআই (BCCI) নাইট রাইডার্সকে মুস্তাফিজুরকে সরিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেয়।
অবসর নিলেন এই তারকা-

মুস্তাফিজুরকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ার পর বিসিবি একাধিক চঞ্চল্যকর পদক্ষেপ নিয়েছে। তারা ইতিমধ্যে আইসিসিকে বিষয়টি জানিয়েছে। এই পরিস্থিতিতে অবসরের সিদ্ধান্ত নিলেন তারকা পেসার। শফিউল ইসলাম (Shafiul Islam) রবিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার ক্রিকেট বোর্ড, সতীর্থ এবং কোচদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করেছেন।তিনি লেখেন, “আজ আমি জীবনের কঠিন সিদ্ধান্ত নিতে চলেছি।
আমি শফিউল ইসলাম সমস্ত ধরনের প্রফেশনাল ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করছি। দেশের জার্সি গায়ে জড়ানো সত্যি গর্বের বিষয় ছিল। আমার দীর্ঘ ক্যারিয়ারে পাশে থাকার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আমার সকল সতীর্থ, কোচ এবং অগণিত ভক্তদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনাদের ভালোবাসা ছাড়া আমি এই আজকের শফিউল হয়ে উঠতে পারতাম না।” উল্লেখ্য তিনি দেশের হয়ে ৬০ টি ওডিআই ম্যাচে মোট ৭০ টি উইকেট সংগ্রহ করেছেন। এছাড়াও ১১ টি টেস্ট ম্যাচে ১৭ টি উইকেট এবং ২০ টি টি-টোয়েন্টি ম্যাচে ২০ টি উইকেট তুলে নিয়েছেন নিজের ঝুলিতে।