W, W, W, W, W…গর্জন বাংলাদেশী টাইগারদের, মাত্র ৬০ রানেই গুটিয়ে গেলো নিউজিল্যান্ড !! 1

চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) হতাশ করলো বাংলাদেশ। প্রথম ম্যাচেই ভারতের বিরুদ্ধে হারতে হয় তাদের। তৌহিদ হৃদয়ের শতরান, জাকের আলি অনীকের অর্ধশতক সত্ত্বেও ‘মেন ইন ব্লু’র বিজয়রথ রুখতে পারলো না তারা। টুর্নামেন্টে টিকে থাকতে হলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচটি জিততেই হত তাস্কিন আহমেদ (Taskin Ahmed), নাহিদ রাণাদের। কিন্তু দুবাইয়ের পর রাওয়ালপিন্ডির মাঠেও শোনা গেলো না টাইগারদের হুঙ্কার। যথেষ্ট হয় নি অধিনায়ক শান্ত’র লড়াকু ৭৭। রচিন রবীন্দ্রের (Rachin Ravindra) শতরান ও টম ল্যাথামের অর্ধশতক লক্ষ্যে পৌঁছে দেয় কিউইদের। ৫ উইকেটে হেরে এবারের মত চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যায় বাংলাদেশ। একটানা ব্যর্থতায় মন ভালো নেই পদ্মাপারের ক্রিকেটপ্রেমীদের। এই মুহূর্তে পুরনো সাফল্যের স্মৃতি রোমন্থনই ভরসা তাদের।

Read More: ভেস্তে গেল আফ্রিকা-অস্ট্রেলিয়ার ম্যাচ, সেমিফাইনালের দৌড়ে টিকে রইলো ইংল্যান্ড !!

কিউইদের হারিয়েছিলো বাংলাদেশ-

Shakib Al Hasan | বাংলাদেশ | Image: Getty Images
Shakib Al Hasan | Image: Getty Images

২০২১ সালে টি-২০’র আসরে মুখোমুখি হয়েছিলো নিউজিল্যান্ড ও বাংলাদেশ (BAN vs NZ)। মীরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে স্মরণীয় জয় ছিনিয়ে নিয়েছিলো টাইগারবাহিনী। টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। মন্থর বাইশ গজে মুখ থুবড়ে পড়েছিলো ব্ল্যাক ক্যাপস ব্যাটিং। রচিন রবীন্দ্র সাজঘরে ফেরেন শূন্য রান করে। টম ব্লান্ডেলের ব্যাট থেকে আসে ২ রান। একমাত্র অধিনায়ক ল্যাথাম (১৮) ও হেনরি নিকোলস (১৮) ছাড়া দশের গণ্ডীও পেরোতে পারেন নি কেউ। মাত্র ৬০ রানের মধ্যেই গুটিয়ে যায় তারা। বাংলাদেশের হয়ে বল হাতে নজর কাড়েন মুস্তাফিজুর রহমান। মাত্র ১৩ রান খরচ করে ৩ উইকেট তুলে নেন তিনি। ২টি করে উইকেট নেন নাসুম আহমেদ, মহম্মদ সৈফুদ্দিন ও শাকিব আল হাসান (Shakib Al Hasan)। ১টি সাফল্য পেয়েছিলেন মেহদী হাসান।

প্রতিপক্ষকে অল্প রানের মধ্যে বেঁধে ফেলতে পারলেও ইনিংসের শুরুতে ব্যাটিং বিপর্যয় এড়াতে পারে নি বাংলাদেশ। কোল ম্যাককঞ্চি’র শিকার হয়ে মহম্মদ নাইম (Mohammad Naim) যখন সাজঘরে ফেরেন তখন টাইগারদের স্কোরবোর্ডে মাত্র ১ রান। কিছুক্ষণ পরেই আউট হন লিটন দাস’ও (Litton Das)। ব্যক্তিগত ১ রানের মাথায় আজাজ প্যাটেলের বলে স্টাম্পড হন তিনি। কঠিন চ্যালেঞ্জের মুখে পড়া বাংলাদেশকে লড়াইতে ফেরান শাকিব আল হাসান (Shakib Al Hasan) ও মুশফিকুর রহিমের (Mushfiqur Rahim) জুটি। নিজেদের অভিজ্ঞতার ঝুলি উজাড় করে দলকে সাফল্যের সরণিতে পৌঁছে দেন তাঁরা। ৩৩ বলে ২৫ করে শেষমশ আউট হন শাকিব। রচিন রবীন্দ্রের বলে সাজঘরে ফেরেন তিনি। কিন্তু অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ (১৪*) কে সাথে নিয়ে টাইগারদের লক্ষ্যে পৌঁছে দেন মুশফিক। অপরাজিত থাকেন ১৬ রান করে।

সমালোচনার মুখে মুশফিকুররা-

Tanzid Hasan Tamim and Najmul Hossain Shanto | Image: Getty Images
Tanzid Hasan Tamim and Najmul Hossain Shanto | Image: Getty Images

 

 

 

২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2017) সেমিফাইনাল খেলেছিলো বাংলাদেশ। ২০২৫-এ সেই সাফল্যের ধারেকাছেও পৌঁছতে পারলো না তারা। প্রথম দুই গ্রুপ ম্যাচে হেরে বিদায় নিয়েছে টাইগারবাহিনী। এই ব্যর্থতার পিছনে অনেকাংশে দায়ী ব্যাটিং বিভাগ। সৌম্য সরকার (Soumya Sarkar), মেহদী হাসান মিরাজ’রা চূড়ান্ত হতাশ করেছেন। ভারতের বিপক্ষে রান পেলেও নিউজিল্যান্ড ম্যাচে ধারাবাহিকতা বজায় রাখতে পারেন নি তৌহিদ হৃদয়। জাতীয় দলের হয়ে এটাই হয়ত শেষ আইসিসি ইভেন্ট ছিলো অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিমের (Mushfiqur Rahim)। শেষটা ভালো হলো না তাঁর। ভারতের বিরুদ্ধে খাতাই খুলতে পারেন নি তিনি। কিউইদের বিপক্ষে রাওয়ালপিন্ডিতেও করেছেন মাত্র ২। ৩৮ ছুঁইছুঁই তারকাকে এবার বিদায় জানানো উচিৎ নির্বাচকদের, জোড়া পরাজয়ের পর উঠতে শুরু করেছে দাবী।

Also Read: চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই অবসর তারকা ক্রিকেটারের, কোচ হিসেবে শুরু করছেন দ্বিতীয় ইনিংস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *